| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন নকিব
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
আল্লাহর শানে আবুল সরকারের ধৃষ্টতা ও বেআদবি অমার্জনীয় অপরাধের শামিল
আবুল সরকারের ছবিটি অন্তর্জাল থেকে সংগৃহিত।
তার নাম আবুল সরকার। তিনি বাউল। পালাগান ইত্যাদি করে বেড়ান। একটি ভিডিওতে একইসাথে নারী-পুরুষদের হাতে হাত রেখে তাকে বাইয়াত করতেও দেখলাম। কীসব পাঠ করছেন এবং করাচ্ছেন। সবই ভুলভাল। এই আবুলই সম্প্রতি এক অনুষ্ঠানে আল্লাহ, কুরআন, রাসুল ﷺ ও ফেরেশতাদের বিষয়ে বিভ্রান্তিকর ও বেআদবিমূলক বক্তব্য দেন, যা সাধারণ মুসলিমদের মনে তীব্র আঘাত ও প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তিনি নিজের অজ্ঞতা থেকে কুরআন-হাদিস নিয়ে বিভ্রান্তিকর উল্টাপাল্টা ব্যাখ্যা দেন এবং হাদিস উদ্ধৃত করতে গিয়ে এমন উদ্ভট, বেআদবিমূলক শব্দ ব্যবহার করেন, যা আল্লাহর শানে অসম্মান ও উপহাসের নামান্তর।
এ ঘটনাকে কেন্দ্র করে মানিকগঞ্জে সাধারণ মুসলমানদের ভেতরে প্রতিক্রিয়া তীব্র হয়, এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইন্টেরিম সরকার দ্রুত তাকে গ্রেফতার করলেও বাউল সমাজ দাবি তোলে, তিনি ইচ্ছাকৃত ধর্ম অবমাননা করেননি, বরং আঞ্চলিক উচ্চারণ ও ভুল বোঝাবুঝির কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই নিয়ে তৌহিদি জনতার ব্যানারে সাধারণ মুসলমানদের বিক্ষোভ থেকে বাউল সম্প্রদায়ের সমাবেশে হামলার ঘটনাও ঘটে, যা অগ্রহণযোগ্য।
অতীতে আওয়ামী লীগ সরকারের আমলেও বাউলদের ওপর হামলার নজির রয়েছে। বর্তমান ঘটনাটি সেই ধারাবাহিকতারই প্রতিফলন বলে অনেকে মনে করছেন। তবুও মূল বিষয়টি স্পষ্ট: ধর্মীয় বিষয়ে আবুল সরকারের বক্তব্য ছিল দৃষ্টিকটু, অজ্ঞতাপূর্ণ এবং চরম ধৃষ্টতাসূচক।
আইন নিজের হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয়, তবে এমন সংবেদনশীল বিষয়ে বেপরোয়া মন্তব্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও প্রয়োজনীয় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় বিষয় নিয়ে অবিবেচনাপ্রসূত বক্তব্য দিতে সাহস না পায়।
বাউল আবুল সরকার আল্লাহ তাআ'লার শানে এবং ফেরেশতাদের নিয়ে চরম ধৃষ্টতাপূর্ণ বেআদবিমূলক কথাবার্তা বলেছেন। তার দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি অবশ্যই হওয়া উচিত। আমাদের সমাজে বারবার একটি বিষয়ের পুনরাবৃত্তি লক্ষ্য করা গেছে, এখানে আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে সাধারণ মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে অনেক ক্ষেত্রেই আইন নিজের হাতে তুলে নেন, এক্ষেত্রেও সেটা যাতে না ঘটে সে লক্ষ্যে আইনের দৃশ্যমান সঠিক প্রয়োগ একান্তভাবেই বাঞ্ছনীয়।
আবুল সরকারের আপত্তিকর সেই বক্তব্য শুনে আসতে পারেন-
যে বক্তব্যের কারণে গ্রেফতার হয়েছে বাউল শিল্পী আবুল সরকার
২|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৩
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: জুল ভার্ন বলেছেন: মানতেই হবে- বাউল দর্শনের ভিন্নতা রয়েছে....ওরা কারোর ক্ষতি করে বা, নিজেদের মতো নিজেরা থাকে। কাউকে ধর্মান্তরিত করে না।
কাজেই বাউলদের উপর যেভাবে ধর্মান্ধরা আগ্রাসী হয়, কিম্বা আইনী ব্যবস্থা নেওয়া হয় সেভাবে কাদিয়ানী, বাহাই, কিম্বা মওদুদীবাদীদের বিরুদ্ধে নেওয়া হয় না।
বাহাইরা সম্পূর্ণ আলাদা একটা ধর্ম। তারা নিজেদের মুসলিমও বলে না। কেন তাদের ওপর ব্যবস্থা নেয়া হবে? আপনার পছন্দ না, তাই?
আর কাদিয়ানিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে শিয়ারাই বা বাদ থাকবে কেন?
৩|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৩
নতুন বলেছেন: যারা এই বাউলদের মারধোর করছেন তারা কি ধর্মমতে শরিয়া আইনের তরিকা অনুযায়ী হালাল ভাবে মারধোর করছেন?
ভিন্ন মতের কারনো কি তাদের গায়ে হাত দেওয়া ধর্মিয় আইনে বৈধ?
যারা মানুষের গায়ে হাত তোলে তারা কতটুকু ব্যক্তিগত ভাবে ধর্ম মানে? যারা ধর্ম মানেনা তারা কিভাবে ধর্মের রক্ষা করবে?
যদি কেউ অন্যায় করে থাকে তবে তার জন্য আইনি তরিকায় বিচার চাইতে পারে, আইন নিজের হাতে তুলে নেওয়া অবশ্যই ইসলামের তরিকা হতে পারেনা। অন্য কারুর গায়ে হাত দেওয়াও অপরাধ এটা যারা বোঝে না তারা কিভাবে ইসলাম রক্ষার ঠিকাদারী নিয়েছে বুঝলাম না।
৪|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এক ছাগলে প্রপাগান্ডা ছড়াচ্ছে আপনি নাপনি নাকি জঙ্গীবাদের একজন মদতদাতা?
৫|
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০১
শ্রাবণধারা বলেছেন: আউল-বাউলদের বিভিন্ন তরিকা ও মতবাদ আছে। মাত্র ৩০ বা ৬০ সেকেন্ডের একটি রিল দেখে তাদের বিচার করা সম্ভব নয়। তাদের দেহতত্ব এবং স্রষ্টা সম্পর্কিত ধারণা অত্যন্ত গভীর ও জটিল।
আপনার বুদ্ধিবৃত্তির প্রতি সম্মান রেখে বলি, সাধারণ মুসলিমরা জালালুদ্দীন রুমিকে বুঝতে পারেনি; তার গুরু শামস তাবরিজিকে (মতভেদে) হত্যা করা হয়েছে, অতএব এই ধরনের আউল-বাউলের জগত আপনার বোঝার বাইরে থাকার সম্ভাবনাই বেশি!
৬|
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৬
সুলাইমান হোসেন বলেছেন: যেকোনো অসৌজন্যমূলক আচোরনকারীদেরকে,ফাসাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে বিচারের আওতায় আনা হোক
৭|
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৪
সুলাইমান হোসেন বলেছেন: @শ্রাবনধারার।আপনি সঠিক বলেচেন।কিন্তু এসমস্ত আউল বাউলদের আউল ফাউল কথা বাহিরের প্রকাশ করে বিশৃঙ্খলা সৃষ্টি না করলেই হয়।যা সাধারন মানুষের বুজার বাইরে তা বলা নিষ্প্রয়োজন।আউল বাউলরা আউল ফাউল কথা থেকে বিরত না থাকলে।তৌহিদি জনতা টাইট করে দিবে।
৮|
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সব বাউলদেরকে মব করে মেরে ফেলা খুবই ভালো কাজ।
৯|
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৮
পবন সরকার বলেছেন: আল্লার আকার নাই সেই নিরাকার আল্লার গোয়া মাথা আবুল সরকার পাইল কই। আপনি বাউল দর্শন নিয়ে কথা বলেন বলতে থাকেন কিন্তু মানুষের ধর্মবিশ্বাসের উপর খোঁচাখুচি করতে কে বলেছে। আল্লার গোয়া মাথা নিয়ে খোঁচাখুচি করতে গিয়ে এখন তো নিজেরই গোয়া মাথার চামড়া উঠা শুরু হয়েছে।
১০|
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:২৭
Akasher tara বলেছেন: গ্যা্ত্রি্কস প্রবলেম বলেছেন আপনি নাকি জঙ্গি! ![]()
১১|
২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মূত্রখোর পাকস্থলীর সমস্যা খাউজানি। ![]()
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৯
জুল ভার্ন বলেছেন: মানতেই হবে- বাউল দর্শনের ভিন্নতা রয়েছে....ওরা কারোর ক্ষতি করে বা, নিজেদের মতো নিজেরা থাকে। কাউকে ধর্মান্তরিত করে না।
কাজেই বাউলদের উপর যেভাবে ধর্মান্ধরা আগ্রাসী হয়, কিম্বা আইনী ব্যবস্থা নেওয়া হয় সেভাবে কাদিয়ানী, বাহাই, কিম্বা মওদুদীবাদীদের বিরুদ্ধে নেওয়া হয় না।