নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ! যা চেয়েছিলাম, তার চেয়েও বেশি দয়া করেছেন আমার পরম প্রিয় রব। যা পাইনি, তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই—কারণ জানি, তিনি দেন শুধু কল্যাণই। সিজদাবনত শুকরিয়া।\n\nপ্রত্যাশার একটি ঘর এখনও কি ফাঁকা পড়ে আছে কি না, জানি না। তবে এটুকু জানি—

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

আমরা খায়রুলের মতো তরুণদের দেখে সাহস পাই, আশাবাদী হই

০৫ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৪

আমরা খায়রুলের মতো তরুণদের দেখে সাহস পাই, আশাবাদী হই

কলেজছাত্র খায়রুল ইসলাম, ছবি প্রথম আলো অনলাইন থেকে সংগৃহিত।

অটোরিকশাচালক ও কলেজছাত্র খায়রুল ইসলাম–কে জানাই অকুণ্ঠ শ্রদ্ধা ও অন্তর থেকে ধন্যবাদ।

একটি ব্যাগে থাকা ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা, যা যে কারও চোখে লোভনীয় হতে পারত, সেটি তিনি ফিরিয়ে দিয়েছেন প্রকৃত মালিকের হাতে – বিনিময়ে কিছু না চেয়ে, নিঃস্বার্থভাবে। তাঁর এই কাজ শুধু সততার উদাহরণ নয়, এটি একটি আলোকবর্তিকা– যা আমাদের মনে করিয়ে দেয়, এখনো এই সমাজে ভালো মানুষেরা আছেন, যারা সঠিক মূল্যবোধের পথে অটল।

খায়রুল একজন মেধাবী ছাত্র, একজন সংগ্রামী তরুণ। সংসারের দারিদ্র্য, বাবার অনুপস্থিতি, জীবনের চাপ—সব কিছুর মাঝেও তিনি নীতিকে আঁকড়ে ধরে রেখেছেন। তাঁর এই সততা ও মানবিকতা আমাদের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণার।

আমরা খায়রুলের মতো তরুণদের দেখে সাহস পাই, আশাবাদী হই। খায়রুল প্রমাণ করেছেন, অর্থই সব নয়—সততার মূল্য সবচেয়ে বড়

ধন্যবাদ, খায়রুল। তোমার মতো সৎ মানুষদের কারণেই সমাজটা এখনো সুন্দর। তুমি সত্যিই এক অনন্য নায়ক।

স্বর্ণালংকার ফেলে যাওয়া মালিককে খুঁজে বের করলেন অটোরিকশাচালক খায়রুল

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: খায়রুলের জায়গায় আমি থাকলেও যার টাকা তাকে খুজে ফেরত দিতাম। এটা বড় কিছু না। অতি সামান্য ব্যাপার।

০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৯

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ আপনার সৎসাহসের জন্য।

২| ০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৩৭

নতুন বলেছেন: রাজীব নুর বলেছেন: খায়রুলের জায়গায় আমি থাকলেও যার টাকা তাকে খুজে ফেরত দিতাম। এটা বড় কিছু না। অতি সামান্য ব্যাপার।

বর্তমান বিশ্বে ২৫ লক্ষ টাকার সোনা হজম না করে ফেরত দেবার মতন মানুষ কমই আছে।

আপনি ভালো মানুষ আপনি ফেরত দেবেন বলেই আমার বিশ্বাস।

০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৩০

নতুন নকিব বলেছেন:



বর্তমান বিশ্বে ২৫ লক্ষ টাকার সোনা হজম না করে ফেরত দেবার মতন মানুষ কমই আছে।

-জ্বি, ঠিক বলেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.