![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
ব্লগ মডারেশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের উদ্ভট অভিযোগ: একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।
যারা পক্ষপাতিত্বের উদ্ভট অভিযোগ এনে ব্লগের মডারেশন টিমকে প্রচ্ছন্ন হুমকি ও ভয়ভীতির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চায়, তাদেরকে কখনোই প্রকৃত ব্লগার হিসেবে গণ্য করার সুযোগ নেই। এরা সমাজের জন্য ক্ষতিকর এক শ্রেণির মানুষ, যারা অন্যায়ের পক্ষ নেয় এবং সত্যকে আড়াল করতে চায়। এদের কর্মকাণ্ড শুধু ব্লগ বা অনলাইন প্লাটফর্মের জন্যই হুমকি নয়, বরং সমগ্র সমাজ ও রাষ্ট্রের জন্য বিপজ্জনক। এরা সেই গোষ্ঠী, যারা দেশকে দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে লুণ্ঠন করেছে, আর আজ তাদেরই একটি অংশ হাতকড়া পরা অবস্থায় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে। এদের অনেকেই দেশে-বিদেশে পলাতক, এবং এদের মানসিক অবস্থা এতটাই অস্থির যে, তারা নিজেরাই জানে না কখন কী বলে বসবে। এরা সমাজ ও রাজনীতিতে ঠাঁই হারিয়ে এখন অনলাইন প্লাটফর্মগুলোতে ভিড় জমাচ্ছে, যেখানে তাদের কাছে ব্লগ, রাষ্ট্র, এমনকি পরিবারও নিরাপদ নয়।
সত্য কথা বললেই এরা তাকে "পাকি" বা "রাজাকার" ট্যাগ দিয়ে দাগিয়ে দিতে চায়। এটা তাদের নতুন কোনো অভ্যাস নয়। গত প্রায় ১৬ বছরে তারা সত্য কথনকে কখনোই সহ্য করেনি। বরং প্রতিটি সত্যকে তারা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী হিসেবে চিহ্নিত করেছে। তাদের অন্যায়, অনিয়ম ও লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, রাজাকার, আলবদর বা আল শামসের দোসর হিসেবে চিত্রিত করা হয়েছে। এমনকি তাকে দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী ও উন্নয়নবিরোধী হিসেবে সমাজের কাছে উপস্থাপন করা হয়েছে। এভাবে তারা সত্যিকারের দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনাধারী মানুষদেরকে ভয়ঙ্কর সন্ত্রাসী ও মানবতাবিরোধী অপরাধী হিসেবে চিহ্নিত করেছে।
এই ভয়ানক বয়ান ও অপপ্রচারের মাধ্যমে গত প্রায় ১৬ বছর ধরে তারা বিরোধী মতকে দমন করেছে। সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধকে বিকৃত করে তারা নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এদের অপকর্মের ফলে সমাজে বিভাজন সৃষ্টি হয়েছে, ন্যায়বিচারের পরিবর্তে অন্যায় প্রতিষ্ঠিত হয়েছে এবং সত্যিকারের মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকদের চেতনাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
তবে, ইদানিং এদের অপতৎপরতা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। এদের অন্যায়, অনিয়ম ও লুটপাটের বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার হচ্ছে। আদালতের কাঠগড়ায় এদের মুখোশ উন্মোচিত হচ্ছে, এবং এদের অনেকেই আজ আইনের আওতায় আসতে বাধ্য হচ্ছেন। কিন্তু এদের একটি বড় অংশ এখনও পলাতক, এবং তারা নতুন নতুন কৌশলে সমাজ ও রাষ্ট্রকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে আমাদের সতর্ক ও সচেতন থাকা জরুরি। সত্য কথা বলার সাহস রাখতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ব্লগ ও অনলাইন প্লাটফর্মগুলোকে মুক্ত ও নিরাপদ রাখার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পক্ষপাতিত্ব, হুমকি ও ভয়ভীতির মাধ্যমে যারা মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা সবাই একসাথে প্রতিবাদ জানাবো। শুধু ব্লগ নয়, সমগ্র সমাজ ও রাষ্ট্রকে এদের অপতৎপরতা থেকে মুক্ত করতে হবে।
সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে সক্রিয় হতে হবে। এদের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হবে আমাদের প্রকৃত দেশপ্রেমের পরিচয়। আমরা যদি আজ সচেতন না হই, তবে আগামী প্রজন্মকে এই বিভাজন ও অন্যায়ের বোঝা বহন করতে হবে। তাই, আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি, যেখানে সত্য ও ন্যায়ের জয় হবে।
পুনশ্চ: মূলত: ব্লগ মডারেশন টিমের ''দৃষ্টি আকর্ষন'' পোস্টে জনৈক ব্যক্তির মন্তব্যের প্রতিক্রিয়ায় লেখা কমেন্টটি আকারে বড় হয়ে যাওয়ায় এখানে পোস্ট হিসেবে প্রকাশ করা হলো।
শুভকামনা সকলের জন্য।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪২
নতুন নকিব বলেছেন:
জ্বি, আলহামদুলিল্লাহ। ভালো আছি। শুকরিয়া। আপনার পরিবারের সকলকে নিয়ে আশা করি আপনিও ভালো আছেন।
আপাতত: পোস্ট ড্রাফট করে ঠিক কাজই করেছেন। গত দু'দিন আগে আমিও একই সমস্যায় পড়েছিলাম। সম্ভবত: ব্লগের টেকনিক্যাল কোনো ইস্যু এটা। পরে আবার ট্রাই করলে আশা করি, পোস্ট পাবলিশ করতে পারবেন।
পুনরায় আসবেন জেনে আনন্দিত। শুভকামনা সবসময়।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫২
রাজীব নুর বলেছেন: ওকে।
০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১০
নতুন নকিব বলেছেন:
মানে কী? ওকে বলে কী বুঝাতে চাইছেন?
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আইডি নিক বন্ধ করলে একটা
আরেকটা দিয়া তো ফেরত আসেন। তো এত হাউকাউ মেউ মেউ করার কী দরকার। তোরা তো বাংলাদেশকে ভালোবাসোস না । তোরা ভারতপ্রেমী, আপা প্রেমী। অন্যায়রে অন্যায় মনে করস না। আর আছস ইসলামের পিছনে লাগতে। আর তোদেরকে উৎসাহ দেয় কিছু ইসলাম বিদ্বেষী ভারতাপাপ্রেমীরা। এজন্যই তোরা এখানে হাউকাউ করার সাহস পাস (জনৈক মন্তব্যকারীকে)
০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১১
নতুন নকিব বলেছেন:
যথার্থ বলেছেন। মোবারকবাদ।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৬
নতুন বলেছেন: যারা পক্ষপাতিত্বের উদ্ভট অভিযোগ তুলে ব্লগের মডারেশন টিমকে হুমকি ও ভয়ভীতির মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাদের কখনোই প্রকৃত ব্লগার হিসেবে গণ্য করার সুযোগ নেই। "
যারা ব্লগের মডারেশন নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন, তাদের আচরণ আমাদের দেশের সদ্য-স্বাধীন তথাকথিত "তৌহিদি জনতা"-র মতো মনে হয়। তারা যেন এই স্বাধীনতার অপব্যবহার করে লালন ফকির, জীবনানন্দ দাশ, স্যার জগদীশ চন্দ্র বসু—এমন ব্যক্তিদের নাম পাল্টে দিতে চায় বিভিন্ন স্থান থেকে। দেশকে সামনে নিয়ে যাবার চেয়ে তাদের চিন্তা অন্য খানে।
আমি প্রতিদিনই ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা এখনো এই ব্লগ চালিয়ে যাচ্ছেন। একটি ব্লগ সাইট পরিচালনার যে ব্যয় ও পরিশ্রমের প্রয়োজন, তা অনেকেরই অজানা। ব্লগটি এখনো সচল রাখার জন্য ব্লগ কর্তৃপক্ষের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। জানাপুকে ধন্যবাদ তিনি ব্যক্তিগত উদ্দোগে ব্লগটি এখনো চালিয়ে নিতে অর্থায়ন করে যাচ্ছেন।
কিন্তু দুঃখের বিষয়, ব্লগে প্রকৃত বাংলাদেশি চিন্তাবিদ বা মুক্তমনা লেখকের সংখ্যা তুলনামূলকভাবে কম। বরং আওয়ামী লীগের ভারতপন্থী দালাল ও পাকিস্তানপন্থী দালালরাই বেশি গলাবাজি করে চলেছে।
০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১৪
নতুন নকিব বলেছেন:
গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে অধিকাংশ ক্ষেত্রেই তৌহিদি জনতার নাম দিয়ে বিশেষ দল বা গোষ্ঠীর ঘোলা জলে ফায়দা লুটে নেওয়ার ঘটনা ঘটছে কি না, সেটা খতিয়ে দেখা একান্তভাবেই প্রয়োজন মনে করি।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৭
এ পথের পথিক বলেছেন: কতিপয় ব্যক্তি তৌহিদ জনতা নিয়ে আতঙ্কিত । তারা এখানে ওখানে বমি করে বেড়াচ্ছে ।
তারা বাংলার ইতিহাস জানেনা, কারা তৌহিদ জনতা ।
তবে একটা হাসির খোরাকি দিতে পারি তৌহিদ জনতা নিয়ে দেখবেনঃ সব দোষ তৌহিদী জনতার
০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১৫
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। শুভকামনা জানবেন।
৬| ০২ রা মার্চ, ২০২৫ রাত ৯:০৯
এইচ এন নার্গিস বলেছেন: সত্য তুলে এনেছেন ।
০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১৫
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা।
৭| ০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৯
নতুন বলেছেন: গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে অধিকাংশ ক্ষেত্রেই তৌহিদি জনতার নাম দিয়ে বিশেষ দল বা গোষ্ঠীর ঘোলা জলে ফায়দা লুটে নেওয়ার ঘটনা ঘটছে কি না, সেটা খতিয়ে দেখা একান্তভাবেই প্রয়োজন মনে করি।
এতে দেখার কিছুই নাই। বিষয়টা মোটামুটি পরিস্কার।
কিছু ধর্মীয় রাজনিতিকরা এই কাজ করে। এরা যখন ধর্মের নামে করে তখন কিছু সাধারন মানুষও তাদের সাথে যোগ দেয়।
০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪১
নতুন নকিব বলেছেন:
এতে দেখার কিছুই নাই। বিষয়টা মোটামুটি পরিস্কার।
কিছু ধর্মীয় রাজনিতিকরা এই কাজ করে। এরা যখন ধর্মের নামে করে তখন কিছু সাধারন মানুষও তাদের সাথে যোগ দেয়।
-যা হোক, আপনার মতামতের প্রতি সম্মান রেখেই খানিকটা দ্বিমত পোষন করছি। ধর্মীয় রাজনীতিক বলতে আপনি সরল চোখে যাদের দেখে থাকেন, তাদের অনেকেই ধর্মের নামে লেবাসধারী স্বার্থপর ধান্দাবাজ ছাড়া আর কিছু নন। তাদেরকে আমি ধর্মীয় রাজনীতিক মনে করি না। স্বার্থসিদ্ধির জন্য এরা অনেককিছুই করতে পারেন। এদের নিজেদের ভেতরেও ধর্মের আচরণ, অনুশীলন ইত্যাদি কিছুই নেই।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:২০
সোহানী বলেছেন: জনৈক ব্যাক্তির লিখা পড়িনি তাই কিছু বলতে পারছি না।
আমার লিখায় আপনার মন্তব্য দেখে এখানে লিখলাম কারন কোন ভাবেই আমার লিখা পুরোটা আসছে না। শুধু কয়েক লাইন আসছে। তাই পোস্টটা ড্রাফট করেছি, পরে পোস্ট করবো।
আশা করি ভালো আছেন। জনৈক ব্যাক্তির লিখা পড়ে আবার আসবো।