নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

চেতনার নামে প্রতারণা আর নয়: জনগণের পক্ষে শুরু হোক সত্যের লড়াই

০২ রা জুলাই, ২০২৫ সকাল ১১:০৪

চেতনার নামে প্রতারণা আর নয়: জনগণের পক্ষে শুরু হোক সত্যের লড়াই

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তথাকথিত ‘স্বাধীনতার পক্ষের শক্তি’ যে একচোখা, দলকানা ও আত্মঘাতী রাজনীতির চর্চা করেছে, তা আজ আর সহনীয় নয়। শেখ হাসিনার স্বৈরশাসনকে বৈধতা দিতে ‘মুক্তিযুদ্ধের চেতনা’কে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। অথচ এই সময়জুড়ে গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ছিল শুধু পোস্টারের শোভা।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের প্রহসনের নির্বাচনগুলো দেখিয়ে দিয়েছে রাষ্ট্রীয় প্রশাসন ও নির্বাচন কমিশন কীভাবে দলীয় স্বার্থে ব্যবহৃত হয়েছে। ভোটারবিহীন নির্বাচন, আগের রাতে ব্যালট ভরাট, বিরোধীদের গুম-খুন—সবই ঘটেছে এই চেতনার নামধারী সরকারের অধীনে।

জনতার আন্দোলন ও আত্মত্যাগের বিনিময়ে শেখ হাসিনার শাসনের পতন হলেও রাষ্ট্রের মূল যন্ত্র এখনো তাঁর অনুগতদের দখলে। গণতন্ত্রের নামে চলছে দমনপীড়ন, যার আসল চেহারা হলো রাষ্ট্রীয় প্রতারণা ও নিয়ন্ত্রিত উপনিবেশের পথ তৈরি।

যারা মুক্তিযুদ্ধের নামে ১৬ বছর ক্ষমতায় থেকেছে, তারা কি আসলে সেই চেতনার মান রেখেছে? আজকের ছাত্র-তারুণ্যের আন্দোলন কারো দলীয় পতাকা নয়, বরং ভোটাধিকার ও ন্যায়ের পক্ষে একটি মানবিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা।

এখন সময়—স্বৈরাচারবিরোধী এক জাতীয় ঐক্য গঠনের, যেখানে দল নয়, জনগণের অধিকার হবে মূল। ইতিহাস বিকৃতির দায়ে অপরাধী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। ২০২৪ এর জুলাই আন্দোলনে নিরপরাধ হাজারো মানুষ হত্যার অপরাধে আওয়ামীলীগের বিচার করতে হবে।

সত্যিকারের দেশপ্রেমিক সে-ই, যে অন্যায়ের বিরুদ্ধে সাহসের সাথে দাঁড়ায়। বাংলাদেশ কোনো দলের, গোষ্ঠীর বা পরিবারের সম্পত্তি নয়—এটি শহীদের রক্তে কেনা গণমানুষের দেশ। দলনিরপেক্ষ, মানবিক ও গণতান্ত্রিক রাজনীতিই হতে হবে এই রাষ্ট্রের ভবিষ্যৎ পথ। সেই লড়াই এখনই শুরু করতে হবে—সত্যের পক্ষে, জনগণের জন্য।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২৫ সকাল ১১:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোন চেতনা ব্যবসা আর চলতে দেওয়া হবেনা।

০২ রা জুলাই, ২০২৫ সকাল ১১:১৪

নতুন নকিব বলেছেন:



সেটাই। মুক্তিযুদ্ধের চেতনার নামে ১৬ বছর দেশটাকে খুবলে খাওয়া হয়েছে। ব্যাংক ব্যবস্থাকে জিম্মি করে বিলিয়ন বিলিয়ন অর্থ পাচার করা হয়েছে। বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে সাধারণ মানুষের ভরসার স্থলকে শেষ করা হয়েছিল। ভোট চুরিকে রাষ্ট্রীয় সিস্টেমে পরিণত করার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল।

অপরাধীরা আজও দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সর্বশক্তিতে এদেরকে প্রতিহত করতে হবে।

২| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১০:১৮

জুল ভার্ন বলেছেন: চেতনার নামে আর কোনো ফ্যাসিবাদের উত্থান চাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.