![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
সামু ব্লগ কি আবারও ধর্মবিদ্বেষ ছড়ানোর হাতিয়ারে পরিণত হইতেছে! ছবিঃ অন্তর্জাল হতে সংগৃহিত।
ইহা, উহা, ইহার, উহার, ইহাকে, উহাকে - ইত্যাকার সাধু ভাষার শ্রুতিমধুর কিছু শব্দসম্ভারের প্রয়োগ কদাচিত আমাদের প্রিয় সামু ব্লগে দৃশ্যমান হয়। এসব শব্দ অধিকহারে ব্যবহার করিতে দেখা যায় এমন একজন ব্লগারের জনৈক খাস সাগরেদকে ইদানিং ধর্মবিদ্বেষ (ঘটনাটা যে শুধুমাত্র ইসলাম ধর্মের বিরুদ্ধেই হয়ে থাকে তা বলা বাহুল্য) ছড়ানোর গুরুদায়িত্ব বেশ নিষ্ঠার সহিত পালন করিতে দেখা যাইতেছে। তিনি এই ক্ষেত্রে দিনকে দিন উল্লেখযোগ্য পরিমানে উন্নতিও করিতেছেন বলিয়া সাম্প্রতিককালে প্রতীয়মান হইতেছে।
মূলতঃ ইসলাম ধর্ম সম্মন্ধে তাহার বিভিন্ন আপত্তিকর লেখা ও পোস্টকে ব্লগারবৃন্দ অনেকেই সাধারণতঃ এই যুক্তিতে সিরিয়াসলি না নিয়ে বরং পাশ কাটাইয়াই যাইতে চাহেন যে, তিনি একটু আত্মভোলা কিসিমের, এমনকি কেউ কেউ তাহাকে জেনারেল এরশাদের দ্বিমুখী চরিত্রের সাথে তুলনা করিয়া একথাও বলিতে চাহেন যে, তিনিও এরশাদের মতই সকালে এক কথা আবার বিকেলে আরেক কথা বলিতে অভ্যস্ত, সুতরাং তাহার কথা অতটা ধরিয়া লাভ কী?
প্রশ্ন হইতেছে, তিনি কি সত্যি সত্যিই আত্মভোলা? ইসলাম ধর্ম বিষয়ক তাহার আপত্তিকর লেখাগুলো, পোস্টগুলো কি সত্যি সত্যিই এড়িয়ে যাওয়ার মত? একজন ব্যক্তি তাহার পোস্টে ইনাইয়া বিনাইয়া দিনের পর দিন ধর্ম বিদ্বেষ ছড়াইতেই থাকিবেন, ইহা তো কোনোভাবে কাম্য হইতে পারে না। বিশেষ করিয়া ইসলাম ধর্ম সম্মন্ধে আপত্তিকর কথাবার্তা বলিতেই থাকিবেন- ইহা যুক্তিগ্রাহ্য হইতে পারে বলিয়া বোধগম্য হইতেছে না।
তাহার কিংবা অন্য কাহারও যদি ইসলাম ধর্ম ভালো না লাগে তাহলে তিনি বা উহারা তাহা পরিহার করিতেই পারেন এমনকি তাহার বা তাহাদের বাবা মা প্রদত্ত নিজেদের নামও ইচ্ছা করিলে পাল্টাইয়া রাখিতেই পারেন। সেই স্বাধীনতা তাহার বা তাহাদের থাকিতেই পারে, কিন্তু তিনি বা তাহারা অন্যদের ধর্মবিশ্বাসে আঘাত দিয়া একের পর এক পোস্ট নামের অখাদ্য জিনিষ প্রসব করিতেই থাকিবেন - এই অধিকার তাহাকে বা তাহাদেরকে কে দিয়াছে?
রাষ্ট্র কিংবা সামহোয়্যার ইন ব্লগ কি কাউকে অন্যের ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অনুমতি দেয়? যদি না দিয়া থাকে, তাহলে রাষ্ট্রের এবং ব্লগের নিয়ম পরিপন্থী কার্যে লিপ্ত থাকার দায়ে উহাকে কেন ব্লগনীতিমালার আওতায় আনা হইবে না? মান্যবর মডারেটর মহোদয়ের নিকট বিনীতভাবে এই প্রশ্নটি উত্থাপন না করিয়া পারিতেছি না বলিয়া আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করিতেছি। সঙ্গত কারণেই সংশ্লিষ্ট ব্লগারের নামোল্লেখ করা হইতে বিরত থাকিয়াছি। তবে আশা করি মডারেটর মহোদয় ইঙ্গিতেই বিষয়টি অনুধাবন করিতে পারিবেন এবং উহার ব্লগ, কমেন্টস পর্যবেক্ষণ করিতে সক্ষম হইবেন।
সহৃদয় ব্লগার বন্ধুদের নিকট এই বিষয়টিতে তাহাদের মূল্যবান মতামত আশা করিতেছি।
২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১১
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য।
২| ২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: অযথাই সকালবেলা একটা ক্যাচাল পোষ্ট দিলেন!!!
আপনার এই পোষ্ট দেওয়ার কোনো প্রয়োজন ছিলো না। অযথাই উসকানি দিচ্ছেন। ''জনৈক ব্লগারের'' লেখায় সমস্যা থাকলে 'ব্লগ এডমিন' সাথে সাথেই ব্যবস্থা নিতেন।
আপনার দশা হয়েছে এরকমঃ একলোক ঈশ্বরকে খুজতে বের হয়েছেন। পথে একজনের সাথে দেখা। সে বলল, ঈশ্বর কি হারিয়ে গেছেন?
ইসলাম ধর্ম কি এত ঠুনকো, কেউ ভুলভাল লিখলেই ইসলাম ধর্মের জাত চলে যাবে?
২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৩
নতুন নকিব বলেছেন:
আপনার মন্তব্যে প্রীত হইলাম। শুভকামনা।
৩| ২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৭
নাহল তরকারি বলেছেন: অনেকে বিদেশের ভিসা পাবার জন্য এমনটি করে। মনে করেন “কোন এক ব্যাক্তি ইসলাম সম্পর্কে মিথ্যো কথা বানাইয়া বানাইয়া বললো।” এটা দেখে ধর্মপ্রান মুসলিম উত্তেজিত হয়ে গেছে। এই উত্তেজিত ঘটনা ভিসা সেন্টারে উপস্থাপন করবে। আর বলবে আমি স্বাধীনচেতা মানুষ। আমি ইসলাম সম্পর্কে বলেছিলাম, তাই তারা আমার প্রাণনাশ করতে চায়। এই দেশ আমার জন্য নিরাপদ না। আমাকে প্লিজ ভিসা দিন।
এভাবে বলে ভিসা নেওয়ার ধান্দা।
২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩২
নতুন নকিব বলেছেন:
যথার্থ বলিয়াছেন। এককালে ইহা কাজে আসিত কিন্তু এখন আর এই ট্রিক আগের মত কাজে আসিতেছে না বলিয়া মনে হইতেছে। পশ্চিমারা এতদিনে উহাদের চালাকিটা ধরিয়া ফালাইয়াছেন কি না কে জানে!
উহাদের দুঃখ দেখিয়া কষ্ট হয়! আহ! আগে কি সুন্দর সিস্টেম আছিল! ধর্মবিদ্বেষ ছড়াইয়া সমাজে দাঙ্গা হাঙ্গামা বাধাইয়া অতি সহজেই বিদেশীদের দৃষ্টি আকর্ষন করা যাইতো, তাহাদের দয়া আর অনুকম্পায় উন্নত দেশে স্থান পাইতেও অনেকেরই সময় লাগিত না। কিন্তু এখন যে কি কঠিন দিন আসিল! কোনো চেষ্টাই কাজে আসিতেছে না! সময় এত খারাপ কি করিয়া হইল, তাহাই চিন্তার বিষয়!
তাছাড়া, আমাদের দেশের ধর্মাবলম্বী লোকজনকেও এখন আর উহারা সহজে উত্তেজিত করিতে পারিতেছে বলিয়া মনে হয় না। সাধারণ মানুষজন যদি সেই হারে উত্তেজিত হইতো তাহা হইলে উহার বহুত আগেই ইউরোপ কিংবা আমেরিকায় থাকার কথা ছিল। ধন্যবাদ।
৪| ২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: নতুন নকিব ভাইজান, সেই একজন আসলে একটু আলবোলা টাউ পের তয় টাউট নয়।
ছেড়ে দেন, যার পাপে তারে খাবে। মনে হয়না তাহার অন্যকোন লক্ষ্য আছে। আমার মনে হয় সময় কাটানোর জন্য এবং কিছুটা বৈচিত্রের খোজে মাঝে মাঝে ইসব উলটা-পালটা বলে। গুরুর শিষ্য কি না
মানুষ কথা বলায় যেমন স্বাধীন ঠিক তেমনি ব্যক্তিগত স্বাধীনতার দোহাই দিয়ে যা কিছু বলা কিংবা করা হোক না কেন , তার ফলাফলও তাহাকে ভোগ করতে হবে - এটা সেই একজন ভাই মাথায় রাখেনা , কি যে করি কইনছেন দেহি।
তয় টুটি চেপে ধরা কোন ভাল কাজ নয়, উনার বোধোদয়ের জন্য আশা করা ও বুঝানোই আমাদের কাজ।
আশা করি এর ফলে সুবোধ ভাল হয়ে যাবে
২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫০
নতুন নকিব বলেছেন:
আপনার কথার সহিত সহমত পোষন করিতেছি এবং আমারও ইতোপূর্বে তাহার প্রতি আপনার মত এইরকম একই ধরণের মনোভাব পোষন করিবার ইচ্ছা হইয়াছে বলিয়াই এ যাবতকাল নিশ্চুপ থাকার পথেই হাটিয়াছি। ভাবিয়াছি, তিনি হয়তো তাহার ভুল উপলব্ধি করিতে পারিবেন এবং ধর্মীয় বিষয়াদি নিয়া যাচ্ছেতাই বলার অভ্যাস পরিহার করিবেন। কিন্তু দীর্ঘ দিনেও তিনি নিজেকে পরিবর্তনের প্রক্রিয়ার ভেতরে নিয়া আসিতে পারিয়াছেন বলিয়া দেখা যাইতেছে না। তিনি বরং তাহার পথেই আছেন।
লাগাতার উল্টাপাল্টা কথাবার্তা একজন বলিতেই থাকিবেন - আর ইহা দেখিয়া নিরব দর্শক হইয়া আমাদের থাকিতে হইবে, বিষয়টা চিন্তার উদ্রেক করিতেছে বিধায়ই এই ক্ষুদ্র পোস্টের অবতারণা।
আমি কাহারও টুটি চাপিয়া ধরিবার নীতিতে মোটেই বিশ্বাসী নই। বরং আমার দীর্ঘ বছরের ব্লগ বাস্তবতা এটাই যে, আমার বিরুদ্ধমতের ব্লগার বন্ধুদের বিষয়েও আমি সম্মানিত মডারেটরের নিকট বিভিন্ন সময় অনুরোধ/ সুপারিশ করিয়াছি, যাহাতে তিনি তাহাদের সাময়িক কমেন্টস ব্যান ইত্যাদি তুলিয়া নিয়া তাহাদের লেখালেখির সুযোগ ফিরাইয়া দেন। সুতরাং, আমি তাহার বিষয়েও একই প্রত্যাশা নিয়াই এই পোস্ট করিয়াছি, তিনি লিখিবেন ঠিকই তবে কাহারও ধর্মীয় বিশ্বাস এবং অনুভূতির স্থানে তিনি যেন আঘাত না করেন।
দীর্ঘ আন্তরিক মন্তব্যে ধন্যবাদ। শুভকামনা জানবেন।
৫| ২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐটা একটা সাইকো। হিমু ভাব ধরে। মানসিক রোগী। মানসিক রোগী মানেই অপ্রকৃতিস্থ হতে হবে তা নয়। সুস্থ স্বাভাবিক মানুষও মানসিক রোগী হতে পারে। তিনি এগুলো করে বিকৃত মজা পান। কিন্তু খোঁজ নিয়ে দেখেন, বউ বাচ্চা বা সমাজের কাছে তেনার এসব চিন্তাধারা বলতে পারেন না। আমার উনার জন্য ভয় হয়। মাঝখান দিয়ে একটা ঝামেলায় জড়িয়ে পড়বেন। তেনাকে অনেক আগে বলেছিলাম নিজের ছবি না দিয়ে ব্লগ, ফেসুবকিং করার জন্য। কিন্তু তিনি তো হিমু। সরল মনের মানুষ...
২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৬
নতুন নকিব বলেছেন:
নিজের এবং পরিবারের সদস্যদের ছবি যুক্ত করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করার পক্ষে আমি কোনো যুক্তি দেখি না। বিভিন্ন কারণেই এই অভ্যাস পরিহার করা উচিত বলিয়া মনে করি। তাহারও বিষয়গুলো অনুধাবন করা উচিত। আমরা তাহার সুস্থতা এবং কল্যান কামনা করি।
অনেক শুভকামনা।
৬| ২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৭
এ পথের পথিক বলেছেন: স্বস্বীকৃত বেজ্ঞানীগন ইসলাম নিয়ে যে পরিমাণ মিথ্যাচার করে যাচ্ছিল ব্লগে । সেসব বেজ্ঞানীগনের ইসলাম সম্পর্কে কোন বিষয় না জানা অথবা ভুল জানা থাকতেই পারে, তাই বলে নিয়মিত মিথ্যাচার করে ইসলাম বিদ্বেষ ! আমি অবাক হয়েছি সেসব বেজ্ঞানীগনের পোস্ট দেখে । আত্মস্বীকৃত লজিকে ভরপুর তারা নাকি এই পৃথিবীতে মহাজ্ঞানী তো তারা প্রশ্ন থাকলে সুন্দর সাবলীল ভাবে আলোচনার অফার করে না কেন ? আমার বুঝে আসে না । তাদের বলছি সুন্দর, সাবলীল, নমনীয় ভাবে আলোচনা করুন বিদ্বেষ ছড়ায়েন না ।
তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূরকে পূর্ণতাদানকারী। যদিও কাফিররা তা অপছন্দ করে। ৬১-৮
২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০২
নতুন নকিব বলেছেন:
অনর্থক মিথ্যাচার করা অন্যায়। আমার বুঝে আসে না, মানুষ কেন অন্যের বিশ্বাস এবং অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হইতে আন্তরিক হইতে চাহেন না। আমি নাস্তিকদেরও সম্মান করি। মানুষ হিসাবে তাহাদেরও অবশ্যই সম্মান প্রাপ্য। বরং, আরও সহজ করিয়া বলিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষই আমার নিকট সম্মানের পাত্র। কারণ, প্রত্যেককেই আল্লাহ তাআ'লা সৃষ্টি করিয়াছেন। আমি উহাদের নিকট হইতেও একই আচরণ প্রত্যাশা করি।
শুভকামনা জানিবেন।
৭| ২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৭
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ভাই, ইসলাম নিয়া ক্যাচাল করলে বহুত ফায়দা আছে। ইসলাম নিয়া মোডা-চিকন পন্ডিতি কইরা আমার চোখে সামনে মুসুদা ভাট্টি কি সুন্দর ব্রিটিশ সিটিজেন হইয়া গেলো। এরপর বাংলাদেশে গিয়া বিরাট মাল এবং অতঃপর. . .
আরো করতে দেন, এতে ইসলামের কিছুই যাবে আসবেনা।
২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০২
নতুন নকিব বলেছেন:
ক্যাচাল করা উদ্দেশ্য নহে। উদ্দেশ্য হইতেছে, ইসলাম ধর্ম নিয়া যাতে কেউ অবমাননাকর কথাবার্তা না বলেন। স্বাধীন মত প্রকাশ মানে যাতে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা না হয়।
আরো করতে দেন, এতে ইসলামের কিছুই যাবে আসবে না।
-ঠিকই বলিয়াছেন। তবে আমরা শুধু মতামত প্রদান করতেই পারি, কাহারও উপরে কিছু চাপাইয়া দেওয়ার ক্ষমতা আমাদের নাই এবং তাহার আকাঙ্খাও করি না।
শুভকামনা জানিবেন।
৮| ২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৮
ভুয়া মফিজ বলেছেন: অভিযোগ করলে ঠিকঠাক মতো করেন, আহ্লাদী মন্তব্য আর প্রতিমন্তব্য করলে এইসব পোষ্টের কোন গুরুত্ব থাকে না। ৪ নং মন্তব্য আর প্রতিমন্তব্য দেখে খানিকটা শকড হইলাম।
তয় টুটি চেপে ধরা কোন ভাল কাজ নয়, উনার বোধোদয়ের জন্য আশা করা ও বুঝানোই আমাদের কাজ। আশা করি এর ফলে সুবোধ ভাল হয়ে যাবে কুত্তার লেজও বিশেষ বিশেষ মুহুর্তে খানিকটা সোজা হয়, তবে এই মাল সোজা হবে না। আপনারা এতো বছর ধরে দেখার পরেও জিনিস চিনেন নাই। আসলেই আফসোস লাগে!!!!!
২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১৪
নতুন নকিব বলেছেন:
সাধু ভাষাটাই আমার কাছে কিছুটা রসালো লাগে। এই পোস্ট যেহেতু সাধু ভাষায় লেখা, তাই প্রতিমন্তব্যেও একই ধারা অক্ষুন্ন রাখিবার প্রচেষ্টার কারণেই আপনার কাছে খানিকটা আহ্লাদী আহ্লাদী মনে হইতেছে হয়তোবা। যাহা হউক, কাহারও টুটি চাপিয়া ধরা কিংবা লেখালেখি বন্ধ করিয়া দেওয়া হউক- ইহা আমি কখনোই চাহি না।
আমি বিশ্বাস করি, মতপার্থক্য থাকিবেই। আর প্রত্যাশা করি, এই মতপার্থক্যের জায়গা হইতেই পারস্পারিক সম্মান ও শ্রদ্ধাবোধ অক্ষূন্ন রাখিয়া প্রত্যেকে যার যার মতামত প্রকাশ করিবেন। আমার ব্যক্তিগত চিন্তাধারা ইহাই।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
৯| ২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৬
জটিল ভাই বলেছেন:
ভাইরে, আপনার এই অপাত্রস্থ সময়ক্ষেপণি লিখার জন্য মায়া হচ্ছে। আর ভূম ভাইয়ের মতোই বলতে হচ্ছে, "তবে এই মাল সোজা হবে না। আপনারা এতো বছর ধরে দেখার পরেও জিনিস চিনেন নাই। আসলেই আফসোস লাগে!!!!!"
২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২০
নতুন নকিব বলেছেন:
ভাইরে, তাই বলিয়া কি হাল ছাড়িয়া দিতে হইবে! আশা ছাড়িয়া দিলে কেমনে কি! আমরা তো বরাবরই আশায় বাঁচিয়া থাকি। আশা ফুরাইয়া গেলে আর কী থাকে! কিছুই থাকে না।
আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি, বোধোদয়ের সময়টা খুবই নিকটবর্তী হইবে। আল্লাহ তাআ'লা আমাদের আশা এবং প্রত্যাশাকে বাস্তবে রূপদান করুন। আমিন।
শুভকামনা জানিবেন।
১০| ২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪২
রাসেল বলেছেন: আমি মনে করি না, সেই মহান ব্যক্তিত্ব বিনা লাভে জেনেশুনে মিথ্যা প্রচার করে।
২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৫৫
নতুন নকিব বলেছেন:
হয়তোবা।
ধন্যবাদসহ শুভকামনা।
১১| ২২ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪২
তানবির আহমেদ বলেছেন: @নতুন নকিব ভাই - আসলে উনার কোন দোষ নাই। আমাদের পারফিউম ভাবীর চমৎকার রান্না খেয়ে খেয়ে উনার মাথা আউলাইয়া গেছে। কখন কি বলে বা করে সে হয়ত নিজেও জানেনা। যেই টপিক নিয়েই লিখা শুরু করুক না কেন, শেষে গিয়ে ইসলাম ধর্মের গুষ্টি উদ্ধার করে ছাড়ে।
যাই হোক, আমাদের পারফিউম ভাবী কে বলতে হবে যেন সে উনার রাম পাঠা কে একটু বকে দেয়। তাহলে দেখবেন সব "গাঙ্গের পানির লাহান ঠাণ্ডা"।
২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:১৪
নতুন নকিব বলেছেন:
উহার মাথা সত্যিই কি আউলাইয়া গেছে? কিন্তু ইসলাম ধর্ম নিয়া মিথ্যাচার করিতে তো তাহার ভুল হয় না। ইহা তো তিনি ঠিকঠাকভাবেই করিয়া থাকেন। ইহার পেছনে গুরু রহস্যটা কী? মাথা আউলাইয়া গেলে তো একজন লোকের কাজকর্ম সবকিছুতেই তাহার প্রভাব পড়িবার কথা। কিন্তু তাহার কাজে কর্মে তো ইহার বিপরীত চিত্র পরিলক্ষিত হয়। এই রহস্য উদঘাটন করাটাই গুরুত্বপূর্ণ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ। শুভকামনা জানিবেন।
১২| ২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
একদিন এক ইসলাম ধর্ম বিদ্বেষীর গল্প শোনাবো। যিনি ওমরাহ পালন করে এসেছেন এবং ইসলামের জন্য লিখে যাচ্ছেন।
নামাজ শেষে তার কথা শোনার জন্য মুসুল্লিরা জমা হয়।
দিনে দিনে এমন 'ধর্ম বিদ্বেষী'র সংখ্যা বেড়েই যাবে।
"'আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন। আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।"
২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:১৭
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদসহ আপনার জন্য শুভকামনা।
১৩| ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৭
লুধুয়া বলেছেন: আপনাদের এই আচরণ কি প্রমান করেনা কেনো ইসলামিস্ত্ররা বিদেশে কোনঠাসা হচ্ছে।আপনাদের ধার্মিক tolerance জিরো লেভেল এর।আপনাদের অযুক্তির বিরোধে কিছু বললে চটে যান। আপনারা যুক্তি তর্ক কিছুই শুনতে চাঁননা।এইদেশে টো তবু চলে কিন্তু পাকিস্তান এর মতো ইসলামিক দেশে তো ডাইরেক্ট মেরে দেবে। বাংলাদেশ ও ভ্লাগার হত্যা হয়েছিলো আপনাদের মতো মানসিকতার লোকের দারা। তখন সরকারও ছিলো জামাত পন্থি-১৯৭১ এর পরাজিত শক্তি।এখন এই শক্তি আবার সরকার আসার তালে আসে। আবার এইসব জামাতি জিহাধিদের আগমন ঘটবে।
২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:২২
নতুন নকিব বলেছেন:
ইসলাম ধর্ম নিয়া যৌক্তিক আলোচনা যে কেউ করিতে পারেন। কারও যৌক্তিক প্রশ্নও অবশ্যই থাকিতে পারে। এসব নিয়া আমার কোনো মাথা ব্যথা নাই। আমি বলিতে চাহিয়াছি, মূলতঃ ইসলাম ধর্ম নিয়া উহাদের লাগাতার মিথ্যাচার করার বিষয়টি নিয়া।
আপনার কাছে বিনীতভাবে জানিতে চাই, ইসলাম ধর্ম নিয়া উদ্ভট, আবোল তাবোল, অবাস্তব জিনিষ বয়ান করিয়া মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি করা হইলে আপনি কি তাহা সমর্থন করিবেন?
শুভকামনা জানিবেন।
১৪| ২৩ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৪:২৫
এইচ এন নার্গিস বলেছেন: ভালো বিশ্লেষণ ।
২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:২২
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদসহ শুভকামনা আপনার জন্য।
১৫| ২৩ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:১১
অগ্নিবাবা বলেছেন: গরু খাইলে হিন্দু আঘাত পায়, শুকর খাইলে মুসলমান আঘাত পায়। মূর্তি পূজা করলে মুসলমান আঘাত পায়, আল্লা বিল্লা করলে হিন্দু আঘাত পায়। আঘাত না দিয়ে ধর্মপালন হয় কেম্ময়? আপনি আমার আগের আইডি ব্লক করে আমাকে আঘাত দিয়েছেন। বলেন আপনি কি শাস্তি চান?
২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩৩
নতুন নকিব বলেছেন:
অন্য কেউ শুকর খাইলে আমি শুনি নাই কোনো মুসলমান আঘাত পাইয়া শুকর ভক্ষনকারীর টুঁটি টিপিয়া ধরিয়াছে। ইসলাম ধর্মে শুকর খাওয়া নিষিদ্ধ। তাই বলিয়া অন্য কেউ শুকর খাইলে মুসলমানরা বিপত্তি তুলিয়াছে, এমন ঘটনা পৃথিবীর কোথাও ঘটিয়াছে বলিয়া আমাদের জানা নাই। একইরকমভাবে, মূর্তি পূজা করিলে মুসলমান আঘাত পায়- ইহাও আপনাদের বানানো বয়ান। যার ধর্ম সে পালন করিবে - ইসলাম এই নীতিতে বিশ্বাস করে।
গায়ে পড়িয়া ঝগড়া বিবাদে লিপ্ত হইতে চাহিলে কখনও কখনও নিতান্ত নিরুপায় হইয়া কিছু আইডি ব্লক করা ছাড়া কিছুই করার থাকে না। ইহার জন্য শাস্তিটা মূলতঃ কাহার হওয়া উচিত, আপনিই বিবেচনা করিতে পারেন।
শুভকামনা জানিবেন।
১৬| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: পাল্টা পোস্ট করিয়াছেন গাজী সাব
২৩ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৩
নতুন নকিব বলেছেন:
উক্ত ব্লগার তাহার পোস্টে যাহা বলিয়াছেন তাহার সারমর্ম হইতেছে, তাহার একনিষ্ঠ শিষ্য ইসলাম ধর্ম নিয়া উল্টাপাল্টা এবং মিথ্যাচারমূলক যাহা কিছুই বলিয়া বেড়াইতেছেন তাহা খুবই জায়েজ এবং অতি উত্তম কর্ম। আপন শিষ্যকে তিনি আধুনিক মানসিকতার লোক বলিয়াও আখ্যায়িত করিয়াছেন। অবশ্য, আধুনিক মন-মানসিকতার মানুষ হইতে হইলে ধর্ম বিদ্বেষী হওয়াটা একান্তই অপরিহার্য কি না, আমাদের সঠিক জানা নাই।
উপর্যুপরি তিনি এই ব্লগের বিশিষ্ট কয়েকজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে বিষোদগার করিয়া তাহাদের প্রতি নিজের তীব্র আক্রোশ প্রকাশ করিয়াছেন, যাহা নিঃসন্দেহে ব্যক্তি আক্রমনের পর্যায়ে পড়ে। অবশ্য, ব্যক্তি আক্রমন তাহার নতুন কোনো বিষয় নয়। ইতোপূর্বেও এইসব করিতে তাহাকে দ্বিধা বোধ করিতে দেখা যায় নাই। বরং, সহব্লগারদের তুচ্ছ-তাচ্ছিল্য করাই যে তাহার চারিত্রিক বৈশিষ্ট্য ইহার প্রমান তিনি তাহার এই পোস্টটিতে আবারও তুলিয়া ধরিলেন।
খাস শিষ্যের প্রতি ঐকান্তিক দরদে দিশাহারা হইয়াই যে তিনি তাহার উক্ত অখাদ্য পোস্ট প্রসব করিয়াছেন, তাহার পোস্ট পাঠে যে কেউ ইহা অনুধাবন করিতে পারিবেন। তাহার পোস্ট পাঠে ইহাও সহজেই অনুমেয় যে, তাহার শিষ্যের মত তিনিও মানসিক অসুস্থতায় আক্রান্ত। তাহার এবং তাহার শিষ্য উভয়ের মানসিক সুস্থতা এবং স্থিরতা কামনা করিতেছি।
ধন্যবাদসহ শুভকামনা জানিবেন।
১৭| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ৩/৪ টা ছাগল অবিরত ম্যাঁ ম্যাঁ করছে তাদের কাছে শুধু ইসলাম ধর্মই খারাপ।
২৩ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৮
নতুন নকিব বলেছেন:
জ্বি, ইহাদের সকল মিথ্যাচার শুধুমাত্র একটি ধর্মের বিরুদ্ধে। যৌক্তিক কোনো আলোচনায় ইহারা নাই। মিথ্যার সয়লাবে ইহারা ভাসিয়া চলেন। ইহাই দুঃখজনক।
ধন্যবাদসহ শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
চিন্তিত হবেন না,এই ক্ষুদ্র সামু ইসলামের কিছু করতে পারবে না ;তাছাড়া আপনারা তো আছেনই।