নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

একদিন আমি চলে যাবো

১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২১

একদিন আমি চলে যাবো

একদিন আমি চলে যাবো, নিঃশব্দে,
কেউ জানতে পারবে না, কেউ দেখতে পাবে না,
এখানের আলো-বাতাসে থাকবে না আমার ছায়া,
আমার নিঃশ্বাসের উষ্ণতা থেমে যাবে।

আমার অলক্ষে পদতলে পিষ্ঠ হবে না
আর কোন নিরীহ পিপড়ে,
অন্য কোন ক্ষুদ্র প্রাণীর জন্য
হয়ে উঠবো না যন্ত্রণার কারণ,
আমি চলে যাব নিঃশব্দে,
শুধু কিছু নীরবতা সাথে নিয়ে,
স্মৃতির কোণে থাকা অল্প কিছু ছায়া,
যা শুধু হৃদয়ই অনুভব করবে।

আমি থাকবো না তোমাদের হাসি-কান্নায়,
কিন্তু ভালোবাসার মতোই হয়তো
বেঁচে থাকবো আরও কিছুটা দিন,
প্রতিটি স্মৃতি, প্রতিটি নিঃশ্বাসে,
তারপর হারিয়ে যাব চিরদিনের মত।

আমি মিশে যাবো ওপাড়ের অনন্ত আলোয়,
যেখানে মৃত্যু নয়, নতুন জীবনে শুধু শান্তি, শুধু তৃপ্তি,
যাওয়া মানেই হারানো নয়-
নক্ষত্রের মত চিরন্তন ভালোবাসা হয়ে বেঁচে থাকা।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৭

বাজ ৩ বলেছেন: প্রিয় নকিব ভাই,কবিতাটা সত্যিই সুন্দর হয়েছে।
আপনার সূরে আমিও একটু সুর মিলাই,
যদিও আমি কবিতা লিকতে পারিনা।

হে ভাই আমিও,চলে যাবো একদিন তোমাদের ছেড়ে,
দূর থেকে-বহুদূরে!
সেদিনের পর থেকে, আর কোনো কষ্ট পাবেনা,
আমার পক্ষ থেকে।
যেদিন আমি হারিয়ে যাবো অনন্তে,
পৃথিবী আর দেখবেনা, আমার পাপের-
কালো ছায়া।
পাখীরা ঘুমুবে আরামে বাসায়।
আমার পাপের মলিনতা,
যাদেরকে ঘুমুতে দিতনা শান্তিতে।
মৎস্যকূল আর কাদিবেনা নিরবে,
পৃথিবীবাসির থাকিবেনা দুর্দশাো
যখন চলে যাবো পাপ থেকে বহুদূরে।
শিশুর মুখে তখন ফুটিবে হাঁসি,
প্রেমিকের হৃদয়ে বাজিবে বাঁশি,
যখন চলে যাবো আমি,
পাপ থেকে বহুদুরে।

১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৫৫

নতুন নকিব বলেছেন:



কে বলেছে আপনি কবিতা লিখতে পারেন না, প্রিয় ভাই! চমৎকার হয়েছে আপনার লেখাটি। আপনি লিখতে থাকুন। ইনশাআল্লাহ আরও ভালো কিছু বেরিয়ে আসবে আপনার হাত থেকে।

অনেক অনেক শুভকামনা এবং কৃতজ্ঞতা এমন হৃদয়ছোঁয়া মন্তব্যে। আল্লাহ তাআ'লা আপনাকে কল্যানের ভেতরে রাখুন। আপনার জীবনে অফুরন্ত বারাকাহ দান করুন।

২| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: কবিতা ভালো হয়েছে।

১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৫৭

নতুন নকিব বলেছেন:



শুকরিয়া। জাজাকুমুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: আপনি তাড়াতাড়ি চলে যান।
যে তাড়াতাড়ি যায়, সে-ই বেঁচে যায়। আল্লাহ আপনাকে কবুল করুক।
আবার ভাববেন না, আমি আপনার মৃত্যু কামনা করছি। আমাদের মৃত্যু আমাদের হাতে নেই।

মৃত্যুর কথা ভাবলে, দুনিয়াতে আনন্দ নিয়ে বেঁচে থাকা যায় না।

১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৩

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। "যে তাড়াতাড়ি যায়, সে-ই বেঁচে যায়", কথাটা কি আপনার বেলায়ও সঠিক?

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতা দারুণ হয়েছে।

১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২৪

নতুন নকিব বলেছেন:



শুকরিয়া। জাজাকুমুল্লাহু খাইরান। কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত। কৃতজ্ঞতা জানবেন।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০১

নতুন নকিব বলেছেন:



আসলেই কিছু জানতে আসেন? না কি, একই মন্তব্য কপি পেস্ট করে চলে যান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.