![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ভারত ওঅষ্ট্রেলিয়ার সেমিতে যাওয়ার লমড়াই
সাপ হচ্ছে ভারত আর বেজী হচ্ছে অষ্ট্রিয়া। আজ
বুঝা যাবে কার দৌড় কত টুকু।অবশ্য পয়েন্ট সমান
হলেও রান বেটের হিসেবে অষ্ট্রিলিয়া সামান্য এগিয়ে
আছে।ভারতের চেয়ে ।
তাই ম্যাচ টাই হলেবা কোন কারনে পয়েন্ট ভাগাভাগি
হলে অষ্ট্রিলিয়া ভারতকে টপকে যাবে ।হে আল্লাহ্ তুমি তাই কর আজ যেনো অষ্ট্রিলিয়া খেলাটা জিতে যায়। এই ওয়াল্ডটি -২০ খেলায়া বাংলাদেশের সাথে ভারত যা যা করেছে ।তা ইতিহাসের নতুন একটি অধ্যায় হয়ে গেলো ।তা বাংঙ্গালী মনে রাখবে ।ভুলবেনা বা এটা ভুলার কথাও না।আমরা ভুলতে চাইনা ।কষ্ট পেলেই বুকের ভিতরের আগুনটা জ্বলে উঠে ।সেই আগুনে অনেক ত্যাজ থাকে অনেক।তোমাদের আল্লাহ্ যেন সেই শক্তি দান করেন মাশরাফি বিন মতুজা।তোমরা ১১জন ।বাংলাদেশের গৌরব।মন খারাব করবেনা ।আল্লাহ্র উপর বিশ্বাস রাখো ।ধৌয্য ধারন কর ।আল্লাহ্ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন।আমরাএই১৬ কোটি বাংঙ্গালী তোমাদের বিশ্বসা করি এবং ভালোবাসি ।তোমরা যখনই খেলো দেশের জন্যই খেলো।
২| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯
নাজমা শশী বলেছেন: ঠিক বলেছে কোথায় গলদ আছে।সেটা হল।
Icc বুঝেছেন
৩| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪
নাজমা শশী বলেছেন: হায়...হায় বলার কিছু হয়নি ।খেলায়া তো আর সব পক্ষ জিততে পারেনা ।এক পক্ষই জিতে থাকে আবার হবে।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৫৭
বিজন রয় বলেছেন: সাপ জিতে গেল।
হে আল্লাহ্ তুমি তাই কর আজ যেনো অষ্ট্রিলিয়া খেলাটা জিতে যায়, হায় হায় আল্লাহ তো আপনার কথা রাখলেন না?
তাহলে মনে হয় কোথাও গলদ আছে।