| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন নকিব
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই
ছবি এআই জেনারেটেড।
ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সত্যের বজ্রনিনাদে সোচ্চার হওয়ার কারণেই খুন হতে হয়েছে দেশপ্রেমিক আবরার ফাহাদকে। সেদিন আবরারের রক্তে লাল হয়েছিল বুয়েটের পবিত্র আঙিনা। একই কারণে এরই মাঝে একে একে ঝরে গেছে চেনা-অচেনা এ মাটির আরও বহু সন্তানের তাজা প্রাণ। শুন্য হয়েছে বহু মায়ের কোল। সর্বশেষ, হেজেমনির শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখেছিল বলে নৃশংস দানবের থাবায় ছিন্নভিন্ন হলো শহীদ ওসমান হাদির দেহ। চিরদিনের মতো নিভিয়ে দেওয়া হলো তার প্রাণের স্পন্দন। আজ উগ্রবাদী তকমা দেওয়া হচ্ছে দেশপ্রেমিক ওসমান হাদিকে।
কিন্তু না! শহীদ আবরার আর হাদিদের রক্তধারা কখনো বৃথা যাবে না। এ রক্ত থেকেই বেরিয়ে আসবে আলোকিত বিজয়ের আশ্চর্য অগ্নিস্ফুলিঙ্গ। সেই বীজ ফোটাবে অগ্নিকুসুম। জ্বালাবে বিপ্লবের অনন্ত বহ্ণিশিখা- যা পুড়িয়ে ছাই ভস্ম করে দেবে সকল আধিপত্যবাদ আর আগ্রাসনের তখত-তাউস। চুরমার করে দিবে লুণ্ঠনের কালো হাত। ষড়যন্ত্রের বিষাক্ত সর্পিল গলি-ঘুপচি মুছে দিবে ইতিহাসের পাঁজর ভেঙ্গে!
এ প্রজন্মের রক্তে টগবগ করে ফুটছে স্বাধীনতার উষ্ণ প্রস্রবণ। জীবন যাবে তবু এরা মাথা নোয়াবার নয়। কোনো অত্যাচারী অপশক্তির কাছে! প্রলোভনের চকচকে মোড়কে বিষাক্ত গোলামির যতই ফাঁদ পেতে দিক আধিপত্যের ধ্বজাধ্বারী তস্কররা, এদেশের আত্মত্যাগী নরশার্দুল যুবসমাজের হৃদয়ের বজ্রাগ্নি তা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। তারা ছিন্নভিন্ন করবে ষড়যন্ত্রের সকল শৃঙ্খল, ভেঙে ফেলবে মিথ্যার প্রতিটি দুর্গ!
ঝড়ের চেয়ে ভয়ংকর, বজ্রের চেয়ে প্রচণ্ড, অগ্ন্যুৎপাতের চেয়ে অপ্রতিরোধ্য হয়ে বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। সূর্যের মতো দীপ্তিমান, সিংহের মতো ভীতিহীন শক্তিমান এ প্রজন্মের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। আধিপত্যবাদীদের ধারাবাহিক অনাচারের অবসান অবশ্যই ঘটাবে তারা। এদেরকে দমিয়ে রাখার সাধ্য আধিপত্যবাদীদের নেই। দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে পাকি দুর্বৃত্ত হানাদারদের তাড়িয়ে যেভাবে একদিন কালিমা মুক্ত করা হয়েছিল প্রিয় স্বদেশ, ঠিক একইভাবে আগ্রাসন আর আধিপত্যবাদকেও রুখে দিবে এদেশের দামাল ছেলেরা। সকল ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই।
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:১৬
নতুন নকিব বলেছেন:
অনিবার্য পরিণতি এমনটাই হওয়ার কথা। কারণ, ফ্যাসিস্টরা যখন দেশটাকে উত্তর কোরিয়ার পথে নিয়ে গিয়েছিল, একনায়কতন্ত্রের নিকৃষ্ট ভাগাড়ে পরিণত করেছিল তখন এ জাতির অধিকাংশ মানুষ "জি হুজুর", "হ্যাঁ হুজুর" টাইপ মোসাহেবি করে ফায়দা লুটেছে। সামান্য সংখ্যক যারা প্রতিবাদ করেছে তারাই নিষ্ঠুর নিষ্পেষনে পিষ্ট হয়েছে। অনেকের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হয়েছে।
সুতরাং, দেশের আজকের এই পরিস্থিতির জন্য দায়ী নিকৃষ্ট ফ্যাসিবাদী গোষ্ঠী আর তাদের প্রভূ গং।
২|
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১০
লুধুয়া বলেছেন: ISI +USA er এজেন্ট হাদি ফাদীরা নিজেদের মরণ ফাঁদ নিজেরাই তৈরি করেছে। তারা যে ডেমন দের বানিয়েছেন তাদের হাতেই মারা পড়ল বেচারা। "পাপ বাপ কেও ছাড়েনা "
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:২৫
নতুন নকিব বলেছেন:
হাদি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তিনি মারা যাননি। লক্ষ কোটি তরুনের বুকে স্বাধীনতা, স্বকীয়তা এবং দেশপ্রেমের বীজ বুনে গেছেন। আধিপত্যবাদী অপশক্তির মূলোৎপাটন করতে চেয়েছেন বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাঁর দেখিয়ে দেওয়া আদর্শ বুকে ধারণ করে এদেশের মুক্তিকামী প্রজন্ম দেশকে সামনে এগিয়ে নিবে।
৩|
২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১০
রাসেল বলেছেন: এতো এতো দালালের দেশে জনগণ ও দেশের ভালো কিছু আশা করা ভুল বলেই আমার প্রতীয়মান হয়।
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:২৭
নতুন নকিব বলেছেন:
বাধা আসবেই। এর ভেতর থেকেই দেশকে গড়ে তুলতে হবে। ঐক্য গড়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। হতাশ হলে চলবে না।
৪|
২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমরা সবসময় দেশের ভালো আশা করি চাই দেশ যেন মাথা উঁচু করে দাঁড়ায়।
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৬
নতুন নকিব বলেছেন:
ঠিক এই কারণেই দেশবিরোধী ভিনদেশী দালাল, ফ্যাসিবাদের দোসর অপশক্তির চক্ষুশূল আপনি আমি আমরা - সবসময়ই।
কিন্তু ওদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবেই।
৫|
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৭
প্রামানিক বলেছেন: মাতৃভুমির স্বপক্ষে যে কথা বলে সেই প্রকৃত দেশ প্রেমিক।
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৯
নতুন নকিব বলেছেন:
জ্বি, সঠিক। ধন্যবাদ প্রামানিক ভাই। কিন্তু কিছু লোক ওপাড়ের ডাকে হুক্কাহুয়া রবে ডেকে ওঠে। এদের কারণে দেশ পিছিয়েছে। এরা ১৭ বছর দেশটাকে লুন্ঠন করেছে।
৬|
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৬
জ্যাক স্মিথ বলেছেন: রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে শুধুমাত্র আবেগের উপর নির্ভর করে একটা জাতি বেশিদূর এগুতে পারে না।
গত ৫০ বছরে মালশিয়া, দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড কি করেছে আর আমরা কি করেছি?
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৫
নতুন নকিব বলেছেন:
একদমই ঠিক বলেছেন। রাজনৈতিক স্থিতিশীলতার সাথে সাথে জাতীয় ঐক্য বড় একটা বিষয়। আমাদের দুর্ভাগ্য যে, নষ্টরা দেশটাকে পিছিয়ে রাখার উদ্দেশ্যে এই জাতি যাতে ঐকবদ্ধ হতে না পারে সে জন্য বিষাক্ত এক চেতনার বীজ বুনে রেখেছে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, যুগ যুগ ধরে চেতনার নামে তারা জাতিকে বিভক্ত করে রাখবে আর এর ফাকে নিজেদের স্বার্থ হাসিল করেই যাবে। এই চেতনাজীবিদের হটাতে হবে।
৭|
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৪০
স্বকীয়তা বলেছেন: রাজনৈতিক স্থিতিশীলতা, বিদেশি বিনিয়োগ, সরকারি সাহায্য হেনতেনর অপেক্ষা করে নিজেকে তথা জাতিকে পিছিয়ে রাখলে কেউই বেশিদূর এগুতে পারে না। তাই, "বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই" না বলে বাংলাদেশ এখনই মাথা উঁচু করে দাঁড়াবে লিখুন।
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৬
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ।
৮|
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৩০
শ্রাবণধারা বলেছেন: যে জাতির মাথাই নেই, সে জাতি মাথা উচু করে দাড়াবে কিভাবে?
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৯
নতুন নকিব বলেছেন:
বড়ই আফসোসের কথা। এই জাতির সামনে এগুনোর পথ কী? উপায় কী?
ধন্যবাদ।
৯|
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৫০
জ্যাক স্মিথ বলেছেন: @স্বকীয়তা - বাংলাদেশ এখনই মাথা উঁচু করে দাঁড়াবে লিখুন। - দাঁড়াবে মানে? ইতিমধ্যে শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে, লিখতে হবে।
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৮
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ।
১০|
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:০১
কলাবাগান১ বলেছেন: চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে দেখতে পারেন যে ধর্মান্ধ আর বিজ্ঞানমনস্ক ব্যক্তির IQ এর লেভেল। যেখানে বিজ্ঞান মনস্ক লোকের গড় IQ 100 এর উপরে...রিলিজিয়াস পিপল এর গড় IQ ৬০ এর কাছাকাছি যেটা মেন্টাল রিটার্ডেশান লেভেল এর কাছাকাী। গুগল বলছে
"Across many studies, the correlation between IQ and strength of religious beliefs ranges from approximately -0.14 to -0.25." Negative correlation. More religious less IQ.
তো এই আইকিউ নিয়ে দেশকে এগিয়ে নিবেন কিভাবে? হাদির জানাজায় একজনকে দেখলাম বলছে আনবিক বোমা আলু ভর্তা দিয়ে খেয়ে ফেলবে.... এক বয়স্ক ৭০-৭৫ বছর হবে লাল লম্বা দাড়ি আরেক বয়স্ক লাল লম্বা দাড়ি ওয়ালা লোকের ঘাড়ের উপর ঘোড়সরোয়ার হয়ে চিৎকার দিচ্ছে নায়ারে তাকবির!!!! তো এরা যখন দেশ শাসন করবে, তখন পর্যন্ত্য আপনাদের কে ইহুদি-নাসারাদের বানানো ইন্টারনেট, কম্পিউটার, এআই দিয়ে ছবি বানিয়ে ই চলতে হবে নিজে কিছুই করতে পারবেন না
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪৩
নতুন নকিব বলেছেন:
আপনার মন্তব্যে কয়েকটি গুরুতর ধারণাগত ভুল, অতিরঞ্জন এবং পক্ষপাত আছে, যেগুলো আলাদা করে পরিষ্কার করা প্রয়োজন।
প্রথমত: IQ ও ধর্মবিশ্বাস প্রসঙ্গ:
আপনি যে গবেষণার কথা উদ্ধৃত করেছেন, সেখানে বলা হয়েছে correlation, causation নয়। অর্থাৎ ধর্মীয় বিশ্বাস থাকলেই কেউ কম বুদ্ধিসম্পন্ন- এমন সিদ্ধান্ত বিজ্ঞান কখনো দেয় না। আর “ধর্মপ্রাণ মানুষের গড় IQ ৬০” -এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। IQ ৬০ হলে সেটি ক্লিনিক্যালি intellectual disability -বিশ্বের কোনো বিশ্বাসী জনগোষ্ঠী সেখানে পড়ে না। বাস্তবতা হলো- ইতিহাসের বহু নোবেলজয়ী বিজ্ঞানী ধর্মবিশ্বাসী ছিলেন।
শুধু তাই নয়, আধুনিক বিজ্ঞানের ভিত্তি গড়েছেন মুসলিম চিন্তাবিদরা: যেমন, ইবনে সিনা (চিকিৎসা), আল-খাওয়ারিজমি (অ্যালজেব্রা), ইবনে হাইসাম (অপটিক্স)। আজও বহু শীর্ষস্থানীয় বিজ্ঞানী, প্রকৌশলী ও গবেষক ব্যক্তিগতভাবে ধর্মবিশ্বাসী।
দ্বিতীয়ত: বিচ্ছিন্ন উদাহরণ দিয়ে পুরো সমাজকে বিচার
আপনি কয়েকজন অশিক্ষিত বা আবেগপ্রবণ মানুষের আচরণ তুলে ধরে পুরো ধর্মবিশ্বাসী জনগোষ্ঠীকে “অবুদ্ধিসম্পন্ন” প্রমাণ করতে চাচ্ছেন -এটি যুক্তি নয়, এটি স্টেরিওটাইপিং। একই যুক্তিতে বললে, ভুয়া বিজ্ঞান বিশ্বাসী, ফ্ল্যাট আর্থ থিওরিস্ট বা কোভিড ডিনায়ালরাও তো “বিজ্ঞানমনস্ক” পরিচয় দেয় -তাই বলে কি বিজ্ঞানই দায়ী?
তৃতীয়ত: ‘ইহুদি-নাসারাদের বানানো ইন্টারনেট’ যুক্তি
ইন্টারনেট, কম্পিউটার বা AI কোনো ধর্মীয় আবিষ্কার নয় -এগুলো মানব সভ্যতার যৌথ জ্ঞানফল। যেমন- মুসলিমরা কাগজ বানায়নি বলে কি কাগজে কোরআন লেখা হারাম? ইউরোপীয়রা ছাপাখানা বানিয়েছে বলে কি বই পড়া নিষিদ্ধ? এই যুক্তি আসলে ধর্মবিদ্বেষকে বুদ্ধিবৃত্তিকতা সাজিয়ে উপস্থাপন করার চেষ্টা।
চতুর্থত: দেশ এগিয়ে নেওয়ার প্রশ্ন
দেশ শুধুমাত্র IQ দিয়ে এগোয় না। দেশ এগোয় নৈতিকতা, জবাবদিহিতা, শিক্ষা, বিজ্ঞানচর্চা, সামাজিক শৃঙ্খলা এবং মূল্যবোধ ইত্যাদির সমন্বয়ে। জাপান, কোরিয়া, জার্মানি-সবাই সংস্কৃতি ও মূল্যবোধ ধরে রেখেই এগিয়েছে। ধর্ম থাকলেই উন্নয়ন অসম্ভব-এটা একটি ভ্রান্ত আধুনিক মিথ।
মোটকথা, ধর্মবিশ্বাসকে উপহাস করে নিজেকে “উচ্চ বুদ্ধিসম্পন্ন” দাবি করা আসলে বুদ্ধিমত্তার নয়, বরং অসহিষ্ণুতার লক্ষণ।
বিজ্ঞান প্রশ্ন করতে শেখায়, আর প্রকৃত বিজ্ঞানমনস্কতা কাউকে ঘৃণা করতে শেখায় না। আপনি চাইলে ধর্ম নিয়ে সমালোচনা করতেই পারেন, কিন্তু অসত্য তথ্য, বিকৃত গবেষণা আর ধর্ম অবমাননা দিয়ে নিজের পান্ডিত্ব জাহির করার চেষ্টা করা বোকামি।
২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৯
নতুন নকিব বলেছেন:
The relation between intelligence and religiosity: a meta-analysis and some proposed explanations
Atheists are more intelligent than religious people, according to a study of over 6,000 participants. Why do you all think that is?
The Relationship Between Religiousness/Spirituality and Psychometric Intelligence in the United States
Religion & IQ
https://en.wikipedia.org/wiki/Religiosity_and_intelligence
১১|
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৫০
মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: ফ্যাসিস্টরা যখন দেশটাকে উত্তর কোরিয়ার পথে নিয়ে গিয়েছিল
একমাত্র জামাতের হাতে এই দেশ নিরাপদ। ফ্যাসিস্টরা পলায়নের পর আম্রা এখন সেক্যুলার মুক্ত চিন্তার স্বাদ পাচ্ছি।
@জ্যাক স্মিথ @শ্রাবণধারা
ছি ভাই! আপনারা তো বেয়াদবের মতো সবসময় একেবারে সোজাসাপটা সত্য কথাই বলে দেন। এগুলা কিন্তু ঠিক না।
২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪৬
নতুন নকিব বলেছেন:
জামাতের হাতে দেশ নিরাপদ এই কথা কে বলেছে রে মাথা পাগলা???
১২|
২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭
কলাবাগান১ বলেছেন: চ্যাট জিপিটি দিয়ে উত্তর লিখিয়ে ই আপনাদের চলতে হবে.........।নিজে পারলে যুক্তি দেন
২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৫
নতুন নকিব বলেছেন:
আমার কিছু লেখা আমি মাঝে মধ্যে চ্যাটজিপিটি দিয়ে এডিট করে নিই। চ্যাটজিপিটি লেখাগুলো সাজিয়ে গুছিয়ে দেয়। এটা অবশ্যই কমফোর্টেবল। কিন্তু এখানে চ্যাটজিপিটি নিয়ে আপনি কোন সমস্যায় পড়লেন!
আপনার বক্তব্যের অসারতা চ্যাটজিপিটি ধরিয়ে দিয়েছে মনে করে চ্যাটজিপিটির উপরে মাইন্ড করলেন!
১৩|
২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০০
কলাবাগান১ বলেছেন: Click This Link
২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪০
নতুন নকিব বলেছেন:
The relation between intelligence and religiosity: a meta-analysis and some proposed explanations
Atheists are more intelligent than religious people, according to a study of over 6,000 participants. Why do you all think that is?
The Relationship Between Religiousness/Spirituality and Psychometric Intelligence in the United States
Religion & IQ
https://en.wikipedia.org/wiki/Religiosity_and_intelligence
১৪|
২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: তৌহিদী জনতাকে থামাতে হবে।
নইলে বাংলাদেশ কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারিবে না।
২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৩
নতুন নকিব বলেছেন:
তৌহিদি জনতা বলে কথা নয়। মব ভায়োলেন্স টোটালি বন্ধ করতে হবে।
তৌহিদি জনতাকে থামাতে চান আবার নিজেই পিটিয়ে ছাল তোলার কথাও বলেন! কনফিউজিং হয়ে যায় না!
১৫|
২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩০
কিরকুট বলেছেন: মাথা উঁচুই আছে কেবল পায়ের দিক থেকে সাইজ কমে যাচ্ছে।
২২ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৮
নতুন নকিব বলেছেন:
জ্বি, বিষয়টা আপনি বুঝতে পেরেছেন বলে ধন্যবাদ। ![]()
১৬|
২২ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
আলামিন১০৪ বলেছেন: দুর্নীতিবাজ-চোর-বদমায়েশ-নীতিবোধ-বিহীন মানুষে সয়লাব এই দেশ, ভুমিকম্প কিংবা বড় দুর্বিপাক বা বিপ্লব ছাড়া মনে হয় না এ জাতির ইতিবাচক কিছু ঘটবে।।।
শোনা যায় এমপি নমিনেশন নাকি কোটি টাকায় বিকোয়
জামাআতের কি অবস্থা?
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৮
নতুন নকিব বলেছেন:
ঠিকই বলেছেন, এই দেশের মানুষ বড়ই বিচিত্র। বিভৎস রকমের লোভের কাছে তাদের অনেকেই পরাজিত। নির্বাচন নিয়ে জামায়াতের এক্সাক্ট অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই।
১৭|
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৬
কলাবাগান১ বলেছেন: আমার স্টুডেন্টরা ও যখন ৯৮% চ্যাট জিপিটি দিয়ে টার্ম পেপার লিখে জমা দেয় আর সফটওয়ার চেকে ধরা খায় তখন বলে যে আমি নিজে লিখেছি চ্যাট জিপিটি দিয়ে এডিট করেছি শুধু<<<<<<<
লিখার ধরন দেখেই বুঝা যায় যে সামান্য কমেন্টের উত্তর লিখার জন্য চ্যাট জিপিটির শরাপন্ন হয়, তার নিজের চিন্তাধারার অবস্হা কোন লেভেলে। পোস্টের কথা তো বাদই দিলাম।
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪৪
নতুন নকিব বলেছেন:
@কলাবাগান১,
আপনি যুক্তিতে হেরে গেছেন। সেটা স্বীকার করতে লজ্জা পাচ্ছেন, বুঝতে পেরেছি। এখন চ্যাটজিপিটি নিয়ে লেগেছেন। স্টুডেন্টদের কাহিনী বয়ান করতে শুরু করেছেন। করেন, আপনার লেখা চেক করলেও চ্যাটজিপিটির বহু আলামত হয়তো পাওয়া যাবে। অবশ্য আমরা সেটা করতে চাই না।
আর, স্টুডেন্ট আমারও আছে। যদিও ধান ভানতে শিবের গীত গাওয়ার কোন ইচ্ছে আমার নেই।
ধন্যবাদ।
১৮|
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৪
কলাবাগান১ বলেছেন: আমি চ্যাট জিপিটি দিয়ে পোস্ট করেছি কিন্তু সবার আগে উল্লেখ করেছি যে এই পোস্ট চ্যাটজিপিটি দিয়ে লিখা... অন্তত কমেন্টের উত্তর লিখার জন্য দরকার হয় না। ৬৩ টা স্টাডি এর রেজাল্ট নিয়ে কনক্লুশনে আসা 'মতবাদ' (ধর্মান্ধ দের আইকিউ বিজ্ঞান মনস্ক লোকদের চেয়ে অনেক কম) কে আপনার দেওয়া কুযুক্তি দিয়ে জিতে গেছেন চিন্তা করেই খুশী থাকুন।
২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৩
নতুন নকিব বলেছেন:
কিছু মানুষ স্বভাবতই এমন যারা পরাজিত হয়েও পরাজয় স্বীকার করতে জানে না। এটা নিতান্তই তাদের মানবিক দৈন্যতা। এতে আমি মোটেই আশ্চর্যান্বিত হচ্ছি না। যুক্তিতে হেরে গেলে তাদের কাছে অন্যেরটা হয়ে যায় কুযুক্তি। খুবই ইন্টারেস্টিং!
কমেন্টের উত্তর আমি এআই দ্বারা করিনি। এআই দিয়ে আমার লেখাটা শুধুই ঠিকঠাক করে নিয়েছি। এতে সমস্যাটা কোথায় হলো? এমন কোন নিয়ম কি কোথাও বলে দেওয়া হয়েছে না কি যে, এআই দিয়ে শুধু পোস্ট লেখা যাবে আর কমেন্টের উত্তর দেওয়া যাবে না? কিসব আজগুবি চিন্তাভাবনা!
ধন্যবাদ।
১৯|
২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:০২
কলাবাগান১ বলেছেন: এআই দিয়ে পোস্ট/কমেন্ট লিখাতে কোন দোষ বা মানা নাই কিন্তু সেই লিখা কে নিজের নামে চালিয়ে দেওয়া একটা নৈতিক/মরাল্যাটি অবক্ষয় বলেই প্রতীয়মান। কোন বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি দিয়ে উত্তর দিচ্ছিল দেখে গ্রেফতার করা হয়েছে...ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত মাদ্রাসার ছাত্র... তাদের মন মানসিকতা যে কি সেটা পরিবর্তিত বাংলাদেশের 'চরিত্র' দেখেই বুঝা যাচ্ছে (তাকিয়া জিন্দাবাদ)
২৩ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:২৮
নতুন নকিব বলেছেন:
আপনি হেরে গিয়ে মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। পোস্টের আলোচ্য বিষয়ে কিছু বলার মত থাকলে বলুন অন্যথায় ফালতু কমেন্ট মুছে দেওয়া হতে পারে।
২৩ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৪৩
নতুন নকিব বলেছেন:
নৈতিক মোরালিটিও তাহলে বোঝেন? সাপোর্ট করেন ফ্যাসিবাদের!
২০|
২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৪৯
মাথা পাগলা বলেছেন: কলাবাগান১ বলেছেন: লিখার ধরন দেখেই বুঝা যায় যে সামান্য কমেন্টের উত্তর লিখার জন্য চ্যাট জিপিটির শরাপন্ন হয়, তার নিজের চিন্তাধারার অবস্হা কোন লেভেলে। পোস্টের কথা তো বাদই দিলাম।
রাগে উনি একবার ২~৩ হাজার শব্দের প্রতিউত্তর দিয়েছিলেন। সাল, বছর, লিংক ইত্যাদি যুক্ত করে। chatgpt রেডিটের লিংক দিয়েছে তাই কপি পেস্ট মেরে প্রতিউত্তর দিয়েছে, হয়তো জানে না রেডিটে কারা পোস্ট করে।
২৩ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৩৬
নতুন নকিব বলেছেন:
চোরের সাক্ষী মাতাল। কিছু উদ্ভট পাগল আছে যাদের দেখলেই বুঝা যায়, এগুলোর মাথা খারাপ।
পোস্টের আলোচ্য বিষয়ে কিছু বলার মত থাকলে বলুন অন্যথায় ফালতু কমেন্ট মুছে দেওয়া হতে পারে।
২১|
২৩ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৩১
আলামিন১০৪ বলেছেন: @কলাবাগান, আপনার মতে নিউটনের আই কিউ কত হতে পারে?
২৩ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৪৬
নতুন নকিব বলেছেন:
এদের কাছে সত্য এবং সঠিক কিছু পাওয়ার আশা করা যায় না। ইসলাম বিদ্বেষ, মিথ্যাচার আর ফালতু আলাপেই এরা স্বাচ্ছন্দ্য বোধ করেন।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০২
লুধুয়া বলেছেন: পাকিস্তানপন্থী রাজাকার রা অলরেডি দেশ টাকে আফগানিস্থান, সিরিয়া পথে নিয়ে গেছে।