নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নজরুল মিন্টো

নজরুল মিন্টো

সাংবাদিকতা, লেখালেখি

নজরুল মিন্টো › বিস্তারিত পোস্টঃ

নিজেকে আবিষ্কার করুন আপনি কোন পরিবারের?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩

কোন কোন পরিবারে ৭১ একটি যন্ত্রণার নাম।

এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী। ৭১ নম্বরটি শুনলেই তাদের শরীরে বিষক্রিয়া হয়। বংশানুক্রমে ঐ পরিবারটি ৭১ থেকে দূরে থাকতে চায়। প্রমাণ হিসেবে আপনার পরিচিতজনদের যে কোন প্রজন্মের মধে্য পরীক্ষা করে দেখতে পারবেন। তাদের কাছে ৭১ গন্ডগোলের বছর। আমাদের জাতীয়তা, জাতীয় সংগীত, আমাদের নিজস্ব সংস্কৃতি তাদের ভাল লাগে না। এগুলো বদলাতে চায়। পাকিস্তান শব্দটি শুনলে তারা উজ্জিবীত হয়। এদের বংশধরেরা পাকি ক্রিকেট টিমের সমর্থক।



কোন কোন পরিবারে ৭১ জীবন্ত স্মৃতি। ৭১ তাদের অহঙ্কার। বংশানুক্রমে এরা ৭১কে ধারণ করে আছে। ৭১ নিয়ে গল্প করে, ৭১-এর গান গায়, ৭১ তাদের অস্তিত্ব। তাদের কাছে ৭১ মুক্তিযুদ্ধের বছর। তারা আমাদের জাতীয়তা, জাতীয় সংগীত, আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে চায়। ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, ১লা বৈশাখ এর চেতনা এরাই প্রজন্ম থেকে প্রজন্ম লালন করছে।



কোন কোন পরিবারে ৭১ স্মৃতিহীন। তাদের কিছু যায় আসে না। তারা অর্থ-বিত্ত এবং ক্ষমতাকেই অগ্রাধিকার দিয়ে থাকে। তারা যখন যাকে দরকার সে দলে ভিড়ে যায়। তাদের ছেলেমেয়েরাও একইরকম। চেতনাহীন। তারা পাকিস্তানীদের সাথে উর্দূতে কথা বলতে গর্ববোধ করে। ইতিহাসকে মনে করে পুরনো কথা। এ নিয়ে কথা বললে তারা অস্বস্তি বোধ করে। বাঙালি জাতিকে নিয়ে তারা হতাশ। জাতীয় কর্মকান্ডে তাদের অনীহা, জাতীয় দিবসগুলোতে তারা দুপুর পর্যন্ত ঘুমায়। দাওয়াত এবং ভোজন তাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়।



নিজেকে আবিষ্কার করুন আপনি কোন পরিবারের?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০

বিডি ফুল বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/85860/small/?token_id=5a9ae694bfc25d71ed297389d205b7e3

আমি এদের বিচার চাই, আপনি চান তো?

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১

বিডি ফুল বলেছেন: আমি এদের বিচার চাই, আপনি চান তো

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩

অলিভার বলেছেন: এত সুন্দ্র একটা পোস্টের কমেন্টে, @বিডি ফুল কি কমেন্ট টা করলো। কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি !!
এখানে কি ছাত্র দল বা ছাত্রলীগ নিয়া আলোচনা হচ্ছে? আওয়ামীলীগ ছাড়া আর কেউ কি রাজাকের বিচার চায় না ?
পোস্ট টা পড়েই বিডি ফুলের গাত্রদাহ শুরু হয়ে গেল। পোস্টের ভাষা অনুযায়ী বোঝা গেল বিডি ফুল কোন পরিবারের অংশ !!

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বিডি ফুল প্রথম পরিবারের সদস্য।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৩

অলিভার বলেছেন: স্বর্ণা স্বর্ণা, আপনি তো গোমর ফাঁস করেই দিলেন !!

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

স্পাইসিস্পাই001 বলেছেন: বিডি ফুল যে একটা হাদারাম তা ওর নিক দেখেই বোঝা যায়......এখানে রাজাকারের ফাসি চাওয়া হচ্ছে...... ছাগু নাকি আপনি ....?????

রাজাকারের ফাসি চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.