![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে চেয়েছিলাম তোমায়!
এতগুলো বছর ভেবে ভেবে হয়েছি ক্লান্ত
এই কলেজ রোড, এই রিকশার হুড, এই বিভ্রান্ত আমি
কেমন তোমায় চেয়েছিলাম, তা-ই ভাবি।
শরীরে শরীর? নিঃশ্বব্দ পরিণয়? চোখের ভাষায় অভিমানী প্রিয়,
ভালো থেকো।
আমি এখনো বুঝে উঠিনি
কেমন তোমায় চেয়েছিলাম সেই অপরিণত ।
তবে
আমি চেয়েছিলাম তোমার নিঃশ্বাসের শব্দ হতে
আমি চেয়েছিলাম ঘুমচোখে তোমার হাসির কারণ হতে।
অথচ হইনি
অথচ হতে পারলাম না কেন?
অনেক রাত জেগে জেগে তোমার চলে যাওয়া দেখে
এখন আমি বিভ্রান্ত।
বুঝি তাই-
তোমার ভালোবাসায়
কলমের কালি শুকিয়ে হয়েছে ল্যাপটপের কি-বোর্ড।
২| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০২
শাহরিয়ার কবীর বলেছেন: অভিমান মুক্ত ভালোবাসা আবার গড়ে ওঠুক।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৮
মার্কো পোলো বলেছেন:
ভাল লাগলো।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৮
ঋতো আহমেদ বলেছেন: ভালোবাসার চাওয়াগুলো না পেয়ে বিভ্রান্তি এসেছে.. সুন্দর লিখেছেন। কিন্তু এই কলেজ রোডটা কোথায়
৫| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:০৯
ভ্রমরের ডানা বলেছেন:
আউলা ঝাউলা হইয়া গেলাম!
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৭
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা ভাল লাগল
সুন্দর কথার গাথুনী
অনুভুতির প্রকাশ দারুন।
এত সুন্দর লিখেন
তারপরেও ১১ মাসে
মাত্র ৪ টি পোস্ট কেন
আরো বেশী বেশী
করে লিখুন ।
শুভেচ্ছা রইল ।