![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসেই যখন পড়েছ, এসো......
ঘুমিয়ে যাও ঐ পাঁপড়ির বিছানায়,
থাক, বাদ দাও। নির্জলা মিথ্যের মতো বসতে হবে না
আমার পাশে, বুকের ভেতর টোকা দিয়ে বুঝতে হবে না
কতোটা আছি ভালো।
আহহা, ভালো তো আছিই......
যতটা ভালো থাকলে আকাশ মেঘলা হয়ে থাকে,
দৃষ্টির শেষ সীমায় থেমে থাকে শুন্যতা, হাত বাড়ালেই
খুঁজে পাওয়া যায় অন্ধকার।
ঘুমের ঘোরে চিৎকার করে উঠে স্বপ্ন, আর
বেঁচে থাকার সংজ্ঞা খুঁজতে হয় স্মৃতি হাতরে.........
এতোটা ভালো থাকার পরও জানতে চাইছ
কেমন আছি?
এসেই যখন পড়েছ......... এসো
হাতের পাশে হাত রেখে ঘুমিয়ে পড়ো এখানেই।
২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
অভিমানী কবিতায় বেশ ভাল লাগা।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩২
সুমন কর বলেছেন: ভালো লাগল।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২১
শামীম শরীফ সুষম বলেছেন: খুব ভালো লাগলো