নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নায়করাজ

নায়করাজ › বিস্তারিত পোস্টঃ

জামায়াতের ইসলাম, মিথ্যাচারের ইসলাম-০১

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২





উপরের ছবিটা দেখুন। বা পাশের ছবিটা ফটোশপে বানানো। ডানপাশের ছবিটি আসল ছবি।



শাহবাগের গণজাগরণ সম্পর্কে অপপ্রচারের অংশ হিসেবে এই ছবিটি ব্যবহার করা হয়। ফটোশপের মাধ্যমে একটা ভুয়া ছবি তৈরি করে প্রোপাগান্ডা চালানো হয় ফেসবুকে।



জামাত শিবির ইসলাম প্রতিষ্ঠার দল। ইসলাম ধর্মে তো মিথ্যা প্রোপাগান্ডা চালানো জায়েজ না। অথচ গণজাগরণে ভীত হয়ে তারা এখন মিথ্যার আশ্রয় নিয়েছে। সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এভাবে একের পর এক প্রোপাগান্ডা চালানো হচ্ছে।



তাদের প্রোপাগান্ডা মেশিন দৈনিক আমার দেশ, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক সংগ্রাম এবং দিগন্ত টিভি সরাসরি মিথ্যা সংবাদ প্রচার করছে। সারা বাংলাদেশের পত্রিকা এবং টিভি চ্যানেল যা প্রচার করছে, তারা তার বিপরীত প্রচার করছে। তারা যুদ্ধাপরাধীদের বাচানোর জন্য মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে।



১৯৭১ সালে নিরীহ মানুষকে হত্যা করে, ধর্ষণ করে, লুটপাট করে বলা হত যারা এ সব ঘটনার শিকার তারা নাকি নাস্তিক, তারা নাকি ভারতের দালাল, তারা নাকি হিন্দু। এখন্ও জামাত শিবির ১৯৭১ সালের মতো একই ভাষায় প্রোপাগান্ডা চালাচ্ছে।



মিথ্যাচার দিয়ে ইসলাম কেন, পৃথিবীর কোন আদর্শকেই প্রতিষ্ঠা করা যায় না। তাদের এই মিথ্যাচার তাদের ধ্বংস করে দেবে। তাদের পতন শুরু হয়ে গেছে।



মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

সান্টু বলেছেন: মদ খাওয়ারটাও কি মিথ্যা? সেটা তো বললেন না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

নায়করাজ বলেছেন: উপরের ছবিটা সম্পর্কে কী বলবেন ?

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

প‌্যাপিলন বলেছেন: বোঝা গেল গেল্মানগুলো পর্ণোসাইটেও নিয়মিত যায়, না হলে ঐগুলা পাইল কই। প্রজন্ম চত্বর নিয়ে এত চুলকানী থাকলে ওরা মগবাজারে বেজন্মা চত্ত্বর বানাইলেই পারে :D

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

নায়করাজ বলেছেন: গেলমানগুলি পর্নো সাইটে তো যায়ই। ইসলাম তো এদের সাইনবোর্ড মাত্র। জামায়াত হল ইসলাম বেচে ক্ষমতায় যাওয়ার দল। মানুষকে বোকা বানানোর দল। ওরা বেজম্মা চত্বর বানানোর আগেই খতম হয়ে যাবে।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

জাহিদুল হাসান বলেছেন: ভালো করেছে.। আমিও একটা পোষ্ট দিবো ভাবছিলাম। এই ছবিটা যথাসম্ভব শেয়ার দিন। আমি আমার ফ্রেন্ডলিষ্টের কয়েকজনকে বলেছি শেয়ার দিতে।
ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

নায়করাজ বলেছেন: এদের ভণ্ডামি এবং বাটপারি সম্পর্কে সবাইকে সজাগ করা দরকার।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

কাজী শীপু বলেছেন: এই ফটোশপ নিয়ে প্রচারণা চালান; সত্য প্রকাশ হোক। আমরা জনগন তো ধন্ধে পড়ে যাই এসব দেখে। কে সত্যি- এ ধন্ধে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

নায়করাজ বলেছেন: এখন নিশ্চয়ই ধন্দ কেটে গেছে।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

দোদূল্যমান বলেছেন: ধর্মব্যবসায়ী কারা?

১। যারা অনলাইনে ইসলামকে গালি দেয় আর অফলাইনে লোকদেখানো জানাযা পড়ে?
২। যারা মানুষের ধর্মীয় আবেগকে পুজি করে ক্ষমতায় যেতে চায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.