![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am very simple, complaisant
বসন্তের আসল অনুভূতি পরখ করা যায় গ্রাম থেকেই। ঢাকা শহরে বসে বসন্তের কথা চিন্তা করা যায় তবে অনুভব করা যায় না। দূষিত এই নগরে কোন বসন্ত নেই শুধুই অশান্ত। শীতের শুরে থেকেই মধু বসন্তের জন্য মন আনচান করছিল। ফাল্গুনে এসে তার সাক্ষাত লাভ হল। কিন্তু শহরে থেকে অনূভুত হলনা তার অপরুপ রুপের অঞ্জন বুলি।
আজ বসন্তের প্রথম দিন। গ্রামের প্রকৃতি রঙ্গিন সাজে সেজেছে । শুঁকনো পাতার মর্মর শব্দ গাছে গাছে কচি পাতার আগমনী বার্তা জানান দেয়। মায়ামাখা দক্ষিনা হাওয়া প্ররিশ্রান্ত হৃদয়ে আনে প্রশান্তির পরশ। কোকিলের সুমধুর কুহুতান প্রকৃতিকে জাগরিত করে নতুনভাবে। আছে নানান ফুল ও ফলের সমাহার। এই সব কিছুই অনেক মিস করছি।
'ফুটেছে জারুল, ফুটেছে পলাশ, ফুটেছে নানান ফুল
শুকনো পাতার মর্মর নাদ মন করে ব্যাকুল।
ব্যাকুল প্রাণে শুনি কোকিলের কুহুতান
দখিনা মালয় হৃদয় কূলে দোলে শিহরণ।
বনে বনে আজ নতুন পাতার মেলা
বসন্ত আজ খেলেছে মধুর খেলা। '
- সবাইকে ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৪
যোগী বলেছেন: মিসিং বসন্ত!