![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সখী, কাকে নিয়ে তুমি ভাবছো? সে কি তোমায় নিয়ে ভাবে?
ওগো মোর প্রিয়া,
তোর কাজল চোখে তাকিয়ে আমি
দিয়েছি মোর হিয়া।
মানুষ কি আদৌ এতো sundor হয়?
কি দিয়ে তুলনা করবো তোমায়
তোমার রূপে হার মেনে যায়,রূপালী ঐ ঝর্না।
নও তুমি সুন্দরী,আমার চোখে তুমি সুর্পনা।।
তাইতো বার বার বলতে ইচ্ছে করে
ভালোবাসি ভালোবাসি আর শুধুই ভালোবাসি।
ছুটে আসি,কাছে আসি ,একটু পাশে বসি?
এইটুকুই বায়না আমার।
হয়তো চাওয়াটা কম,
নয়তো এর থেকে সামান্য বেশি।
তবে শুধুই ভালোবাসি .....
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
নাজমুল সাগর বলেছেন: ধন্যবাদ স্যার
২| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
হাসান মাহবুব বলেছেন: মানুষ কি আদৌ এতো sundor হয়?
৩| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
নাজমুল সাগর বলেছেন: কেন নয়??? যে সুন্দর তার সব কিছুই সুন্দর স্যার
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৬ রাত ২:০৬
ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি খুব ভাল লাগল । ভাল থাকুন শুভ কামনা থাকল ।