![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ শাহবাগে লাখো মানুষের সমাবেশ থেকে জামাত শিবির নিষিদ্ধ করার দাবী উঠেছে। সেই সাথে দাবী উঠেছে জামাত শিবির কর্তৃক নির্মিত সকল লেজুড়বৃত্তির প্রতিষ্ঠান বন্ধ করার। এটাই আসল দাবী।
জামাত শিবির প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানগুলো অবিলম্বে বন্ধ করার দাবী জানাই। এইগুলো বন্ধ করে দিলেই চিরতরে জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙ্গে যাবে। নইলে অর্থনৈতিক শক্তির কারণেই এরা বার বার সাপের মতো ছোবল মারবে। এদের বিষদাত ভেঙ্গে দেয়ার এখনি সময়।
নিচের এই তালিকাটি নেয়া হয়েছে ব্লগার শওকত মাসুমের একটি পোস্ট থেকে।
তার মূল পোস্টটি এখানে http://www.amrabondhu.com/masum/1567
জামায়াত-শিবিরের প্রতিষ্ঠান: আসুন চিনে রাখি ও বয়কট করি
লিখেছেন: শওকত মাসুম | জুলাই ১৭, ২০১০ - ১১:০৮ অপরাহ্ন
যুদ্ধাপরাধীদের বিচার করা সরকারের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। বর্তমান আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করার প্রতিশ্রুতি দিয়ে অনেক তরুণ ভোটারকে আকৃষ্ট করে ক্ষমতায় এসেছে। মাঝে অনেকেই এ নিয়ে হতাশ ছিলেন। এখন বিষয়টি আবার আলোচনার কেন্দ্রে চলে এসেছে। আমরা আবার আশায় বুক বেঁধেছি।
আশা করছি সরকার তার নিজের কাজটি করবেন। সাধারণ নাগরিক হিসেবে আমাদের কাজ সরকারকে প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেওয়া, চাপ অব্যাহত রাখা। একইসঙ্গে সাধারণ এবং সচেতন নাগরিক হিসেবে আমাদের আরও একটি দায়িত্ব আছে। আমাদের চারপাশে নানা ভাবে বেড়ে উঠছে জামায়াত-শিবিরের অসংখ্য প্রতিষ্ঠান। আপনার গলির মোড়ের যে ছোট্ট মুদি দোকানটি, সেটি বেশিরভাগ ক্ষেত্রে জামাতীদের অর্থে পরিচালিত। সংগ্রাম এসব দোকানে আপনি অবশ্যই পাবেন। আপনি কি বাসার কাছে বলে এই দোকানটির উপরই ভরসা করেন। নিজের অজান্তেই কে মৌলবাদী ও স্বাধীনতা বিরোধীতের হৃষ্টপুষ্ট হতে দিচ্ছেন না? টাকা আয় করে তারা কি কেবল সংসার চালায়, নাকি আরও বড় কোনো নাশকতা বা পরিকল্পনায় শক্তি সঞ্চয় করে। আপনার ভাই বা সন্তান কোন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। কি শিখছে সেখানে। একবার খোঁজ নিয়ে দেখেছেন?
মৌলবাদীদের অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। অধ্যাপক আবুল বারকাত এ নিয়ে ২০০৫ সালে একটি গবেষণা করেছিলেন। বিষয় ছিল: মৌলবাদের রাজনৈতিক-অর্থনীতি। সেখানে তিনি বলেছেন,
মৌলবাদীদের অর্থনীতির প্রবৃদ্ধির হার সাড়ে ৭ থেকে ৯ ভাগ। তারা প্রতি বছর প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় করে শুধু রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে। এর মধ্যে, জঙ্গি কর্মকান্ড ছাড়াও সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা ব্যয়, রাজনৈতিক কর্মীদের বেতন, জনসভা আয়োজন ও অস্ত্র প্রশিক্ষণ।
তাদের ১ হাজার ৫শ কোটি টাকা মুনাফার ২৭ শতাংশ আসে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে যার মধ্যে রয়েছে, ব্যাংক, বীমা ও লিজিং কোম্পানি। ২০ দশমিক ৮ শতাংশ আসে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে, ১০ দশমিক ৮ ভাগ আসে বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে। ১০ দশমিক ৪ ভাগ আসে ওষুধ শিল্প ও ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে। ৯.২ শতাংশ আসে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ৮.৩ শতাংশ আসে রিয়েল এস্টেট ব্যবসা থেকে। যোগাযোগ ব্যবসা থেকে আসে ৭.৫ শতাংশ এবং তথ্য প্রযুক্তি ও সংবাদ মাধ্যম থেকে আসে ৫.৮ শতাংশ।
তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে জামায়াত শিবিরের ব্যবসায়ীক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে বয়কট করা, যাতে এসব প্রতিষ্ঠান আরও ফুলে ফেঁপে বড় হতে না পারে।
১. ইসলামী ব্যাংক লিমিটেড: এটিই জামায়াতের সবচেয়ে বড় এবং লাভজনক সংগঠন। ধর্মের নাম ব্যবহার করে ব্যবসা করে তারা। এই ব্যাংকটির মূল কাজ হচ্ছে জামাত-শিবির যারা করে তাদের ঋণসহ নানা ধরণের আর্থিক সুবিধা দেওয়া। এখানে যারা চাকরি করেন তারাও পরীক্ষিত জামায়াত কর্মী।
তাহলে আসুন দেখি ইসলামি ব্যাংক কারা চালায়। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এখন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের। । একাত্তরের ঘাতক দালাল কে কোথায় বইটিতে আছে ৭১-এ তার ভূমিকার বিবরণ।
এই লোকটি একজন কুখ্যাত রাজাকার-আলবদর। ৭১ সে ছিল আল বদর হাইকমান্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সে ছিল চট্টগ্রাম জেলা প্রধান।
এই ব্যাংকের আরেক পরিচালক ছিলেন মোহাম্মদ ইউনুস। এখন মৃত। সেও ছিল আল বদর হাইকমান্ড-এর একজন সদস্য। সে আবার জামাতের মজলিসে সূরার সদস্য ছিল। আরেক পরিচালক ছিল মীর কাশেম আলী। মীর কাশেম আলী প্রথমে চট্টগ্রাম জেলা প্রধান। পরে আল বদর হাই কমান্ডের তিন নম্বর সদস্য হিসাবে স্থান লাভ করে। আর তার স্থানে আসে আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের। মীর কাশেম আলী নয়া দিগন্ত পত্রিকা ও টেলিভিশনের চেয়ারম্যান। সেও একসময় মহানগর জামায়াতের আমীর ছিল। বলা যায় মীর কাশেম আলি জামায়াতের অর্থ ভান্ডার ও রক্ষক।
২. ইবনে সিনা ট্রাস্ট- জামাতের ব্যবসায়ী প্রতিষ্ঠান। এখান থেকে আয়ের বড় অংশ আসে। এই ট্রাস্টের নামে আছে ইবনে সিনা হাসপাতাল, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ইবনে সিনা ফার্মাসহ ৬টি প্রতিষ্ঠান। কর্মীদের লালন-পালন করার আরেকটি বড় উদ্যোগ এই ট্রাস্ট। ট্রাষ্টিদের নামগুলো জেনে নেই-
01. Mr. Advocate Mujibur Rahman, Chairman
02. Commodore (Retd.) Md. Ataur Rahman, Member, Ex-chairman TCB
03. Dr. Shamsuddin Ahmed, Member, Professor, International University of Technology
04. Mr. Shah Abdul Hannan, Member, Ex. Secretary. Govt. of Bangladesh
05. Mr. A.N.M.A. Zaher, Member Finance, Chairman, Islami Bank
06. Mr. Mir Quasem Ali, Member Administration
07. Prof. Chowdhury Mahmood Hasan, Member, Professor. Dhaka University.
08. Prof. A.K.M. Sadrul Islam, Member, Professor, International University of Technology.
09. Mr. Nazir Ahmed, Member, Ex-Chairman, Islami Bank
10. Mr. Kazi Harun Al Rashid, Member, Ex-Chairman, Islami Bank
৩. দৈনিক নয়া দিগন্ত, দিগন্ত টেলিভিশন, দৈনিক আমার দেশ ও সংগ্রাম: তাদের দলীয় পত্রিকা ও টেলিভিশণ মাধ্যম। এর মাধ্যমে তারা সাধারণ মানুষের মধ্যে যেতে চাচ্ছে। বিশেষ করে সংগ্রামের কোনো ধরণের জনপ্রিয়তা বা গ্রহনযোগ্যতা না থাকায় তারা নয়া দিগন্ত পত্রিকা বের করে এবং দিগন্ত টেলিভিশন চালু করে।
আমার দেশ-এর মালিকানায় সেকেন্ড লারজেস্ট ইনভেস্টমেন্ট জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলমের।
৪. বেসরকারি শিক্ষা বিশ্ববিদ্যালয়: জামায়াতের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে। যেমন চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ঢাকার মানারত বিশ্ববিদ্যালয়, সাঈদীর বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। এর বাইরে আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে, যেগুলোর মুল বা সিংহভাগ মালিক জামাতীরা। যেমন, নর্দান ইউনিভার্সিটি ও ইষ্টার্ণ ইউনিভার্সিটি।
৫. কোচিং সেন্টার: বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘ফোকাস’, মেডিকেলে ভর্তির জন্য ‘রেটিনা’, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য ‘কনক্রিট’, ‘কনসেপ্ট’ ও ‘এক্সিলেন্ট’ কোচিং সেন্টারগুলো মূলত জামায়াত-শিবিরের বিভিন্ন ফাউন্ডেশনের নামে প্রতিষ্ঠিত ও পরিচালিত। এসব কোচিং সেন্টার আবার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গেও জড়িত।
৬. ব্যবসায়ীক প্রতিষ্ঠান: মীর কাশেম আলীর কেয়ারি গ্রুপ রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত। সেন্টমার্টিন যেতে যে কেয়ারি সিন্দবাদ নামের ফেরি জাহাজ আছে, সেটিও মীর কাশেম আলীর।
আবুল কাশেম হায়দার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা ছিলেন। তার ইয়ুথ গ্রুপ থেকে তৈরি হতো ভার্জিন ড্রিংকস। মেট্রো শপিং সেন্টারের মালিকও জামাতী।
রিয়েল এস্টেট মিশন গ্রুপও জামাতীদের।
এখানে সব নাম দেওয়া গেলো না। এটি আপডেট করা যেতে পারে। আপনারাও বলতে পারেন এরকম আরও নাম।
(বলে রাখা ভাল, বহু আগে সামুতে অন্য নামে এরকম একটি পোস্ট দিয়েছিলাম। এটি সেই পোস্টের সম্প্রসারণ। আরও নতুন তথ্য দেওয়া হয়েছে।)
আপডেট করা হয়েছে দৈনিক আমার দেশ সম্পর্কে।
কিন্তু জামাত শিবিরের এ সব প্রতিষ্ঠানের টাকার উৎস কোথায় ? তার জবাব পাবেন নিচের এই লেখাটিতে । মূল লেখাটির লিংক : Click This Link
জামাতের টাকার উৎস ধরাছোঁয়ার বাইরে কেন?
মনজুরুল হক : বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা বাতিল করে তার বদলে ছলে-বলে-কৌশলে ইসলামি হুকুমত কায়েমের উদ্দেশে বাংলাদেশে ধর্মাশ্রয়ী সবচেয়ে বড় সাংগঠনিক পরিধি নিয়ে রাজনীতি করছে বাংলাদেশ জামাতে ইসলামী। মুক্তিযুদ্ধের সময় এই দলটির উচ্চপর্যায়ের নেতাকর্মীরা শুধু স্বাধীনতাবিরোধিতাই করেনি, মানবতাবিরোধী অপরাধের চরম অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের দলের হর্তাকর্তাদের গ্রেপ্তারের পর মানবতাবিরোধী ট্রাইব্যুনালে সেসবের আলামত ইতোমধ্যেই জমা হয়েছে এবং ট্রাইব্যুনাল থেকে সেসব প্রচারও হয়েছে। এটা তো জামাতের এখনকার কূটকৌশল, কিন্তু স্বাধীনতার পর থেকেই জামাত নিজেদের অস্তিত্ব রক্ষা এবং প্রতি-আক্রমণের মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তারের যে ছক কেটে এগুতে থাকে তারই খুব সামান্য কিছু তথ্য-উপাত্ত খবর আকারে ছাপা হয়। এর বাইরে গোপনেই রয়ে যায় আরো অনেক পিলে চমকানো খবর।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জামাতের রাজনীতি চলেছে অত্যন্ত সুপরিকল্পিত কর্মকৌশলের ছক মেপে। বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে, মূলধারার রাজনীতিতে জামাতের আর দু-দশটা দলের মতো হলেও তাদের অনেক অদৃশ্য হাত আন্ডারগ্রাউন্ডে ক্রিয়াশীল থেকেছে সব সময়ই। নিজেদের দলীয় পরিম-ল কিংবা ভিন্ন নামে, বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র জামাতই প্রশিক্ষিত ক্যাডার বাহিনী তৈরি করেছে। যে বাহিনীকে দুধ-কলা দিয়ে পুষেছেন আগেকার প্রায় সকল সরকার। বিশেষ করে চারদলীয় জোট সরকারের আমলে এদের বাড় এতোটাই বেড়ে যায় যে, খোদ সরকারি দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের দিনে দুপুরে জামাতের ছাত্র সংগঠন শিবির পিটিয়েছে। সরকারের তরফে সাবধানবাণী উচ্চারিত হয়েছে ঠিকই কিন্তু তাতে করে জামাতের বা শিবিরের কিছুই যায়-আসেনি। কেননা নিজেদের অবস্থান অক্ষত রাখতে রাজনৈতিক সমঝোতায় সর্বোচ্চ ছাড় দিতেও কখনো পিছপা হয়নি তারা। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের সঙ্গে প্রকাশ্যে কিংবা গোপন সমঝোতার অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে।
এতো কৌশল আর পরিকল্পিত কর্মকা-ের পেছনের চালিকাশক্তি হলো জামাতের অর্থনীতি। জামাতের অর্থনীতিকে একটি দৃঢ় ও সামগ্রিক অর্থনীতি হিসেবে বিবেচনা করা হয়। কারণ দেশের রাজনীতিতে অংশ নেয়ার পাশাপাশি তারা রাষ্ট্রীয় অর্থনীতির বাইরে বিকল্প অর্থনীতি গড়ে তুলতে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় জামাতে ইসলামীর অর্থনৈতিক ব্যবস্থার চালিকাশক্তি হিসেবে ব্যাংক, বীমা, লিজিং কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং), ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, ব্যবসা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যোগাযোগব্যবস্থা (বাস, ট্রাক, লঞ্চ, জাহাজ, সিএনজি), রিয়েল এস্টেট, নিউজ মিডিয়া, আইটি, প্রকাশনা সংস্থা ইত্যাদি তাদের টাকা রোজগারের প্রধান ক্ষেত্র। এগুলো সবই নিট মুনাফা থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জামাতকে অর্থ জোগান দেয়।
এ বিষয়ে কালের কণ্ঠে ২০১০ সালের ২১ জুলাই একটি প্রতিবেদনের কথা উল্লেখ করা যায়। কালের কণ্ঠ রিপোর্ট বলছেÑ ‘বিভিন্ন গবেষণা থেকে বেরিয়ে এসেছে, জামায়াত নিয়ন্ত্রিত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো থেকে বছরে প্রায় এক হাজার থেকে দেড় হাজার কোটি টাকার নিট মুনাফা হয়। কিছু প্রতিষ্ঠান সরাসরি ফান্ড ডেভেলপ করে; আবার কিছু আছে, যেগুলো থেকে ফুলটাইমার সংগঠকদের কর্মসংস্থান বা অর্থোপার্জনের ব্যবস্থা করা হয়। জামাতের আজকের এই শক্ত অর্থনীতির ভিত্তি গড়ে উঠেছে দেশী-বিদেশী বিভিন্ন সাহায্য ও ফান্ডের টাকা থেকে। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মওলানা মিছবাহুর রহমান চৌধুরীর মতে, জামায়াত প্রথমদিকে টাকার উৎস তৈরি করে সৌদি আরব থেকে। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে ইসলামী ব্যবস্থা ও ইসলাম চর্চার সব উপায় বন্ধ হয়ে গেছে, এমন মিথ্যা অভিযোগে সৌদি আরবের কাছে জামাত টাকা চায় মসজিদ নির্মাণ, মাদ্রাসা খোলা, কুরআন চর্চার কথা বলে। তবে ধীরে ধীরে জামায়াতের নিয়ন্ত্রণে বিভিন্ন এনজিওভিত্তিক কার্যকলাপ শুরু হতে থাকলে সরাসরি টাকার জন্য আর বহির্বিশ্বের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়নি এই দলটিকে।
২০০৫ সালে এশিয়া টাইমসের সূত্রমতে, বাংলাদেশে ইসলামি এনজিওগুলোকে অর্থ সরবরাহকারী দাতা সংস্থাগুলো হলো রাবেতা আল ইসলামী, সোসাইটি অব সোশ্যাল রিফর্ম, ইসলামিক হেরিটেজ সোসাইটি, কাতার চ্যারিটেবল সোসাইটি, আল মুনতাদা আল ইসলামী, ইসলামিক রিলিফ এজেন্সি, আল ফোরকান ফাউন্ডেশন, ইন্টারন্যশনাল রিলিফ অর্গানাইজেশন, মুসলিম এইড বাংলাদেশ, কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি। এসব অর্থ জোগানদাতা মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠনের টাকায় বাংলাদেশে আদর্শ শিক্ষা পরিষদ, আল আমিন ট্রাস্ট, আল মুরতাদা ডেভেলপমেন্ট সোসাইটি, কৃষি কল্যাণ সমিতি, দারুস সালাম সোসাইটি, আল হেরা একাডেমীসহ জামায়াত নেতাদের কর্তৃত্বে অনেক সংগঠন পরিচালিত হয়। এগুলোর বেশির ভাগই জঙ্গি কাজে সম্পৃক্ত রয়েছে বলে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে।’
ধারণা করা হয় ইসলামি এনজিওগুলোর ফান্ডের টাকা অথবা জঙ্গি কর্মকা-ের জন্য যতো অর্থনৈতিক লেনদেন সবই সম্পন্ন হয় জামায়াতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে। যদিও ব্যাংটি কখনোই স্বীকার করে না যে, তারা জামাতের প্রতিষ্ঠান। অর্থাৎ জঙ্গি তৎপরতা, এনজিওভিত্তিক জঙ্গি কার্যক্রম, বহির্বিশ্বের অর্থ সহায়তা, ইসলামী ব্যাংকভিত্তিক লেনদেনÑ এ সবকিছু একটা পরিষ্কার চক্র তৈরি করে। যে চক্রটি প্রবহমান হয় জামাতে ইসলামী দ্বারা। এখানে আরো বিস্ময়কর তথ্য হচ্ছে গত ক্রিকেট বিশ্বকাপে এই ব্যাংকটিকে অন্যতম স্পন্সর হিসেবে অনুমোদন দেয়া হয়! কি কারণে এমন একটি প্রতিষ্ঠান যাদের ওপর অভিযোগ আছে জঙ্গিবাদের পেছনে অর্থনৈতিক সহযোগিতা এবং সরাসরি বিভিন্ন জঙ্গি কর্মকা-ে ম“ দেয়ার তারা কি করে এমন একটি আন্তর্জাতিক পরিম-লের ইভেন্টে স্পন্সর হতে পারে! কোন উদ্দেশে এবং কিসের চাপে তাদের স্পন্সর করা হয়েছিল তা আজো এক অন্যতম রহস্য হয়ে রয়েছে।
অথচ এটা প্রায় সবারই জানা যে, জামায়াতের অর্থনীতি সবচেয়ে বড় ভূমিকা রাখছে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে। বিদেশে ইতোমধ্যেই জামাত ব্যাপক প্রচারণা চালিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই পেয়েছেন তার হাতেনাতে প্রমাণ। তার লন্ডন সফরকালে হাউস অব লর্ডসের সদস্যরা জামাতের পাঠানো যুদ্ধাপরাধের বিচারবিরোধী বিভিন্ন ডকুমেন্ট দেখান সৈয়দ আশরাফকে। আর দেশে যুদ্ধাপরাধের বিচার ইস্যুকে ঘোলাটে করতে নানা নেতিবাচক প্রচারণার জন্য প্রাথমিকভাবেই জামাত ব্যয় করেছে প্রায় পৌনে এক কোটি টাকা।
রিপোর্টটি আরো জানাচ্ছে, ‘গোয়েন্দা কর্মকর্তারা এর বিভিন্ন আলামত জব্দ করেছেন। যেখানে রয়েছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সঙ্গে নিজামীদের ছবি সংবলিত পোস্টার, বিভিন্ন সিডি, নিজেদের তৈরি আওয়ামী লীগের ৭৭ নেতার নাম সংবলিত যুদ্ধাপরাধীদের তালিকাসহ অনেক ডকুমেন্ট। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করা, দেশে মৌলবাদী উগ্র-জঙ্গি গোষ্ঠীর বিস্তার, ধর্মীয় জিহাদের নামে ক্যাডার বাহিনী তৈরিসহ সামগ্রিকভাবে জামাতের সাফল্যের মূলে রয়েছে মজবুত অর্থনীতির নিশ্চয়তা। ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ইবনে সিনা হাসপাতাল, ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন প্রতিষ্ঠান জামাতের সেই নিশ্চিত অর্থনীতির নিরাপত্তা বা মূল বুনিয়াদ।
বিশেষজ্ঞরা মনে করছেন, জামাতের ষড়যন্ত্র ও অপরাজনীতি রুখতে হলে এই অর্থনীতিতে মেজর অপারেশন করতেই হবে। এটা যে কেবল বিশেষজ্ঞরাই মনে করছেন তা নয়, এটা অধিকাংশ সাধারণ নাগরিকেরও মনের কথা। যদিও এখন পর্যন্ত বহালতবিয়তে, রাষ্ট্র ও রাষ্ট্রীয় অর্থনীতিতে ক্ষমতাসম্পন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে জামাতের প্রতিষ্ঠানগুলো সরকারের নাকের ডগায় তাদের কর্মপরিচালনা করে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানের বিভিন্ন প্রচারণা কিংবা অনুষ্ঠানে সরকারি মন্ত্রীরা আসা-যাওয়া করছেন তাই ‘সরষের মধ্যেই ভূত’ আছে কিনা এমন সন্দেহও অনেকের মনে। সন্দেহ হওয়া বা প্রশ্ন ওঠাটাই হয়তো স্বাভাবিক; কারণ এখন পর্যন্ত সরকার কেশাগ্রও স্পর্শ করতে পারেনি জামাতে ইসলামীর বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার। এমনকি জামাতের প্রায় সকল প্রধান নেতাকে বন্দি করা হলেও কোনো এক অজানা কারণে জামাতের এ সব নামী-দামি অর্থনৈতিক শক্তির ক্ষেত্রগুলোর টিকিটি ছোঁয়া হয়নি। হচ্ছে না। কেন হচ্ছে না সে আর এক রহস্য! জামাতে ইসলামের মূল শক্তি তাদের পার্টি কর্তৃক পরিচালিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। যে সব ব্যবসা প্রতিষ্ঠানের অর্থ জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে থাকে। সবার আগে সরকারের নজর দিতে হবে সেই সব আর্থিক প্রতিষ্ঠানের ওপর। শুধু নজরদারি বাড়ালেই চলবে না, প্রয়োজন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া। এই ব্যবস্থা নিতে দেরি হলে যে উদ্দেশে জামাতের যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের গ্রেপ্তার করা হয়েছে সেই মূল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে। বেশুমার টাকা ঢাললে কি করা যায় তার প্রমাণ নতুন করে দেয়া অনাবশ্যক। আমরা সবাই কমবেশি জানি। সরকার যেখানে এক কোটি টাকার বরাদ্দ দিচ্ছে জামাত সেখানে তার দশগুণ টাকা ঢেলে বসে আছে। প্রয়োজনে তারা তাদের নেতাদের বিচারের হাত থেকে বাঁচাতে কোটি কোটি টাকা ব্যয়ে বিদেশ থেকে আইনজীবী ভাড়া করবে। প্রয়োজনে টাকা ঢেলে বিচার ব্যাহত করবে। পারলে বিচারের কেন্দ্রমুখ ঘুরিয়েও দিতে সচেষ্ট হবে। শেষ পর্যন্ত কোনো কিছু না পারলে সারা দেশময় টাকা ঢেলে অস্থিরতা এবং অরাজকতা তৈরি করবে। চরম অরাজক পরিস্থিতি তৈরি হলে তার ভেতর দিয়ে জামাত তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। এটা কেবল আশঙ্কা নয়, নিরেট বাস্তবতা। অতএব সাধু সাবধান!
মনজুরুল হক : কলাম লেখক।
এবার আরেকটি লেখা। ফেসবুকে প্রকাশিত লেখাটি কপি/পেস্ট করে দিলাম। মূল লেখার লিংক এখানে : Click This Link
ভাবতে অবাক লাগে, কত কিছুই করে ফেলেছে জামায়াত ইসলাম!
ব্যাংক, টিভি, সংবাদপত্র, শিক্ষা প্রতিষ্ঠান, ঔষুধ, বাস সার্ভিস সহ কত কি? আর নিজের অজান্তেই আমরা সেইসব জামায়াতী প্রতিষ্ঠানের পণ্য কিনে বা সার্ভিস ব্যবহার করে নিজের অজান্তে ‘রাজাকার’দের সহযোগিতা করে যাচ্ছি।
আজ থেকে আমার একটা টাকাও আমি রাজাকারদের বাঁচাতে এবং ধর্মকে বিকৃত করে বা ধর্মের নামে ব্যবসা করার সুযোগ দিব না। তাই কষ্ট করে হলেও বিকল্প খুজি। আসুন প্লিজ জানি এবং বর্জন করি...
জামায়াত শিবিরের প্রতিষ্ঠানগুলোঃ
১. সংস্কৃতি সংগঠনঃ
সিএনসি, বাংলা সাহিত্য পরিষদ, স্বদেশ সাংস্কৃতিক পরিষদ, উত্সঙ্গ, সৃজন চিন্তন, মৃত্তিকা একাডেমী, প্রতিভা ফাউন্ডেশন, শহীদ মালেক ফাউন্ডেশন, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, সাইমুম শিল্পীগোষ্ঠী, বিপরিত উচ্চারণ, পল্টন সাহিত্য পরিষদ, ফররুখ পরিষদ, চত্বর সাহিত্য পরিষদ, কিশোর কলম সাহিত্য পরিষদ, ফুলকুঁড়ি সাহিত্য পরিষদ, নতুন কলম সাহিত্য পরিষদ, আল হেরা সাহিত্য পরিষদ, মাস্তুল সাহিত্য সংসদ, সম্মিলিত সাহিত্য-সাংস্কৃতিক সংসদ, স্পন্দন সাহিত্য পরিষদ, রেলগাছ সাহিত্য পরিষদ, কবি সংসদ বাংলাদেশ, কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য সংসদ, কানামাছি সাহিত্য পরিষদ, অনুশীলন সাহিত্য পরিষদ, শীলন সাহিত্য একাডেমী, পারফর্মিং আর্ট সেন্টার, সংগ্রাম সাহিত্য পরিষদ, উচ্ছ্বাস সাহিত্য সংসদ, ইসলামী সাহিত্য পরিষদ, হিলফুল ফুজুল, দাবানল একাডেমী, মওদুদী রিসার্চ সংসদ, বাংলাদেশ সাহিত্য কেন্দ্র নামে ভ্রাম্যমান লাইব্রেরী [বিশ্ব সাহিত্য কেন্দ্রের কপি]
২. প্রিন্টিং আই মিন প্রকাশনী বাণিজ্যঃ
সিদ্দিকীয়া পাবলিকেশন্স, আধুনিক প্রকাশনী, প্রীতি প্রকাশন, কিশোর কণ্ঠ প্রকাশনী, ফুলকুঁড়ি প্রকাশনী, মিজান পাবলিকেশন্স, ইষ্টিকুটুম, আল্পনা প্রকাশনী, গণিত ফাউন্ডেশন, প্রফেসর’স, কারেন্ট নিউজ, সাজ প্রকাশন, সৌরভ, সাহিত্যকাল, নবাঙ্কুর, সাহিত্যশিল্প, শিল্প কোণ, আযান, অনুশীলন, ফুলকলি, দিগন্ত, পাঞ্জেরী, আল কোরআন প্রকাশনী,প্রফেসরস গাইড, Youth wave, পৃথিবী।
৩. কোচিং বাণিজ্যঃ
রেটিনা,প্রবাহ, ফোকাস, কনক্রিট, ইনডেক্স, রেডিয়াম, অপটিমাম, শুভেচ্ছা, সাকসেস কোচিং সেন্টার।
৪. ব্যাংক প্রতিষ্ঠানঃ
ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড,
৫. ইন্স্যুরেন্সঃ
ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ, ইসলামী ইন্সুরেন্স কোঃ লিঃ, তাকাফুল ইসলামী লাইফ ইন্সুরেন্স
৬. ডেভেলাপারঃ
কোরাল রীফ ,মিশন ডেভেলাপারস, এস.এ.এফ,এম.ডি.সি গ্রুপ, কেয়ারী,ইনটিমেট হাউজিং, সোনারগাঁ হাউজিং, লালমাটিয়া হাউজিং, সিলভার ভিলেজ হাউজিং, ওয়ান সিটি, পিংক সিটি, আবাসন সিটি।
৭. বাস সার্ভিসঃ
পাঞ্জেরী, আবাবিল
৮. শিক্ষা প্রতিষ্ঠানঃ
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি(আইআইইউসি), এশিয়ান ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউ আই ইউ,ইসলামী ব্যাংক বাংলাদেশ টেকনিক্যাল কলেজ, মানারত (স্কুল আর বিশ্ববিদ্যালয়), গ্রীন ইউনিভার্সিটি, লাইসিয়াম কিন্ডারগার্টেন, ইসলামী ব্যাংকের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। মাদ্রাসার সংখ্যা অসংখ্য (আলিয়া আর কওমি মিলিয়ে)
৯. সংবাদপত্রঃ
দৈনিক সংগ্রাম, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক আমার দেশ, সাপ্তাহিক সোনার বাংলা।
১০. টিভি চ্যানেলঃ
দিগন্ত টিভি, ইসলামিক টিভি।
১১. হাসপাতালঃ
ইসলামী ব্যাংক হাসপাতাল ,ইউনাইটেড হাসপাতাল, ইবনে সিনা, ফুয়াদ আল খতিব মেডিকেল ট্রাষ্ট।
১২. ফার্মাসিউটিক্যালঃ
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বায়োফার্মা ল্যাবোরেটরীজ লিমিটেড, কেয়ারী সিন্দাবাদ।
১৩. ইন্টারনেট ব্লগঃ
সোনার বাংলা ব্লগ।
ভাবুন ৪১ বছরে কিছু দালাল কে সাথে নিয়ে আর আপনার আমার অজ্ঞতার সুযোগে দেশটাকে তারা গিলে ফেলতে চাচ্ছে। আমাদের এখনো বুঝা উচিৎ- অর্থনীতি আর মেধাই বড় শক্তি।
বিশেষ আপডেট : আদ দ্বীন হাসপাতাল ও মদিনা পাবলিকেশন্স সম্পর্কে আপত্তি থাকায় আপাতত তালিকা থেকে বাদ দেয়া হল। পরে প্রমাণ সাপেক্ষে যোগ করা হতে পারে।
এবার লাখো জনতার কাতার থেকে জামাতের এই সব অর্থনৈতিক শক্তি বাজেয়াপ্ত করার দাবী জানাই। দুধ-কলা দেয়া বন্ধ না হলে সাপ কখনও মরবে না।
বিশেষ অনুরোধ : এই লেখাটি যে যেভাবে পারেন, শেয়ার করেন। ছড়িয়ে দিন। কপি পেস্ট করে পোস্ট করতে থাকুন। রিপোস্ট করতে থাকুন। ফেসবুক, গুগল প্লাস বা টুইটারে শেয়ার করতে থাকুন। সবাইকে জানানো দরকার। এই শুয়োরদের মুখোশ এখই খুলে দেয়া দরকার। সতর্ক করার এখনি সময়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
নায়করাজ বলেছেন: এই লেখাটা কপি পেস্ট করে দিকে দিকে ছড়িয়ে দিন। সবাইকে সত্যটা জানাতে হবে।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: প্রতিষ্ঠান গুলো বন্ধ করলে বেকার বাড়বে তাই প্রতিষ্ঠান গুলো বন্ধ না করে পরিচালনার দায়িত্ব সরকারের নিজের হাতে নেওয়া উচিত বলে মনে করি । যেন প্রতিষ্ঠান গুলোর টাকায় জঙ্গি কার্যক্রম না করতে পারে ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
নায়করাজ বলেছেন: আপনার মন্তব্যকে শ্রদ্ধা জানাই। বাজেয়াপ্ত মানে কিন্তু বন্ধ করা নয়।
তবে এই প্রতিষ্ঠানগুলোতে প্রচুর জামাতী আছে। এদের ঘাড় ধরে বের করে দিতে হবে।
http://en.sachalayatan.com/node/42461
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: আরেক বাম্বু মাথা ওয়ালা আইছে!
হাদারাম কোথাকার...
আন্দোলন শুরু হয়েছে,....যুদ্ধাপরাধ ইস্য নিয়ে....এখানে ব্যবসা প্রতিষ্ঠান আসলো ক্যান?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
নায়করাজ বলেছেন: কট খাইছ মামু। তুমি হইলা ছুপা ছাগু । তুমি কুনটার মালিক ?
কেইর লিগা প্রতিষ্ঠান সেইটা পরিষ্কার কইরা লেখা আছে। তারপরও যখন জিগাইলা, খুইল্যা কই। তোমাগো মতো পিছলামু না।
জামাতীরা প্রথমে কইল নারী নেতৃত্ব হারাম। তারপর এক নারীর পায়ের তলে গিয়া বইল।
কইল ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করবে। ৫ বছর ক্ষমতায় থাকল ক্ষমতার শরীক হয়ে। কোন দিন সংসদে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা কথা্ও বলল না।
ইসলাম কায়েম হইল একটা ধান্দাবাজি। মূল ধান্দা হইল মালপানি কামানো। রাষ্ট্রক্ষমতাকে কুক্ষিগত করে রাষ্ট্রটাকে জঙ্গী রাষ্ট্র বানানো।
সুতরাং দুধ-কলা্ও নাই, সাপ্ও নাই। বুঝছ ছুপা ছাগু ? বুঝ নাই, কারণ তুমাগো বুঝারই ইচ্ছাটাই নাই। বুঝতে গেলেই তো লস।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: apni juddhoporadhir bichar chan naki dologoto biddesh chorate chan? ao-amilig o bnp te juddhoporadhi ache!! shobaike pagol vhabben nah! amra juddhoporadhir bichar chai kono doler nah!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
নায়করাজ বলেছেন: এত বেশি বুঝেন দেইখ্যাই তো ৪২ বছরেও কাম সারতে পারেন নাই।
এই দলটির '৭১ এর ভূমিকা কি জানেন না নাকি ? এই দলটি গণতন্ত্রে বিশ্বাস করে না। এই দলটি বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না। যারা এই দেশের অস্তিত্বেই বিশ্বাস করে না, তাদের কি এই দেশে রাজনীতি করতে দেয়া উচিত ? তারা তো দেশের শত্রু।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
নায়করাজ বলেছেন: বাদ পড়ল কেমনে বুঝলাম না। এক্ষুনি যোগ করতাছি।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
দায়িত্ববান নাগরিক বলেছেন: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছুপা না , খাটি ছাগু।
ভালো পোষ্ট।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২
নায়করাজ বলেছেন: ছড়িয়ে দিন সব দিকে, স্ট্যাটাসে স্ট্যাসাসে।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
এসকে বলেছেন: দৈনিক ইনকিলাব বাদ দিলেন মনে হল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪
নায়করাজ বলেছেন: এই প্রতিষ্ঠানটা সম্পর্কে বিস্তারিত জানান কেউ। যোগ করে দিব।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪
আনোয়ারুল আশিক বলেছেন: খুশি হলাম।বয়কট করুন,বয়কট করতে বলুন
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫
নায়করাজ বলেছেন: অবশ্যই বয়কট করলাম এবং সবাইকে বয়কট করার অনুরোধ জানাই।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫
mrikadey বলেছেন: আরো আছে---Narayanganj model college,Narayanganj adorsho school
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬
নায়করাজ বলেছেন: জানা ছিল না। এই রকম আরো প্রতিষ্ঠানের নাম দিন।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
সোর্বিয়ের বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছুপা না , খাটি ছাগু।
ভালো পোষ্ট।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
নায়করাজ বলেছেন: ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
ইন্তাজ ভাই বলেছেন: ধর্মের নামে জামাতীরা সাধারণ মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে খুবই শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছে যা এখন তারা জঙ্গিবাদী এবং দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডায় ব্যবহার করতেছে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
নায়করাজ বলেছেন: ঠিক বলেছেন।
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
সাইদুল ইসলাম ডুয়েট বলেছেন: tui sorkarer dalal
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
নায়করাজ বলেছেন: তর লেঞ্জা বাইর হয়া গেছে বহু আগেই।
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: ++++++++++++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
নায়করাজ বলেছেন: ধন্যবাদ।
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
প্রগতিশীল ইকবাল বলেছেন: Badar bassa gula...jammater bal o felte parbe na..............
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
নায়করাজ বলেছেন: ওদের বাল ফেলা আমাদের উদ্দেশ্য না, আমরা সোনাটাই ফেইল্যা দিতে চাই।
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
s r jony বলেছেন: অবশ্যই জামাতিদের প্রতিষ্ঠান বয়কট করে ওদের আর্থিক লস করতে হবে। না হলে আমাদের টাকা দিয়া আমাদেরই উপরে হামলা চালাবে।
এই লিস্টে "আদ দ্বীন হাসপাতাল" দেখে কনফিউশন এ পড়লাম। আমি জানি মগবাজারের এই হাসপাতাল'টা "আকিজ গ্রুপের" মরহুম আকিজ সাহেব এইটার প্রতিষ্ঠাতা। উনার ইতিহাস জানি না।
ইকটু শিউর হয়ে বিস্তারিত জানান প্লিজ
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
নায়করাজ বলেছেন: এই লিংকটায় দেখতে পারেন।
http://en.sachalayatan.com/node/42461
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
নায়করাজ বলেছেন: এই তালিকাটাও দেখতে পারেন : http://www.amarbornomala.com/details15496.html
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
রবিউল ৮১ বলেছেন: প্রথমতো জামায়াত দলটাকে আগে নিষিদ্ধ করা হোক।সেটা চলতি স ংসদেই যাতে করা হয় সে জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করা দরকার।ওইটাকে রেখে তাদের প্রতিষ্ঠান বন্ধের দাবী যোক্তিক নয়।তাছাড়া প্রতিষ্ঠান বন্ধের কথা মুখে বলা যত সহজ কাজে আসলে তেমন সহজ নয়।তাই মূল আন্দোলন হওয়া উচিত যুদ্ধ অপরাধির ফাসি এব ং জামাত দলটা নিষিদ্ধ।এতটুকুতে সীমাবন্ধ থাকা উচিত।এই দুটো বাস্তবায়ন হলে পরের পদক্ষেপ নেয়া যাবে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
নায়করাজ বলেছেন: কাজে পদ্ধতি সম্পর্কে আপনার মতামত সঠিক। ধাপে ধাপে করাই ভালো। তবে আগে জানতে হবে।
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
রোকসানা খাতুন লিজা বলেছেন: ইসলামি টেলিভিশনের মালিক খালেদা জিয়ার ভাই। আর মদিনা পাবলিকেশন্স হলো মাওলানা মহিউদ্দিনের। সে ইসলামী মোর্চা দল করে মনে হয়। আমি ১০০% সিউর সে জামাতি না। ঐগুলা রিমুভ করেন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
নায়করাজ বলেছেন: ইসলামী টেলিভিশনের মালিকানা কয় জনের ?
মদিনা পাবলিকেসন্স সম্পর্কে খোঁজ নিচ্ছি।
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫
উমাইর চৌধুরী বলেছেন: জ্বি ভাই এখন থেকে সবাই সোনালী ব্যাংক এর রুপসী বাংলা শাখায় টাকা রাখবে ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
নায়করাজ বলেছেন: আরেকজন ছুপা ছাগু পাওয়া গেছে। জামায়াতকে নিষিদ্ধ করতে বললে তোর গায়ে লাগে ক্যান রে ?
১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিপুল কুমার বিশ্বাস বলেছেন: প্রতিষ্ঠান গুলো বন্ধ করলে বেকার বাড়বে তাই প্রতিষ্ঠান গুলো বন্ধ না করে পরিচালনার দায়িত্ব সরকারের নিজের হাতে নেওয়া উচিত বলে মনে করি । যেন প্রতিষ্ঠান গুলোর টাকায় জঙ্গি কার্যক্রম না করতে পারে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
নায়করাজ বলেছেন: অবশ্যই।
২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
লুব্ধক০১ বলেছেন: গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরার জন্যে আপনাকে ধন্যবাদ ।
পোস্টে +
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
নায়করাজ বলেছেন: অনেক ধন্যবাদ।
২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
আগুয়ান বলেছেন:
বিশাল সাম্রাজ্য!
অনেক কিছু জানলাম,
কষ্ট করার জন্য ধন্যবাদ।
কিন্তু মনে হয় কোন কাজ হবে না কারণ এগুলো সবই ভাল প্রতিষ্ঠান।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
নায়করাজ বলেছেন: গণজাগরণের সামনে কিছুই টিকবে না।
এই দেখেন তালিকা : http://www.amarbornomala.com/details15496.html
২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
মাহির কাবির বলেছেন: ei rokom 2ui ekta potisthan bnp hamba ra banaile r etw kstw kora lagto na.etw andoloner poreo islami bank er share er dam kme nai...
egula sob potisthaneR seba dan valo..
r amar desh jatiotabadi..
vai ktw taka diya dalali te namsen????
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮
নায়করাজ বলেছেন: বিরাট বড় পণ্ডিত আছেন তো আপনে ?
২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
ইমুব্লগ বলেছেন: আমি উল্লেখিত একটা প্রতিষ্ঠানে কর্ম করে বৌ-বাচ্চা, মা-বোনদের নিয়ে খাই-দাই, বন্ধ করার আগে আমার ব্যাফারে কোনো ঢিচিষণ নিয়েন
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
নায়করাজ বলেছেন: বন্ধ করার কথা বলি নাই। বাজেয়াপ্ত করার কথা বলেছি। বাজেয়াপ্ত হলে তো বন্ধ হবে না।
টাকা কামানির জন্য সব জায়গায় যাইতে নাই। অল্প কথায় আশা করি বুঝছেন।
২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
২০১৩ বলেছেন: আমার জন্ম ১৯৮০ তে এবং ভারতে অনেকের মত আমার পরিবার ভারত ছেড়ে বাংলাদেশে সপরিবারে এসেছে ১৯৮১ তে, আমার পরিবার জামাত-বিএনপি ভাবাপন্ন আমিও তাই কারন আওয়ামী কুত্তা রাজনিতীর চাইতে ওদের কে ভাল মনে হয় , আমার ছোট ভাই ইসলামী ব্যাংকে চাকরী আমার জানা মতে সে জিবনে কখন ও শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলনা। ইসলামী ব্যাংকে ১৫০০০ হাজার কর্মী চাকরি করে এর সবাই শিবির নয় তবু ও ধরে নিলাম শিবির করে , কিন্তু তাতে আপনার কি সমস্যা ? আপনি কেন ইসলামী ব্যাংক বন্ধ করার কথা বলছেন , তারা আইন ভংগ করলে শাস্তির আওতায় আনেন, তাদের নেতারা ৭১ এ অপরাধ করেছে তার তো বিচার হচ্ছেও কেন তাতে আপনারা সন্তষ্ট নয়? নাকি এটাই আপনার মুল এজেন্ডা। সন্ত্রাস করা, এবং লুন্ঠন করা যেমনটি করে গেছে শেখ জামাল কামালেরা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
নায়করাজ বলেছেন: নুন খাইলে তো গুণ গাইবেনই। নুন খাওয়া ছাড়েন আগে।
কামাল-জামাল এখানে আলোচনার বিষয় না। পরে অন্য সময় অনেক সময় নিয়ে আলোচনা হবে।
২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
++++++++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
নায়করাজ বলেছেন: ধন্যবাদ। ছড়িয়ে দিন লেখাটা।কপি/পেস্ট করুন। শেয়ার করুন, সবাইকে জানান। ওদের মুখোশ খুলে দিন।
২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
সু্মিত বলেছেন: স্টিকি করা হোক!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
নায়করাজ বলেছেন: ধন্যবাদ।
২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
সাদা-কালো বলেছেন: জামাতের সকল অর্থনৈতিক সোর্সগুলো বাজেয়াপ্ত করা হোক।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
নায়করাজ বলেছেন: অনেক ধন্যবাদ। আমরাই বয়কট করা শুরু করি আগে।
২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩
২০১৩ বলেছেন: নুন খাইলে তো গুণ গাইবেনই। নুন খাওয়া ছাড়েন আগে। যুক্তি দেন, নুন খাওয়া কেন ছাড়ব।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
নায়করাজ বলেছেন: মায়রে বেইচ্যা খাইতে নাই। দেশ তো আপনার মা।
২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
সু্মিত বলেছেন: @২০১৩ .... ইসলামি ব্যাংক বন্ধ করতে বলা হয় নি। রাস্ট্রায়াত্ব করতে বলা হয়েছে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
নায়করাজ বলেছেন: আমি কোন প্রতিষ্ঠানই বন্ধ করার প্রস্তাব দেই নাই। সব প্রতিষ্ঠানগুলো বাজেয়াপ্ত করে ওইগুলোর আয় থেকে দরিদ্র মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করা হোক।
৩০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
উদয় কর বলেছেন: আগুয়ান বলেছেন:
বিশাল সাম্রাজ্য!
অনেক কিছু জানলাম,
কষ্ট করার জন্য ধন্যবাদ।
কিন্তু মনে হয় কোন কাজ হবে না কারণ এগুলো সবই ভাল প্রতিষ্ঠান।
পোস্টে+++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
নায়করাজ বলেছেন: জ্বি ভাই, শুয়োরে চিনে কচু .... হা, হা, হা।
৩১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
অদ্ভুত শূন্যতা বলেছেন: ''লেখক বলেছেন: কট খাইছ মামু। তুমি হইলা ছুপা ছাগু । তুমি কুনটার মালিক ?
কেইর লিগা প্রতিষ্ঠান সেইটা পরিষ্কার কইরা লেখা আছে। তারপরও যখন জিগাইলা, খুইল্যা কই। তোমাগো মতো পিছলামু না।
জামাতীরা প্রথমে কইল নারী নেতৃত্ব হারাম। তারপর এক নারীর পায়ের তলে গিয়া বইল।
কইল ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করবে। ৫ বছর ক্ষমতায় থাকল ক্ষমতার শরীক হয়ে। কোন দিন সংসদে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা কথা্ও বলল না।
ইসলাম কায়েম হইল একটা ধান্দাবাজি। মূল ধান্দা হইল মালপানি কামানো। রাষ্ট্রক্ষমতাকে কুক্ষিগত করে রাষ্ট্রটাকে জঙ্গী রাষ্ট্র বানানো।
সুতরাং দুধ-কলা্ও নাই, সাপ্ও নাই। বুঝছ ছুপা ছাগু ? বুঝ নাই, কারণ তুমাগো বুঝারই ইচ্ছাটাই নাই। বুঝতে গেলেই তো লস। ''
যুতসই জবাব। ধন্যবাদ লেখক।
জামাত-শিবিরের ধারনা তারা ইসলাম প্রচারের টেন্ডারজয় করেছে, তারা বাদে আর কেউ ইসলাম অনুসারী নাই। এই ভন্ডগুলো ধর্মের নামে বাণিজ্য আর মুনাফার পায়তারায় জামাতের মৌলিক লক্ষ্য।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
নায়করাজ বলেছেন: ধর্ম ব্যবসা কইরা একেক জন বিশাল মালদার। কোটি কোটি টাকার মালিক।
৩২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ভাই এবং বোনেরা ধাপে ধাপে আগান, আগে রাজাকারদের ফাসিঁ দেওয়ার ব্যাবস্থা করা হোক এরপর ইনসাল্লাহ যেসব খারাবি আছে ঐগুলাকেও ধরা হবে, নো টেনশণ
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
নায়করাজ বলেছেন: ধাপে ধাপেই আসবে ভাই। আজকের এই গণজাগরণ একদিনে অর্জন হয় নাই। এখনও অনেক কাজ বাকি।
৩৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
পীর বাবা বল িছ বলেছেন: আর এফ এল এবং প্রান এগুলো নাকি রাজাকারদের, শিউর হওয়া দরকার কারন আমি পাকিস্থান এবং জামাতশিবির দুটাই পরিহার করে চলি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
নায়করাজ বলেছেন: এখন পর্যন্ত কোন তথ্য পাই নাই। অনর্থক বিভ্রান্তি ছড়াবেন না।
৩৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
নায়করাজ বলেছেন: ইসলামী ব্যাংক সম্পর্কে একটি নিউজ : Click This Link
৩৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
মোঃ ওমর শরীফ বলেছেন: আদ দ্বীন হাসপাতাল আকিজ গ্রুপের, মদিনা পাবলিকেশন্স মহিউদ্দিনের। এদের সাথে জামাত-শিবিরের কোন সম্পর্ক নাই। লেখার ব্যাপারে আরেকটু সতর্ক হোন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
নায়করাজ বলেছেন: সতর্ক করার জন্য ধন্যবাদ।
৩৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
ইসলাম রফিকুল বলেছেন: সাইদুল ইসলাম ডুয়েট--- তুই রাজাকার ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
নায়করাজ বলেছেন: ওইটা তো রাজাকারের বাচ্চা রাজাকার।
৩৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
গোপাল ভাঁড়ের গল্প বলেছেন: ভয়ে ভয়ে ভার্সিটির লিস্টটা দেখতেসিলাম। দেখার পরে হাফ ছাইড়া বাচছি। যাক, এইগুলার কোনোটা থেইকাও টাকা কামাই না।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
নায়করাজ বলেছেন: এই তালিকাটা শেয়ার করুন ফেসবুকে, টুইটার আর গুগল প্লাসে। স্ট্যাটাসে স্ট্যাটাসে ওদের প্রকৃত রূপ দেখান। ওদের মুখোশ খুলে দিন।
৩৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
পদ্মরাগ বলেছেন: লেখক বলেছেন: ধর্ম ব্যবসা কইরা একেক জন বিশাল মালদার। কোটি কোটি টাকার মালিক
----সহমত
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০
নায়করাজ বলেছেন: অনেক ধন্যবাদ। লেখাটি শেয়ার করুন সবার সাথে, ছড়িয়ে দিন দিকে দিকে।
৩৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
উদাসীফাহিম বলেছেন: orre baba.eto gulu!!!!!! ami to hospital coaching center, bank ar koyekti rpkashona o shangskritik gulu jantam.dhonnobad.........bank cheresi 2006 sal theke tar
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২
নায়করাজ বলেছেন: আমাদের সহযোগিতার ফলে তারা আজ এত বড় সাম্রাজ্যের মালিক। তাদের এই সম্পদরাজি বাজেয়াপ্ত করে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টে জমা দেয়ার দাবি জানাই।
৪০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
হারানো ওয়াছিম বলেছেন: উপকারি পোস্ট।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫
নায়করাজ বলেছেন: অনেক ধন্যবাদ। লেখাটি শেয়ার করুন সবার সাথে, ছড়িয়ে দিন দিকে দিকে।
৪১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
কামরুল ইসলাম রুবেল বলেছেন: আমি শাহবাগ যাইতে পারি নাই। ব্লগে ভাল লিখতেও পারিনা। শুধু মায়ের একটা ডিপিএস ছিলো ইসলামী ব্যাংকে। হাতে পায়ে ধইরা ভাঙগায়া ফালাইছি গত সপ্তাহে। নিজের একটা করার কথা ছিলো, না আর কোনদিন ভুলেও না, এইটাই আমার প্রতিবাদ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭
নায়করাজ বলেছেন: এই রকম প্রতিবাদটাই দরকার। সবাই তাদের ব্যাংক থেকে একাউন্ট গুটিয়ে নিন। তাহলে তারা গুটিয়ে যাবে।
ইসলামের নাম করে ওরা ধর্ম ব্যবসায় নেমেছে।
লেখাটি কপি/পেস্ট করুন। রিপোস্ট করুন। শেয়ার করুন সবার সাথে, ছড়িয়ে দিন দিকে দিকে।
৪২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৮
তুহিন সরকার বলেছেন: মহৎ এই উদ্যোগে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
জয়বাংলা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
নায়করাজ বলেছেন: লেখাটি কপি/পেস্ট করুন। রিপোস্ট করুন। শেয়ার করুন সবার সাথে, ছড়িয়ে দিন দিকে দিকে।
৪৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১০
দায়িত্ববান নাগরিক বলেছেন: বাজেয়াপ্ত করার দাবী জানাই।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
নায়করাজ বলেছেন: লেখাটি কপি/পেস্ট করুন। রিপোস্ট করুন। শেয়ার করুন সবার সাথে, ছড়িয়ে দিন দিকে দিকে। জামাতীদের বিরুদ্ধে আমাদের জেহাদ থামবে না।
৪৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২
প্রত্যাবর্তন@ বলেছেন: +
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬
নায়করাজ বলেছেন: লেখাটি কপি/পেস্ট করুন। রিপোস্ট করুন। শেয়ার করুন সবার সাথে, ছড়িয়ে দিন দিকে দিকে। জামাতীদের বিরুদ্ধে আমাদের জেহাদ থামবে না।
৪৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
তাসজিদ বলেছেন: এই মুহূর্তেই পোস্টsticky করা হোক।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭
নায়করাজ বলেছেন: ধন্যবাদ। লেখাটি কপি/পেস্ট করুন। রিপোস্ট করুন। শেয়ার করুন সবার সাথে, ছড়িয়ে দিন দিকে দিকে। জামাতীদের বিরুদ্ধে আমাদের জেহাদ থামবে না।
৪৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
মৃন্ময় বলেছেন: chittagong sigma lab and chittagong national hosspital
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭
নায়করাজ বলেছেন: ধন্যবাদ। লেখাটি কপি/পেস্ট করুন। রিপোস্ট করুন। শেয়ার করুন সবার সাথে, ছড়িয়ে দিন দিকে দিকে। জামাতীদের বিরুদ্ধে আমাদের জেহাদ থামবে না।
৪৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
নায়করাজ বলেছেন: লেখাটি কপি/পেস্ট করুন। রিপোস্ট করুন। শেয়ার করুন সবার সাথে, ছড়িয়ে দিন দিকে দিকে। জামাতীদের বিরুদ্ধে আমাদের জেহাদ থামবে না।
৪৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
ফারুক আলম হাওলাদার বলেছেন: বিশাল সাম্রাজ্য!
অনেক কিছু জানলাম,
কষ্ট করার জন্য ধন্যবাদ।
কিন্তু মনে হয় কোন কাজ হবে না কারণ এগুলো সবই ভাল প্রতিষ্ঠান। আদ দ্বীন হাসপাতাল আকিজ গ্রুপের, মদিনা পাবলিকেশন্স মহিউদ্দিনের। এদের সাথে জামাত-শিবিরের কোন সম্পর্ক নাই। লেখার ব্যাপারে আরেকটু সতর্ক হোন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
নায়করাজ বলেছেন: আপনার কাছে ভালো মনে হচ্ছে । বা আপনি ভালো বলে চালানোর চেষ্টা করছেন।
আদ দ্বীন হাসপাতাল এবং মদিনা পাবলিকেসন্স সম্পর্কে নিচের দিকে একটা নোট রেখেছি, আপনি খেয়াল করেন নি।
৪৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
ফলাফল বলেছেন: গৃহযুদ্ধ করেও আওয়ামীলীগের শেষ রক্ষা হবে না ।
৫০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
নাজিম-উদ-দৌলা বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।
৫১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: জামাত-শিবিরের প্রতিষ্ঠানগুলিকে চিনে নিন। এদেরকে বর্জন করা এখন আমাদের জাতীয় কর্তব্য।
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ইনস্যুরেন্স কোম্পানী
১) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
২) ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড
৩) ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড
৪) ইসলামী ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড
৫) তাকাফুল ইসলামী লাইফ ইন্সুরেন্স
হাউজিং এবং ল্যান্ড ডেভেলপার
... ১) কোরাল রীফ
২) মিশন ডেভলপারস
৩) এস.এ.এফ.
৪) এম.ডি.সি গ্রুপ
৫) কেয়ারী
৬) ইনটিমেট হাউজিং
৭) সোনারগাঁ হাউজিং
৮) লালমাটিয়া হাউজিং
৯) সিলভার ভিলেজ হাউজিং
১০) ওয়ান সিটি
১১) আবাসন সিটি
বাস সার্ভিস:
১) গ্রীণ লাইন
২) পাঞ্জেরী
৩) আবাবিল
৪) ইউনিক পরিবহন
শিক্ষা প্রতিষ্ঠান:
১) ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম (আইআইইউসি)
২) এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
৩) সাউথ ইস্ট ইউনিভার্সিটি
৪) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউ আই ইউ)
৫) ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ টেকনিক্যাল কলেজ
৬) মানারাত স্কুল এবং মানারাত ইউনিভার্সিটি
৭) গ্রীন ইউনিভার্সিটি
৮) লাইসিয়াম কিন্ডারগার্টেন
সংবাদপত্র
১) দৈনিক সংগ্রাম
২) দৈনিক নয়া দিগন্ত
৩) দৈনিক আমারদেশ
৪) কিশোরকন্ঠ
টিভি চ্যানেল
১) দিগন্ত টিভি
২) ইসলামিক টিভি
হাসপাতাল
১) ইসলামী ব্যাংক হাসপাতাল
২) ইউনাইটেড হাসপাতাল
৩) ইবনে সিনা হাসপাতাল
৪) আদ দ্বীন হাসপাতাল
৫) ফুয়াদ আল খতিব মেডিকেল ট্রাষ্ট
ফার্মাসিউটিক্যালস
১) ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড
২) বায়োফার্মা ল্যাবোরেটরীজ লিমিটেড
৩) মেডিনোভা মেডিক্যাল সার্ভিস
জাহাজ ব্যাবসা
১) কেয়ারী সিন্দাবাদ (কক্সবাজার-সেন্টমার্টিন রুটের প্রমোদ তরী)
খাদ্য ব্যবসা
১) বিডি ফুডস
২) বনফুল
ব্লগিং সাইট
১) সোনারবাংলাব্লগ
প্রিন্টিং / প্রকাশনী প্রতিষ্ঠান:
১) পাঞ্জেরী পাবলিকেশন্স
২) সিদ্দিকীয়া পাবলিকেশন্স
৩) আধুনিক প্রকাশনী
৪) প্রীতি প্রকাশন
৫) কিশোর কণ্ঠ প্রকাশনী
৬) ফুলকুঁড়ি প্রকাশনী
৭) মিজান পাবলিকেশন্স
৮) ইষ্টিকুটুম
৯) আল্পনা প্রকাশনী
১০) গণিত ফাউন্ডেশন
১১) মদিনা পাবলিকেশন্স
১২) প্রফেসর'স
১৩) কারেন্ট নিউজ
১৪) সাজ প্রকাশন
১৫) সৌরভ
১৬) সাহিত্যকাল
১৭) নবাঙ্কুর
১৮) সাহিত্যশিল্প
১৯) শিল্প কোণ
২০) আযান
২১) অনুশীলন
২২) ফুলকলি
২৩) দিগন্ত
২৪) আল কোরআন প্রকাশনী
২৫) প্রফেসরস গাইড
কোচিং বাণিজ্য / কোচিং সেন্টার
১) রেটিনা
২) কনসেপ্ট
৩) প্রবাহ
৪) ফোকাস
৫) কনক্রিট
৬) ইনডেক্স
৭) রেডিয়াম
৮) অপ্টিমাম
৯) শুভেচ্ছা
১০) সাকসেস
সাংস্কৃতিক সংগঠন
১) সিএনসি
২) বাংলা সাহিত্য পরিষদ
৩) স্বদেশ সাংস্কৃতিক পরিষদ
৪) উত্সঙ্গ
৫) সৃজন চিন্তন
৬) মৃত্তিকা একাডেমী
৭) প্রতিভা ফাউন্ডেশন
৮) শহীদ মালেক ফাউন্ডেশন
৯) কিশোর কণ্ঠ ফাউন্ডেশন
১০) সাইমুম শিল্পীগোষ্ঠী
১১) বিপরিত উচ্চারণ
১২) পল্টন সাহিত্য পরিষদ
১৩) ফররুখ পরিষদ
১৪) চত্বর সাহিত্য পরিষদ
১৫) কিশোর কলম সাহিত্য পরিষদ
১৬) ফুলকুঁড়ি সাহিত্য পরিষদ
১৭) নতুন কলম সাহিত্য পরিষদ
১৮) আল হেরা সাহিত্য পরিষদ
১৯) মাস্তুল সাহিত্য সংসদ
২০) সম্মিলিত সাহিত্য-সাংস্কৃতিক সংসদ
২১) স্পন্দন সাহিত্য পরিষদ
২২) রেলগাছ সাহিত্য পরিষদ
২৩) কবি সংসদ বাংলাদেশ
২৪) কবি আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য সংসদ
২৫) কানামাছি সাহিত্য পরিষদ
২৬) অনুশীলন সাহিত্য পরিষদ
২৭) শীলন সাহিত্য একাডেমী
২৮) পারফর্মিং আর্ট সেন্টার
২৯) সংগ্রাম সাহিত্য পরিষদ
৩০) উচ্ছ্বাস সাহিত্য সংসদ
৩১) ইসলামী সাহিত্য পরিষদ
৩২) দাবানল একাডেমী
৩৩) মওদুদী রিসার্চ সংসদ
৩৪) বাংলাদেশ সাহিত্য কেন্দ্র
৫২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
দেবার্নব রায় বলেছেন: ++++++++
৫৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
চিরসবুজ মানব বলেছেন: মুল এজেন্ডা ঠিক না হলে কোন লক্ষ্যই অর্জিত হবে না ।
এক এক সময় এক এক বক্তব্যে মানুষ আরো বিভ্রান্ত হচ্ছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
নায়করাজ বলেছেন: মূল এজেন্ডা ঠিকই আছে। বিভ্রান্ত হ্ওয়ার কিছু নাই।
৫৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০
কলাতলীর বড় ভাই বলেছেন: প্রথমে রাজাকারগুলোর ফাঁসি।
দ্বিতীয়ত সকল প্রতিষ্ঠান বায়েজাপ্ত।
তৃতীয়ত খুজে খুজে সকল জামাত-শিবিরকে মৃত্যুদন্ড অথবা চিরতরে দেশত্যাগ।
এই তিনটাই হোক মূল লক্ষ্য।
৫৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
আহমেদ রিজভী বলেছেন: চল্লিশ বছরে বাল ছিড়িয়া আটা বানছ আর এখন ম্যাত্কার আর শিত্কার দিয়া ওয়ালে মাথা আছাড় ।
৫৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
আল মামুনুর রশিদ বলেছেন: shajalal islami bank. o to
৫৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
এ,রহিম বলেছেন: জামায়াতি প্রতিষ্ঠান বিশেষ করে ইসলামী ব্যাংক বর্জনের ঘোষণা দিয়ে এখন তারাই লেজে গোবরে করে ফেলছে। কারণ ২০১৩ তে দাড়িয়ে তারা যে ব্যাংক বন্ধ কিংবা বর্জনের দাবী জানাচ্ছে সে ব্যাংক বিগত ৩০ বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশের উন্নতি ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে আসছে। সর্বাধিক মুনাফা অর্জন এবং সুদমুক্ত সহজ ঋণের মাধ্যমে দেশের আপামর জনতার কাছে একটিই নাম ইসলামী ব্যাংক। গতবছর ইসলামী ব্যাংক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দেয়। ছবিতে দেখুন এমডি প্রফেসর নাসের আবদুজ জাহের প্রধানমন্ত্রীর হাতে চেক হস্তান্তর করছেন।
"প্রধানমন্ত্রী, ২০১২ সালে ২ কোটি টাকার চেক হাতে নেয়ার সময় আপনিকি জানতেন না ইসলামী ব্যাংক জামাতের?"
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
নায়করাজ বলেছেন: ইসলামী ব্যাংক মূলত জামাতীকরণের ব্যাংক । জামাতে যোগ দিলে পরে লোন পাওয়া যায়। সুতরাং এই জামাতীকরণের ব্যাংক থাকলে জামাত শিবির চিরকালই থেকে যাবে।
৫৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
পীপিলিকা বলেছেন: এ,রহিম: ছবিটা ব্লগে না দিয়া প্রিন্ট কইরা তোমার কোমরে তাবিজ হিসেবে ভইরা রাখো। ইসলামি ব্যাংক বন্ধ করা এখন সময়ের তাগিদে আপামর জনতার দাবি।
আমাদের দেশনেত্রী নিশ্চয়ই এ ব্যাপারে তরুণ প্রজন্মকে হতাশ করবেন না.....
৫৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ডাচ বাংলা ব্যাংক যে প্রতি বছর ১০২ কোটি টাকার শিক্ষা বৃত্তি দেয়।ওইটা লিখলা না।খালি তোমার আব্বারা কয় পয়সা দিলো ,ওই খবর রাখো।তুমি যে একজন জাতীয় ছাগু এইডা কি আর বলা লাগবে?
৬০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
ছারমী বলেছেন: আমি তো এতদিন মনে করেছিলাম জামাতিরা শুধু অপরাধ করে যাচ্ছে। এখন দেখি না তারা অপরাধ নয় বরং এর পাশাপাশি আরো কিছু কাজ করছে-না হয় তারা এতগুলি প্রতিষ্ঠান দিয়ে আঙ্গুল চুষচেনা। সাবাশ জামাত,
৬১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪
শাহীন ভূইঁয়া বলেছেন: ফাক জামাত
৬২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০৭
গোলক ধাঁধা বলেছেন: হায়রে দেশ ও দেশের আবাল জনতা !! আবার চায় দেশের উন্নতি
৬৩| ০৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৫
দেশী ছেলে বলেছেন: বালডা করবে েতামার েশাকহিসিনা..................
৬৪| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৪
পাগলা বাবু যায় বলেছেন: দৈনিক আমার দেশ, সাপ্তাহিক সোনার বাংলা।
১০. টিভি চ্যানেলঃ
দিগন্ত টিভি, ইসলামিক টিভি। এগুলার মতো সব বন্ধ করে দাও.....
ভিন্নমত মানেই জামাত শিবির?
অস্ত্র আছে একটা , প্রয়োগ কর.......
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
ফারমার বলেছেন: এটাই একমাত্র সঠিক ভাবনা; লেখেন এটার উপর!