নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

খায়রুল হকের রিমান্ডমুক্তিতে ব্লগে মিলাদের প্রস্তাব

২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১০:০৪

খায়রুল হকের রিমান্ডমুক্তিতে ব্লগে মিলাদের প্রস্তাব

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জনৈক ব্লগার আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন বিষয়ে মাঝেমাঝেই উপহাস করে মিলাদের প্রসঙ্গটি টেনে আনতেন। মূলতঃ তার কথা মনে করেই এই পোস্ট!

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক—হ্যাঁ, সেই রীতিমতো মহাকাব্যিক মানুষটি, যিনি একসময় সংবিধানের পৃষ্ঠায় গরম বাতাস ছাড়িয়া “অপব্যাখ্যা”র আগুন জ্বালাইয়াছিলেন—তিনি নাকি গতকাল ডিবির লুঙ্গির কোঁচড়ে ধরা পড়িয়াছেন!

আহা, হায় হায়! এই কি তবে আপনার প্রাপ্য, হক সাহেব? আপনি তো ছিলেন ফ্যাসিবাদ নামক জলজ ফুলটির প্রধান মালিঃ সময়মতো সার দিয়াছেন, পানি দিয়াছেন, এমনকি প্রয়োজনে গণতন্ত্র নামক আগাছাও পরিষ্কার করিয়া তবেই ক্ষান্ত হইয়াছিলেন!!!

তাই আমি ভাবিতেছি—এমন মহৎপ্রাণ, দুঃসাহসী, এবং "সংবিধানের দরজায় তালা মারা"র মূল কারিগরের জন্য আমাদের কিছু করা উচিত! উহার কল্যাণে অন্ততঃ একটা মিলাদ না দিলে কি চলে?

তবে মিলাদ বলুন আর যা-ই বলুন, সবকিছু অবশ্যই নির্ভর করছে ব্লগে আমাদের প্রিয় আওয়ামী ল্যাসপেন্সারদের সদয় সম্মতির উপর। উহারা যদি “হক সাহেব নির্দোষ! ডিম দিয়ো না, দুধ দাও!” জাতীয় আওয়াজ তোলেন, তাহলে আমি ঝুঁকি নিয়ে হলেও ব্লগে একটা মিলাদের আয়োজন করিতে প্রস্তুত।

আমাদের এই মিলাদের মূল উদ্দেশ্য হইতে পারে—

ডিম থেরাপি যেন দিনে তিনটার বেশি না দেওয়া হয় এবং ডিম যেন অতিরিক্ত গরম না থাকে

রিমান্ডে যেন তাকে "সংবিধান কীভাবে হত্যা করা যায়"–এই বিষয়ে আত্মসমালোচনা ও গবেষনার সুযোগ দেওয়া হয়

এবং সবচেয়ে বড় কথা, "বিচারপতিদের দলীয় ল্যাসপেন্সারে পরিণত হওয়ার গোপন কৌশল" ব্যাখ্যা করা সুযোগ যেন তাকে অবশ্যই দেওয়া হয়,

তবে একান্ত অনুরোধ—প্রথমে আওয়াজ তুলুন! কেবল তখনই মিলাদের বিষয়টি ঠিক করা যাইতে পারে!

ইহার জন্য শুধু একটা সম্মিলিত আওয়াজ চাই— “ডিম কমাও, ব্যাখ্যা থামাও—মিলাদ দাও!”

কারা কারা মিলাদের পক্ষে- হাত তুলুন, মতামত দিন কমেন্টে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: দেশ এখন ৭১ এর পরাজিত শক্তিদের হাতে।
তাই যা খুশি বলুন। যা খুশি লিখুন।

২৫ শে জুলাই, ২০২৫ সকাল ১১:১৫

নতুন নকিব বলেছেন:



আপনার ওস্তাদ মিলাদের প্রস্তাবক। আপনি কোন পক্ষে?

২| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




খায়রুল হক ইসলামকে ভুল ভাবে জেনেছেন। তাই, দাড়ি রেখেও খারাপ কাজ করেছেন।

কারবালার ময়দানে যেসব অত্যাচারীরা ইমাম হুসেইনকে জবাই করে, তারাও নিজেকে মুসলমান বলে দাবী করতো।

২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৩১

নতুন নকিব বলেছেন:



আপনি ঠিকই বলেছেন যে ইসলামের নাম ব্যবহার করলেই কেউ সঠিক পথে আছে—এটা প্রমাণ হয় না। আসলে তিনি বিবেক বিক্রি করা তথাকথিত একজন বিচারপতি। বিচারপতি নামের কলঙ্ক। জঘণ্য মানসিকতার একজন লোক। নিজেকে আওয়ামীলীগের দলীয় কর্মীর অবস্থানে রেখেই হয়তো তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মত নিকৃষ্টতম রায়টি দিতে পেরেছিলেন।

৩| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:০৫

কাঁউটাল বলেছেন: ছাগল নূর, হাউয়ামী বঁদড়াল

২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪০

নতুন নকিব বলেছেন:



"বঁদড়াল" -এর মানে কী?

৪| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




@কাঁউটাল ভাই-

রাজীব ভাইকে এভাবে বলা উচিৎ হয় নাই। আপনি ব্লগে খুব মজার মজার কমেন্ট করেন। আপনার কমেন্ট পড়ে আমি দাঁত বের করে হাঁসি। বিশ্বাস করুন।

কিন্তু, রাজীব ভাইকে এভাবে বলাটা ভালো লাগলো না। উনি উনার মন্তব্য বলেছেন। আপনি আশা করি, তা খণ্ডাবেন। এটাই তো ব্লগিং!


@রাজীব নুর ভাই,

আমি আপনার মন্তব্যের উপর একটি পোস্ট দিচ্ছি।

২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৩৪

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৫| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৫

কাঁউটাল বলেছেন: চাঘল নূর রে এইটা আর এমন কি কইলাম। " হাউয়ামী বঁদড়াল" তো খুবই নিরিহ একটা গালি।

২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৩৬

নতুন নকিব বলেছেন:



"চাঘল" শব্দটি আপনাকেই প্রথম ব্যবহার করতে দেখলাম। এটা কি "ছাগল"কে উপহাস করার জন্য?

৬| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লোকটার দোষ আছে। বিচার হোক। তবে রাজাকার জামায়াতিদের নাচনকোঁদন দৃষ্টিকটু লাগছে।

২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৩৮

নতুন নকিব বলেছেন:



আপনার চোখেও তাহলে তার সমস্যা ধরা পড়েছে। নিজের ধারণা সম্মন্ধে আরেকটু নিশ্চিত হতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

৭| ২৫ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৭

আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: আমার মনে হয়, এখানে খায়রুল কোন বিষয় না, এরা পাপেট, উনি কোঅপারেট না করলে, লীগ সরকার আর কোন খায়রুল বানিয়ে নিত, বেশী সমস্যা হলে ভয়ভীতি দেখিয়ে কাজ আদায় করে নিত। ওরা চক্ষুলজ্জার ধার ধারেনি ২০১৪ এর পর। আগে পলিটিক্যাল কালচার ছিল যে, মারতে হলে শুধু শত্রুকে মারা, কিন্তু বিগত সময়ে পরিবার নিয়ে টান দেয়া হয়েছে।

২৫ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০২

নতুন নকিব বলেছেন:



আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার কথায় যুক্তি আছে—পাপেট সিস্টেম এবং ভয়ভীতি নির্ভর রাজনীতিই ছিল ফ্যাসিস্ট হাসিনার সময়কালের বাস্তবতা। তবে ফ্যাসিস্টদের যিনি সহযোগিতা করেন, তিনিও দায় এড়াতে পারেন না। কারণ চক্রান্ত সফল হয়, যখন কেউ তা কাজে পরিণত করে। তাই ব্যক্তি খায়রুল হকও এই নোংড়া ইতিহাসের অংশ, এবং তার ভূমিকা প্রশ্নবিদ্ধ করাই ন্যায়সংগত।

৮| ২৫ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জীবন্ত শয়তান...

৯| ২৫ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

মেঘনা বলেছেন: শেখ হাসিনা কর্তৃক বিতাড়িত প্রধান বিচারপতি সিনহার, এই মুহূর্তে বাংলাদেশে খুব দরকার ছিল। অন্তর্বর্তী সরকারের সেই দিকে কোন নজর নাই। অবশ্য এটাই স্বাভাবিক কারণ অন্তর্বর্তী সরকার অলরেডি প্রমাণ করছে যে তারা বাংলাদেশের ভালোর বদলে একটি বিশেষ গোষ্ঠীর বিজয় চায়।

১০| ২৫ শে জুলাই, ২০২৫ রাত ৮:৫১

জুল ভার্ন বলেছেন: দেশের যাবতীয় অনাচারের হোতা এই বিচারপ্তি নামের কলংক খায়রুল। হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে এই খায়রুল।

১১| ২৫ শে জুলাই, ২০২৫ রাত ১০:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: সিলিং-এ ঝোলায়ে দু'চারটা তার পশ্চাৎদেশে দিলেই সব বড়বড় করে বলে দিবে। বয়স হয়েছে গদাম বেশীক্ষন সহ্য করতে পারবে না। ডিম্ব থেরাপীর জন্য প্রয়োজনীয় সরকারি খরচ অর্থায়নে আমি আগ্রহী তবে সেখানে আমার উপস্থিতির অনুমতি দিতে হবে। আর মিলাদের জন্য জিলেপি আর আমিত্তির ব্যবস্থা করা হোক। বাঙালী ফ্রিতে দিলে আলকাতরাও খাবে তাই এই ইস্যুতে আমার কোন অবদান রাখার ইচ্ছে নেই।

মেঘনা বলেছেন: শেখ হাসিনা কর্তৃক বিতাড়িত প্রধান বিচারপতি সিনহার, এই মুহূর্তে বাংলাদেশে খুব দরকার ছিল।
সিনহা সাহবেরে ব্যাপারে আমারও নেতিবাচক ধারনা ছিলো তবে তিনি যখন ইস্তফা দিয়েছিলেন তখন তার বক্তব্য জানা সম্ভব হয় নি। পরবর্তীতে তিনি একটি সাক্ষাৎকারে যে বক্তব্য দিয়েছেন তা জেনে তার ব্যাপারে আমি আমার ব্যক্তিমত অভিমত পাল্টিয়েছি। তিনি যদি সত্যি বলে থাকেন তবে তার উচিত হবে দেশে আসা ও সবার সামনে সত্যগুলো তুলে ধরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.