![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়ের রঙের জন্য মেয়েদের বিয়ে হবেনা ।এটা কেন ।এক মানুষ আর এক মানুষের ভালো মন্দ বিচার করে ।মেয়ে কেমন বংশ মরযাদা কি। মেয়েটা কতটুকু লেখা পড়া করেছে ।এই সকল না দেখে দেখে মেয়েটা কালো না ফসা হলে কম আর কালো হলে বেশী বেশী যৌতুক দিয়ে বা নিয়ে বিয়ে করাটাকে আসুন সবাই না না না বলি যৌতুক আর ভিক্ষা করা একই জিনিস। নিজেকে ছোট না করে যেকোন ব্যস্ত রাস্তা মোরে গিয়ে ভিক্ষা করলেও যৌতুকের চেয়ে অনেক বেশী সম্নানের কারন সেটা আপনী নিজে উপাযন করেছেন ।আর যৌতুক হলো লোভ অন্যের টাকা টাকার উপর আপনারা যারা বিয়ে করবেন তারা কি টাকা যৌতাক না রঙে মাংসে গড়া এক জন মানুষকে ।ভালো জীবন সঙ্গীযৌতুক হিসাবে অথ নেওয়া বা দেওয়া একটা অপরাধ যেটা আপনী যেনে না যেনে করছেন সুধু লোভের জন্য।বিয়ের সময় কী কী দান সামগ্রী দেওয়াহচ্ছে বরপক্ষকে সেটাও যানাতে হবে ।ছি ...ছি...কি লজ্জা ।আবার মেয়ে দেখাটাও একটা বিরক্তি কর ।মনে হয় বাজারের পণ্য মনে করে মাথার চুল থেকে সুরু করে নানা কিছু সেই সাথে হাতের লিখা পযন্ত আরো আছে মেয়ে কি সেলাই যানে কিনা আরো ভালো ভালো রান্না করতে পারে কিনা উফফ ।ইত্যাদি ইত্যাদিদাড়ান দাড়ান এখনো শেষ হয়নি আর একটু আর যদি শোনে মেয়ে কালো বা শ্যামলা তাহলে তো কোন কথাই নাই কত যে কথা তার কোন দাড়ি বা কমা থাকেনা তখনই পাএ পক্ষের কাছ থেকে শুনতে হয় ছেলের জন্য সুন্দরী মেয়ে চাই । কারন পাএ এই পড়েছে সেই চাকরি করে ।আবার ঘুরিয়ে জিগ্যেস করে মেয়ের বিয়েতে কত খরচ করতে পারবে সব কথা শুনে মনে হয় বিয়ে করাতে আসেনি এসেছে কুরবানীর দিতে মেয়ের পরিবার কে ।আল্লাহ্ এই সুন্দর দুনিয়াতে কত রকমের মানুষ সৃষ্টি করেছেন ।যাদের মেয়ে আছে বা বোন যৌতুক দিয়ে বিয়ে নয় আল্লাহর উপর বিশ্বাষ রাখবেন অবশ্য ভালো করবেন ।যৌতুকে না বলুন ।আপনার আদরের ছেলেকে সমাজের কাছে ছোট করবেনা ।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩
বিজন রয় বলেছেন: ঠিক ঠিক।