| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন নকিব
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
শেখ হাসিনার মাত্র ৮৩২ ভরি সোনার গয়না!
The cartoon is collected from New Age online
ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার থেকে মাত্র ৮৩২ ভরি সোনার গয়না পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকে থাকা ওই লকার দুটি জব্দ করা হয়েছিল। আদালতের অনুমতি নিয়ে গতকাল ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। অন্যান্য ব্যাংকে তার এমন আরও লকার আছে কি না, কে জানে! থাক, সবকিছু জানতে হয় না। জেনে লাভ নেই। জানা উচিত নয়। অন্তত সাধারণের।
অবশ্য, আওয়ামীলীগের অন্ধ ভক্তরা এখনও তাকে ফেরেশতার কাতারে রাখতে গলাবাজি করেন। বলতে চান যে, তিনি নিখুঁত একজন নারী। একেবারে দুধে ধোয়া তুলসি পাতার মত। তার চরিত্রে কোন কালিমা নেই। তার কোন দোষ নেই। অথচ একের পর এক দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে তার এবং তার পরিবারের সদস্যদের। জমি, প্লট, অর্থ পাচার কোনো দিকেই তারা পিছিয়ে নেই। তারপরেও অন্ধ আওয়ামী প্রেমীরা সত্যকে আড়াল করে অব্যাহতভাবে চাপাবাজি করে বেড়াচ্ছেন। তাদের এই মিথ্যাচারের শেষ কোথায়?
দেশে কোটি কোটি মানুষ যেখানে দু'বেলা দু'মুঠো ভাত খেতে পায় না সেখানে একজনের ৮৩২ ভরি সোনা! ও আল্লাহ, এই মহাপ্রতারকের খপ্পর থেকে আপনি এই দেশটাকে বাঁচিয়েছেন বলে আপনার কুদরতি পায়ে সিজদাবনত কৃতজ্ঞতা। আল্লাহ, আপনি দয়া করে দেশবাসীকে এই ধরণের ভন্ড, লুটেরা আর ভয়ঙ্কর ডাকাতদের হাত থেকে রক্ষা করুন।
মিথ্যাচারে জড়িত আওয়ামীলীগের উচ্ছিষ্টভোগী নির্লজ্জ প্রতিটি লুটপাটকারীর বিচার হয়তো আইন আদালতে কোনোদিনই হবে না, কিন্তু এ দেশের সাধারণ মানুষ এই ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধীদের কোনোদিনই ক্ষমা করবে না। জনগণের আদালতে এরা উপযুক্ত বিচার এখন যেমন পাচ্ছে, ভবিষ্যতেও অবশ্যই পেতে থাকবে।
তথ্য সূত্রঃ
শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৯
নতুন নকিব বলেছেন:
তাহাজ্জুদি আশেকে দীন বলে কথা! তা ছাড়া, আপনাকে আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আপনি যেহেতু বলেছেন, আপনার কথা ফেলে দিই কি করে? ঠিকই, হাসিনা ইহা কখনোই করতে পারেন না! সুতরাং, ইহা আমরা তাহার নামে অবশ্যই গীবত করিতেছি! ![]()
২|
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: নিন্দুকেরা অমন অনেক কথা বলে। সব কথা আমলে নিতে হয় না।
২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৯
নতুন নকিব বলেছেন:
তা ঠিক। তবে নিন্দুকেরা যত যা-ই বলুক না কেন সিন্দুক খোলা হয়েছে মাত্র দুইটি। এখন দেখার বিষয়, নিন্দুকদের খুশি করতে এমন আরও আরও সিন্দুক পাওয়া যায় কি না।
৩|
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৬
অগ্নিবাবা বলেছেন: তিনি কওমী জননী, তেনারও খুমুস পাওয়ার অধিকার আছে। ইহাতে ভেচারা ভেচরি করার কি আছে?
২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫২
নতুন নকিব বলেছেন:
অতি উত্তম কথা বলেছেন। তার অধিকার থাকবে না তো কার থাকবে? তা ছাড়া, কওমি জননী বলে কথা!
তবে একটা গরীব দেশের প্রধানমন্ত্রীর এত পরিমান স্বর্নালংকার কতটুকু শোভনীয় তা নিয়ে প্রশ্ন থেকেই যাবে!
৪|
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৭
রাসেল বলেছেন: জানতে চাওয়া গীবত কি-
মিথ্যা অপবাদ, অপ্রয়োজনে কারো নিন্দা ছড়ানো, সচেতনতার জন্য কারো নিন্দা ছড়ানো?
২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০০
নতুন নকিব বলেছেন:
না, জানতে চাওয়া গীবত নয়। অপরাধীদের পক্ষের কিছু লোক তাদের নেত্রীর এসব গোপন সত্যগুলো বেরিয়ে আসার পরেও ঘুরিয়ে পেচিয়ে এলোমেলো কথা বলতেই থাকবে। তারা এইসব সংবাদকে গীবত বলবেন, এটাও স্বাভাবিক।
৫|
২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:২২
জুল ভার্ন বলেছেন: এখনো অনেক কাহিনী বাকী.....
২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০১
নতুন নকিব বলেছেন:
জ্বি, সেটাই দেখছি। মনে হচ্ছে, থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে মাত্র।
৬|
২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:২৭
মাথা পাগলা বলেছেন: এতো দিন পর জানা গেলো? আর ফ্যাসিস্ট স্বৈরাচারীকে চোর ডাকাতের ভয়ে ব্যাংকের লকারে সোনা রাখতে হলো?
২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০২
নতুন নকিব বলেছেন:
জ্বি। সাথে করে নিয়ে যেতে পারলে ঠিকই নিয়ে যেতেন। কিন্তু আত্মরক্ষার জন্য পালিয়ে যাওয়ার সময় সেই সুযোগ তাকে দেওয়া হয়নি।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাহাজ্জুতি আশেকে দীন পীরানে পীর হযরত মানবতার আম্মো বিশ্ব নেত্রীয়ে দুনিয়া আল্লামা হাসিনা একাম করতেই পারেনা আপনার অযথা গীবত করছেন!
