| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন নকিব
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
স্ত্রী-সন্তান হারানো সাদ্দামকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ায় হাইকোর্টকে সাধুবাদ জানাই
জুয়েল হাসান ওরফে সাদ্দাম, ছবিটি অন্তর্জাল থেকে সংগৃহীত।
হাইকোর্ট মানবিক দৃষ্টিকোণ থেকে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামকে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার বেঞ্চ ২৬ জানুয়ারি ২০২৬-এ এই আদেশ দেন।
গত ২৩ জানুয়ারি সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা (২২) ও ৯ মাসের ছেলে সেজাদ হাসানের মরদেহ উদ্ধার হয়। পরদিন যশোর কারাগার ফটকে দাঁড়িয়ে তিনি লাশ দেখেন। এ ঘটনা ব্যাপক সমালোচনা সৃষ্টি করে এবং প্যারোল না দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে।
স্ত্রী-পুত্র হারানোর এই কঠিন সময়ে তাকে জামিন দেওয়ায় হাইকোর্টের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সাধুবাদ। বর্তমানে সাদ্দাম জামিনে মুক্ত। আইনের শাসন সবার জন্য সমভাবে প্রযোজ্য হোক।
২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:২৩
নতুন নকিব বলেছেন:
অবশ্যই উচিত। অতি উৎসাহী যারা তার এই দুর্ভোগের জন্য দায়ী তাদের উপযুক্ত শাস্তি একান্তভাবেই প্রাপ্য। আর যাদের কারণে তিনি প্যারোলে মুক্তি পাননি তাদেরও আইনের আওতায় আনা উচিত।
ধন্যবাদ।
২|
২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫৫
কিরকুট বলেছেন: আচ্ছা। উনি এখন জামিনে মুক্তি পেয়ে কোন আলুটা ছিলবে? এর চেয়ে ভালো ছিলো তাকে জেলেই রাখা। বেচারা কিছু মানুষের সংগো পেয়ে শোক ভুলতে পারতো। এখন কি হবে!! ঘরে গিয়ে সে শোকের গভীরে ঢুকে যাবে। সে না আবার তার স্ত্রীর পথ ধরে।
৩|
২৭ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৪২
আরোগ্য বলেছেন: সাদ্দামের অতীত নামা যে ভালো ছিল না সেটা সবারই জানা কিন্তু প্যারোলে মুক্তি দেয়া উচিত ছিলো। তবে এরকম ছয় মাসের জামিন এটা আমার কাছে কোন মতেই যুক্তিসংগত নয়। আবেগ দিয়ে আইন চলে না তাছাড়া শহীদ ওসমান হাদীর খুনিকেও ছয় মাসের জামিনে বের করা হয়েছিলো। এরকম যদি কোন না কোন ভাবে আসামীদের জামিনে মুক্তি দেয়া হয় তাহলে পুনরায় সন্ত্রাস কায়েম হতে বেশি সময় লাগবে না। আশা করি আদালত আর কোন অপরিনামদর্শী সিদ্ধান্ত নিবে না।
@কিরকুট এর মন্তব্যে যুক্তি আছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ বলেন, এই মামলার এজাহারে ৩৮ জনের নাম আছে, সাদ্দামের নাম নেই৷
অথচ এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়৷ এই মামলায় কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হবে না,
সেই রুল দিয়ে হাইকোর্ট সাদ্দামকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন৷ মানবিক দৃষ্টিকোণ থেকে
তার জামিন মঞ্জুর করেছেন আদালত৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)
..................................................................................................
তাহলে বিষয়টা কি দাড়াঁল ?
যাহারা তার এই দূর্ভোগের জন্য দায়ী তাহাদের উপযুক্ত শাশ্স্তি পাওয়া উচিৎ ।