![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am very simple, complaisant
একটি ‘০’ শুন্যের প্রাথর্ক্য। আকার-আকৃতি, রঙ একই রকম। শুধুমাত্র মানটাই ভিন্ন। ৫ টাকা এবং ৫০ টাকার মধ্যে এ মিলই লক্ষণীয়। এই সাদৃশ্যটাই সৃষ্টি করেছে অনেক বড় বিড়ম্বনা এবং গড়বড়।
বারবার একই ভুল করি। ৫০ তাকার বদলে কখনো ভুল করে ৫ টাকা দেই, আবার ৫ টাকার বদলে কখনো দেই ৫০ টাকা।
তো একদিন গিয়েছিলাম বাজারে চাল কিনতে। চাল তিন কেজির দাম ১৫০ টাকা। দোকানদারকে ১০৫ টাকা দিয়ে হাটা দরলাম। আসলে আমি মনে করেছিলাম একটি ১০০ টাকার নোট আর আরেকটি ৫০ টাকার নোট। দোকানদার পিছন দিক থেকে ডেকে বললেন ভাই কত দিলেন?
হয়ত আমি ১০৫ টাকার কোন পণ্য কিনে একই ধরনের ভুল করে ১৫০ টাকা দিয়ে আসলাম। অসৎ দোকানদার হলে আর ডাকবে না যে ভাই, আপনি তো টাকা বেশি দিয়ে গেলেন।
বাংলাদেশ ব্যাংক প্রণীত নতুন টাকার নোটগুলো দেখতে বেশ চমৎকার। কিন্তু কিছু নোট অন্য নোটের সাথে সাদৃশ্য থাকায় এই বিড়ম্বনা এখন সহজে প্রতীয়মান।
২| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৫
শতদ্রু একটি নদী... বলেছেন: একদম ঠিক। আর সবগুলাতেই বঙ্গবন্ধুর ছবিই কেন থাকতে হবে? ভাসানী, শেরে বাংলার ছবি দিলেই বা ক্ষতি কি?
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৭
সুমন কর বলেছেন: ঠিক, একদম ঠিক !!