নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নজরুল মিন্টো

নজরুল মিন্টো

সাংবাদিকতা, লেখালেখি

নজরুল মিন্টো › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম চত্বরের আন্দোলনকে কিভাবে বানচাল করা যায়

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮

প্রজন্ম চত্বরের আন্দোলনকে কিভাবে বানচাল করা যায় এ চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে রাজাকারদের। নানান কাহিনী তৈরি করে পোষ্ট করছে বিভিন্ন ব্লগে। যাতে লোক সমাগম কম হয়, মেয়েরা যাতে অংশগ্রহণ না করে, এইসব। এমনি একটি কল্প-কাহিনী আমার চোখে পড়েছে। এই কল্প-কাহিনীর মন্তব্য করতে গিয়ে চিন্তা করলাম মন্তব্য নয়, সরাসরি লিখবো।



অনেকদিন আগের কথা। বাংলাদেশের এক গ্রামে মুসলিম লীগের এক পাণ্ডা ছিল। তার নেতৃত্বেই চলতো প্রশাসনসহ এলাকার সকল কর্মকান্ড। যদিও জনপ্রিয়তা বা তার প্রতি জনগণের কোন শ্রদ্ধা ছিলো না। একদিকে তার ছিল অর্থ অন্যদিকে ছিল লাঠিয়াল বাহিনী। এই দুইয়ের জোরেই সে চলতো। এলাকটি ছিল হিন্দু প্রধান। নির্বাচনে দাঁড়ালে সে প্রতিবারই কিভাবে জয়ী হয়ে যায়। এ এক রহস্য। রহস্যটা উদ্ধার করার পর বুঝা গেলো এটা এমন জটিল কিছু না। লোকটি জানতো যে হিন্দুরা তাকে ভোট দেয় না বা দেবে না। তখন সে এক কৌশল অবলম্বন করে। বাড়িতে বাড়িতে গিয়ে হিন্দু ভোটারদের কুশলাদি জিজ্ঞেস করে সে বলে- আমরে তোমরা ভোট দাও বা না দাও অসুবিধা নেই, তবে এবার ভোট কেন্দে্র মারামারি হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে জেনেছি। বৌ-ঝিদের ইজ্জতের দিকে অন্ততঃ খেয়াল রেখো (অর্থাৎ বৌ-ঝিদের ভোট দিতে পাঠিও না)। মেয়েরা না গেলে প্রতিপক্ষ ভোট কম পাবে। এটাই তার লাভ। এটাই তার কৌশল। সাধু সাবধান!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৬

ফারমার বলেছেন: জামাত/শিবিরের জন্য বড় চিন্তা হলো, তাদিগকে তাদের দেশ পাকিস্তানে চলে যেতে হবে!

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৪

শাওন৮৪ বলেছেন: লেখা পড়ে আপনার এমন সন্দেহ কেন হল জানি না। তবে মূল লেখার ঘটনা সত্যি। বুঝতে পারছি, ছাত্রলীগের পুলিশ ধর্ষণের মিথ্যা তথ্যটা আপনাকে মোটিভেট করেছে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। সেটাই সত্যি হল ভাই। যাহোক, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, আপনাদের বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.