![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সখী, কাকে নিয়ে তুমি ভাবছো? সে কি তোমায় নিয়ে ভাবে?
রাগ করো না,মান করো না
করোনা এতো তারা,
চোখ করোনা, মুখ করো না
করোনা এতো মায়া।
সাগর জলে চিকুর ভাসাও
মৃদু ঊর্মি তলে,
বিকাশ তলে উড়না উড়াও
ললাট বৃন্দু জলে।
বিকাল বটে ,নদী তটে
এসো সখী একা,
উজান ঘাটে তোমা সনে
প্রেম তরী ভাসা।
মারো বৈঠা,ধরো সুর
মাঝ গাঙ্গেতে এনে ,
হর্ষে মেতে ধর মাঝি
মাতাল সখী সন।
মেঘ করেছে, ঝড় উঠেছে
সখী নিচয় মনে,
ঢেউ উঠেছে,তরি বেঁকেছে
প্রেমালিঙ্গন টানে।
শর্ত ছারো,বাধা ছারো
এসো সখা ধারে,
তোমায় নিয়ে হারাবো আজি
অনন্ত সুখ পারে।।
©somewhere in net ltd.