![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সখী, কাকে নিয়ে তুমি ভাবছো? সে কি তোমায় নিয়ে ভাবে?
শেষার্ত বিকেলে
যেথায় সূর্য ডুবি ডুবি করছে
নীল আকাশ যেন ,মাটি ছুয়ে নিয়েছে
যেথায় দিনের অক্লান্ত পরিশ্রম শেষে,
লোকেরা ঘরে ফিরছে
নীড়ের অপেক্ষায় পাখিরা,
আকাশের নীলাভ সীমান্ত পারি দিচ্ছে
সেথায় দাড়িয়ে ,
গোধূলির এক প্রান্তে
দুটি হাত বাড়িয়ে ,অচেনা কোন এক সীমান্তে
থাকবো তোমার অপেক্ষায়
তুমি যদি আসিতে
একটি কথা বলিতে
আমার হৃদয় বার বার চাহিত
সারাটি জীবন থাকব তোমায়
ভালবাসো কী আমায়???
( সাগর ) 21.8.2014
©somewhere in net ltd.