নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

২১ মানে মাথা উচু করে দাড়ানো।

নাজমা শশী

আমি একজন সাধারন মেয়ে

নাজমা শশী › বিস্তারিত পোস্টঃ

জবাব চাই জবাব তোমায় দিতেই হবে

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯

কি হয়েছে দেশে খুন আর খুন। দিনের পর দিন আমরা সাধারন জনগন জানতে চাই । কেন প্রতিদিন খুন হচ্ছে? দেশে কি হয়েছে ? এতো একাওরকেও হার মানায়। স্বাধীন চেতনার বুদ্বি জীবিদের খুন করা হয়েছে সেই একাওরেই । এখন যারা আছেন । চিন্তা ভাবনা নেই প্রতিবাদ নেই তাই দেশের খুনের পর খুন জঙ্গিবাদের উল্থানের মহড়াতেও তাদের কিছু আসে যায় না। তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন গুপ্ত হত্যার পথে যারা হাটঁছে তারাও পরাজিত হবে , আমি বলতে চাই কবে সেই দিন আসবে ? দেশের মানুষ সব মারা গেলে ? প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যাগকে তৃণমৃলে পৌছে দেবে।একটি বাড়ি একটি খামার ডিজিটাল বাংলাশেদ । মানুষ যদি বেচেঁ না থাকে তাহলে কি হবে? ডিজিটাল বাংলকদেশ দিয়ে ।বীর বাঙ্গালী অঙ্গ ধর ।সোনার বাংলার বীরেরা কোথায়.....সবাই নিরব কেন ?উওর কি নেই ।এই দেশের সোনার ছেলেরা কোথায় বাংলার মাটি আবার রক্তে লাল হয়ে যাচ্ছে । দেশের মানুষ ভালো নেই । কোথায় আপনারা । বীর বাঙ্খালী অস্ত্র ধর এই বাংলাকে খুন হত্যা ধষণ থেকে মুক্ত কর ।বীরেরা কোথায় ? আপনারা কোথায়???ও

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১১

বোবাকান্না বলেছেন: রক্তের বদলায় হিংসা দূর করা যায়না। হিংসার বদলে ভালবাসা প্রয়োজন। তা কেবল শরীরেরই নয় বলার, চলার এবং দেখার

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: ”আমি খুন হলে”
-ধ্রুব নয়ন
********************************************

ঘরের দুয়ারে হায়েনার আনাগোনা
চতুর্দিক অন্ধকারের বোবা কান্না,
জাতিসত্তার জাতি বিভাজন-
হাত তালি..............
কমিশন

আমি খুন হলে-
আমার দেহ দান করিও মেডিকেলে।
আমার লাশ নিয়ে-
কোন তদন্ত কমিটির নেই প্রয়োজন,
ভন্ড শিবির আর জয় বাংলারা-
যেন না করে নোংরা মিছিলের আয়োজন!!

আমি খুন হলে-
তোমরাও হবে পরের দফায়,
সাগর-রুনীর মতো ঝর উঠবে মিডিয়ায়
রানা প্লাজা ঘুমায়, তনু ঘুমায়-
তদন্ত কমিটি ঘুমায়-
কমিশন ঘুমায় দফায় দফায়!!

আমি খুন হলে-
আমার দুঃখিনি মা কে
কাঁদতে করিও বারণ,
খুনীর খুনে আমার তাজা রক্তে-
রিক্ত-সিক্ত জন্মভূমির মাটি,
আমি আগামীর আমি ধ্রুব নয়ন!!

আমি খুন হলে-
খুনের প্রয়োজনে আবারো জন্মাবো এই বাংলায়,
কমিশনকে হুঁশিয়ার এই কবিতায়।
শুকুনের পালমুক্ত ব-দ্বীপের আকাশ চাই-
নয়তো আমি মহাবিদ্রোহীর খুনী হবার ছাড়পত্র চাই!!!

২৩ এপ্রিল’১৬ইং
৩২ নাম্বার, ধানমন্ডি, ঢাকা।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪

নাজমা শশী বলেছেন: ভালো হয়েছে ।আপনার প্রতিটি কথা সত্য আজ মিথ্যা মাঝে সব ভালো টুকু কোথায় যে হারিয়ে গিয়েছে কোথায়

৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৪

প্রীতম বলেছেন: একাত্তুরে এদেশের সকলে অংশগ্রহন করেছিলো তাই আমরা সাধিনতা পেয়েছিলাম।
এখন সাধিনতা রক্ষায় আমরা সবাই নেই।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬

Backdated বলেছেন: ৭১ এ যখন যুদ্ধ হয়েছিল তখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে আর এখন যদি যুদ্ধ হয় তাইলে দেখবেন পাশের বাড়ির লোক আপনার বাড়িতে ডাকাতি করছে ।।এখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।। আমি জন সম্মুখে বিপদে পড়লে কেউই আগাবে না সবাই দেখবে, ভিডিও করবে,ছবি তুলবে আর সামাজিক মাধ্যমগুলোতে বিচার চাইবে....

৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫

নাজমা শশী বলেছেন: আপনাদের সবার কথাই সত্য ।সময় তো তাই হয়েছে ।তবুও সাহস নিয়ে আমাদের সকল কে সামনে আগাতে হবে ।প্রতিবাত করতেই হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.