নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হলুদ অথবা নীল

নাজিউল ইসলাম

প্রাণহীন মানুষ অথবা প্রাণবন্ত রোবট

নাজিউল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ: Edge Of Tomorrow

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৮

মুভি রিভিউ:
Edge Of Tomorrow

Director: Doug Liman
Cast: Tom Cruise, Emili Blunt, Bill Paxton
Genre: Sci-fi, Action


Edge of Tomorrow আমার মতে এবোভ এভারেজ একটা সাইন্স ফিকশন মুভি। ১৭৮ মিলিয়ন ইউএস ডলার বাজেটের মুভিটা বক্স অফিসে ৩৭০ মিলিয়নেরও বেশি আয় করেছে।

মুভির শুরুতে প্রায় বেশ কিছুটা সময় নিয়ে প্রবলেম ইন্ট্রোডিউস করে তারপর ফিকশন কনস্ট্রাকটিভ দেয়াতে কোন উপকার হয়েছে বলে আমার মনে হয়নি। তবে এই সময়টুকুর পরে যত সময় গেছে মুভিটাতে তত বেশি ঢুকে গেছি।
এলিয়েনের ম্যানিপুলেশন এ পুরো হিউম্যান রেস এর একটা টাইম লুপ এ আটকে যাওয়ার একটা অদ্ভুতুড়ে থ্রিল, বা জেতার মানসিকতা নিয়ে মিলিয়ন মিলিয়ন সেনার প্রতিপক্ষের সাজানো কোন একটা যুদ্ধে যাওয়ার সিন দেখে যে ডিপ্রেশন আসবে সেটা প্রত্যেক দর্শকই কমবেশি ফিল করবে।

মুভির স্টোরিলাইনটা ফলো করলে বেশ কয়েকটা টুইস্ট পাওয়া যাবে। কেন্দ্রীয় চরিত্র Major Cage(Tom Cruise)-কে ফ্রন্ট এ পাঠানোর মাধ্যমে ডিলেমার উৎপত্তি। পরেরদিন যুদ্ধে সে মারা গেলে প্রথম টুইস্টটা পাওয়া যায়। মৃত্যুর সাথে সাথে কেইজ নিজেকে আবিষ্কার করে তার মৃত্যুর ঠিক আগের দিন। একই ঘটনা বারবার ঘটতে থাকে তার জীবনে। সে প্রতিবার মারা যায় এবং সাথে সাথে বেচে ওঠে। প্রতিদিন একটু একটু করে সে বুঝতে চেষ্টা করে কেন সে পুরোপুরিভাবে মারা যাচ্ছে না বা কেন সময় আটকে আছে!
এইরকম ডিলেমার মধ্যে মেজর কেইজ খুজে পায় Rita Vrataski(Emili Blunt) কে। কেইজ এর মত সিচুয়েশন রিটা পার করে এসেছে বলে রিটা বুঝতে পারে কেইজ এর সব কথা। এবং এটাও নিশ্চিত করে যে পৃথিবীর ঘড়ি এবং সাথে সাথে হিউম্যান রেইস আটকে আছে এক ভয়াবহ লুপ এর মধ্যে!
এরপর রিটা, কেইজ আর ড. কার্টার ধীরে ধীরে খুজে বের করে সমস্যার সল্যুশন।
মাঝে আরো দুই তিনটা টুইস্ট, যেখানে একবার এলিয়েনগুলোকে এমবুশ করতে দেখা যায়, কখনো বা রিটার অবশ্যম্ভাবী মৃত্যু ঠেকাতে কেইজ এর সবটুকু সামর্থ্য ব্যয় করতে দেখা যায়। আবার সময়ে সময়ে কেইজকে অনেক বেশি হতাশ হয়ে নুয়ে পড়তে দেখা যায়!
বাকিটুকু মূলত চমৎকার একশন, স্ক্রীনিং আর প্রতিমূহুর্তে সবকিছু শেষ হয়ে যাওয়ার একটা ভয়ের মিশ্রণে অসাধারণ একটা উপস্থাপনা।
প্রতিদিন বা প্রতিবার একটু একটু করে প্রোগ্রেস দর্শকের মনে জাগাবে উৎকন্ঠা আর হতাশা। এর মাঝে কেইজ এর রিটার প্রেমে পড়ার ঘটনাটা একটা নতুন মাত্রা দেবে গল্পকে। সেটা নাহয় তোলাই থাকলো।

মোটাদাগে দেখার মত একটা মুভি 'এজ অফ টুমোরো'। যাকে বলে ফুল প্যাকেজ। না দেখে থাকলে নিজের ওয়াচলিস্ট এ নামটা এড করতে দেরি না করাই ভাল। ১১৩ মিনিট ভাল কাটবে।

শেষকথা:
এন্টারটেইনমেন্ট পারপাস এর জন্য এই মুভি। তেমনকিছু শেখার নেই। তবে যারা ফিল্মমেকিং এ আগ্রহী তাদের কথা ভিন্ন। প্রত্যেক সেকেন্ড এনালাইসিস করা যেতে পারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.