![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সখী, কাকে নিয়ে তুমি ভাবছো? সে কি তোমায় নিয়ে ভাবে?
মেঘ বালকে প্রেমিকা
এই প্রেমিকা,
জীবনের এই মোরে এসে
শূন্যতাকে আর ধরে রাখতে পারছি না
আর পারবো না,
এভাবে চলতে চলতে
যদি কোন এক দিন
একটু ভুল করে
বলেই বসি,
আমার শূন্যতায় বিন্দু
হয়ে থেকে যাও
তোমায় ভালবাসি,
তুমি কি সেদিনও
আমায় ফিরিয়ে দিবে?
নাকি
লজ্জায় রক্তিম হয়ে,
ওই কাজল চোখে
চাহনি টা একটু বাকা করে
ঠোটের কোনায় একটু হাসি
বলবে আমিও বাসি
অনেক বাসি
তোমায় ভালোবাসি।
সেদিন বলবো প্রেমিকা
হে রক্তিমা,
তোমার এই রক্তিমতা
আমায় বরো পাগল করে
আমি বার বার ভুল করে বসবো
তুমি বার বার রক্তিম হয়ে
থেকে যেও.......
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:৪৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন! ভালো লাগলো।