নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

নাজিম সিরাজী

নিজেকে জানুন

নাজিম সিরাজী › বিস্তারিত পোস্টঃ

এমআইসিআর চেক (MICR Cheque)

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫

ব্যাংকে ক্লিয়ারিং-এর জন্য MICR চেককে নিরাপদ এবং সময় সাশ্রয়ী মনে করা হয়। MICR চেকের ব্যবহার ব্যাংকের কার্যক্রমকে গতিশীল করে। মূলত এ চেক ব্যাংকের আধুনিকীকরণ প্রক্রিয়ার একটি অংশ।



MICR (Magnetic Ink Character Recognition) চেক ১৯৫০ এর দশকের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে বিকাশ লাভ করে। ১৯৫৯ সালের শেষের দিকে সর্ব প্রথম MICR চেকের প্রচলন শুরু হয়। বাংলাদেশে এর প্রচলন শুরু হয় ২০১০ সালের ১ নভেম্বর থেকে। MICR চেকের প্রচলন বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে বিশেষত ক্লিয়ারিং এর ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে এ কথা নিঃসন্দেহে বলা যায়।



MICR একটি প্রযুক্তি যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়। MICR চেকে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়। এ চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পড়ে নেয় এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে।



কেউ যদি MICR চেকের ফটোকপি করে ব্যাংকে ক্লিয়ারিং-এর জন্য জমা দেয় তবে উক্ত চেক সহজেই জাল হিসেবে চিহ্নিত করা যায়। ফটোকপি করা জাল চেকে চুম্বকীয় কালি (Magnetic Ink) থাকতে পারে না। এ চেকে ব্যবহৃত সংখ্যাভিত্তিক কোড মানুষ সহজেই পড়তে ও বুঝতে পারে। এ চেকের নিচের দিকে ৪ টি অংশে চুম্বকীয় কালি ডিজিট থাকে। এ চেকে ডিজিটের পাশাপাশি কিছু চিহ্ন ব্যবহার করা হয়।



প্রথম অংশে থাকে চেক নং যা ৭ ডিজিটের হয়ে থাকে।

দ্বিতীয় অংশে থাকে রাউটিং নং যা ৯ ডিজিটের হয়ে থাকে।

তৃতীয় অংশে থাকে হিসাব নং যা ১৩ ডিজিটের হয়ে থাকে।

চতুর্থ অংশে থাকে ট্রানজ্যাকশন কোড যা ২ ডিজিটের হয়ে থাকে।

একটি MICR চেকে মোট ডিজিটের সংখ্যা (৭+৯+১৩+২)=৩১ টি।



রাউটিং নং-এ ব্যবহৃত হয় ৯ টি ডিজিট। যার প্রথম ৩ টি ডিজিট উক্ত ব্যাংকের, দ্বিতীয় ২ টি ডিজিট জেলার এবং শেষের ৪ টি ডিজিট উক্ত শাখার পরিচয় তুলে ধরে। চেক স্ক্যান করার সময় ৩১ টি ডিজিটের কোন একটি ডিজিট ভুল বা মিসিং হলে উক্ত চেক পাশ হবে না। রাউটিং নং-এ ব্যবহৃত হয় ৯ টি ডিজিটের কোন একটি ডিজিট ভুল হলে চেক সঠিক শাখায় না যেয়ে অন্য শাখায় চলে যেতে পারে। আবার অন্য ব্যাংকেও চলে যেতে পারে। তাই প্রতিটি পর্যায়ে সাবধানতা অবলম্বনের প্রয়োজন রয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.