নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজিয়া রিফকা

আমি সাধারণ ।

নাজিয়া রিফকা › বিস্তারিত পোস্টঃ

অ্যানিমেশন ছবির প্রিয় কিছু গান

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

অ্যানিমেশন ছবি দেখা এক মজা, সেই মজা ডাবল হয় যখন ছবিটাতে অসাধারণ কিছু গান থাকে!

আমার সবচেয়ে পছন্দের কয়েকটা অ্যানিমেশন ছবির গানের ভিডিও লিঙ্ক নিচে দিলাম, ভালো লাগবে শিওর! B-)



১. কোরালাইন ওপেনিং

২. রিও- আই ওয়ান্না পার্টি

৩. শ্রেক টু- লিভিন লা ভিদা লোকা

৪. আ মনস্টার ইন প্যারিস- লা সেইন

৫. টিম বার্টন’স কর্পস ব্রাইড- টিয়ারস টু শেড

৬. বোল্ট- বার্কিং টু দ্যা মুন

৭. বোল্ট- আই থট আই লস্ট ইউ

৮. ডেসপিকেবল মি- আয়াম হ্যাভিং আ ব্যাড ব্যাড ডে

৯. হ্যাপি ফিট- বুগি ওয়ান্ডারল্যান্ড

১০. মাদাগাস্কার- আই লাইক টু মুভ ইট মুভ ইট

১১. মাদাগাস্কার ৩- ফায়ারওয়ার্কস

১২. স্পিরিট- গেট অফ মাই ব্যাক

১৩. স্পিরিট- আই এম ফ্রি

১৪. ট্যাঙ্গেলড- হোয়েন উইল মাই লাইফ বিগিন

১৫. ট্যাঙ্গেলড- মাদার নো’জ বেস্ট

১৬. দ্যা লোরাক্স- ইন ণ্থিডভিল

১৭. দ্যা লোরাক্স- লেট ইট গ্রো

১৮. স্নো হোয়াইট অ্যান্ড দ্যা সেভেন ডোয়ার্ফস- আয়াম উইশিং

১৯. সিনডারেলা- সিনডারেলি



চিয়ার্স!

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫

কাজের কথা বলেছেন: উফ্ অসাম। এত কষ্ট করে লিংক গুলিকে একসাথে দেওয়ার জন্য অসংখ্যা ধন্যবাদ। সাথে অবশ্যই +++++

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

নাজিয়া রিফকা বলেছেন: থ্যাঙ্কু ভাই! :)

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

মৈত্রী বলেছেন: Coraline!!!!! :)

your first one is my favcorite..

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

নাজিয়া রিফকা বলেছেন: আমারো। এই ছবিটা যে কত্তবার দেখসি!

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

মৈত্রী বলেছেন: Despicable me...

"I am having a bad...bad day..."

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

নাজিয়া রিফকা বলেছেন: ;)

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: প্রায় সবগুলিই আমার কাছে ডাউনলোড করে রেখেছি (অবশ্য কয়েকটা মুভি থেকে নিজেই কেটেছি), আর কিছু মোবাইলে এম.পি.থ্রি করে শোনা হয়।

প্রিয় গানগুলি শেয়ার করার জন্য ভাল লাগা রইল।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৮

নাজিয়া রিফকা বলেছেন: আমিও এই কাজই করছি। কারণ, মুভিতেই তো আছে, খালি খালি আর নামাই না। এমপিথ্রিও মুভি থেকেই ক্যাপচার করি মাঝে মাঝে।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস !

আমার পছন্দের ২টা দিলাম-





চিয়ার্স !! :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩০

নাজিয়া রিফকা বলেছেন: ধইন্যা পাতা!

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

আদরসারািদন বলেছেন: ধন্যবাদ দেওয়ার জন্য আপনার ব্লগে আসলাম

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩০

নাজিয়া রিফকা বলেছেন: :)

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

দড়ি বাবা বলেছেন: মজার তবে কেম্নে জানি প্রিওতে নেয়

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩২

নাজিয়া রিফকা বলেছেন: :)

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২

অদিব বলেছেন: অ্যানিমেশন মুভি কোনোটাই বাদ নাই! =p~ =p~ =p~ গানগুলোও সুন্দর! পোস্টে ++++ ! :#P !:#P !:#P

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩২

নাজিয়া রিফকা বলেছেন: B-))

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

এস এম কায়েস বলেছেন: খুব ভাল লাগল শেয়ার করার জন্য।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৩

নাজিয়া রিফকা বলেছেন: ধন্যবাদ! :)

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
খুব ভাল পোষ্ট!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৪

নাজিয়া রিফকা বলেছেন: :)
ধন্যবাদ!

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬

আসল নাবিল বলেছেন: গ্রেট :)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

নাজিয়া রিফকা বলেছেন: :)

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০

বশর সিদ্দিকী বলেছেন: ৮ আর ১০ আমার খুব প্রিয় দুইটা ট্র্যাক।

আসল গান গুলো দিলাম।

ডিসপিকেবল মি


আই লাইক টু মুভ ইট।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

নাজিয়া রিফকা বলেছেন: :)
ধন্যবাদ :)

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

দাম বলেছেন: +

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

নাজিয়া রিফকা বলেছেন: :)

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দারুন পোস্ট! কমেন্টকারীদেরও ধন্যবাদ!!!


:) :) :)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

নাজিয়া রিফকা বলেছেন: :)

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার তো!

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

নাজিয়া রিফকা বলেছেন: :)

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন: সুন্দর পোস্ট.. :) কিন্তু Lion King গেলো কই??

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

নাজিয়া রিফকা বলেছেন: লায়ন কিংয়ের গান আমার ভালো লাগেনাই। তাই =p~

১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

অদ্বিতীয়া আমি বলেছেন: প্রায় সব গুলোই আমার প্রিয় ...... মাদাগাস্কার- আই লাইক টু মুভ ইট মুভ ইট বেশি প্রিয় , সুন্দর পোস্ট ।

১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

দি সুফি বলেছেন: আপনার লিস্টের বেশ কয়েকটা গান ভালো লাগে। তবে বেশি ভালো লাগে নিচের গুলোঃ
ডিসপিকেবল মি ২ - হ্যাপি ( http://www.youtube.com/watch?v=XQG89cwhmJU )
চিকেন লিটল - অল আই নো (ফাইভ ফর ফাইটিং) ( http://www.youtube.com/watch?v=eu3z8xLh-Ig )
ওভার দ্যা হেজ্‌ - স্টিল ( http://www.youtube.com/watch?v=izT-FkRPXy8 )
শ্রেক - হ্যালেলুইয়া ( http://www.youtube.com/watch?v=xWZof-0amSU )
টারজান - টু ওয়ার্লড্‌স্‌ ( http://www.youtube.com/watch?v=RxyzhF5zYeQ )
টারজান - ইউ উইল বি ইন মাই হার্ট ( http://www.youtube.com/watch?v=git6DCXSqjE )
টারজান - সন অফ ম্যান ( http://www.youtube.com/watch?v=tu7gyx_OhoE )
টারজান - স্ট্রেঞ্জার লাইক মি ( http://www.youtube.com/watch?v=Nl2vFYpadLk )

টারজানের গানগুলি ফিল কলিন্সের গাওয়া। ফিল কলিন্স আমাদের পছন্দের গায়কদের একজন। তাই এই মুভির সব গানই ভালো লাগে B-)) B-))

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

দি সুফি বলেছেন: ভুইলা গেছিলাম!
পোষ্টে +++++


লিঙ্কগুলা অটো কনভার্ট হইলো না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.