![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যাবেলা,
সন্ধ্যাখেলা ভেবে নিয়ে যখন হেঁটে এসেছি
এই পুকুরটার কাছ ঘেষে।
টলটলে আঁধার সবেমাত্র ঘিরে ধরেছে,
একাকিত্বকে কানেকানে বলেছিলাম
বিদায়।
বিদায় নির্লজ্জ নিশ্চুপ রাত।
আমার আর্তনাদ শোনার জন্য তখন
কেউ ছিলনা,কেউ ছিলনা জলের ধারে,
সবুজ পাতায় কিংবা ভিজে মাটিতে।
চিঁৎকার করে কেঁদেছি, বলেছি....
আঁধারই যদি দিবে,দেয়ার ইচ্ছে কেন মনে..
মৃত্যুই যদি শেষ,
কি দরকার জীবন প্রহসনে।
২| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫১
সুমন কর বলেছেন: ভালো লাগল।
৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি সুন্দর কবিতা লেখেছেন।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি সুন্দর কবিতা লেখেছেন।
৫| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৩
বর্ষন হোমস বলেছেন: ছন্দ মিলে নাই আরকি
৬| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৫
এম এইচ খালেদ বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
প্রত্যুষ প্রেম নেমে আসে মনে
আধাঁরের চাবুক হাতে,
অজস্র কালোজল মেখে দিঘীদের বুকে।
দিবসের প্রেম ভুলেছে আলো,
রজনী তাই এতো কালো।
দুয়ারে খুলে সবুজের হাতে মিশে,
যে পথ সমুদ্র জলে,
মিশে যাও সেই পথে।
ভুলে যাও পৃথিবীর চাকচিক্যময়
আধাঁরের অন্ধ জৌলুশ, দীঘির কাল নীল জল।