নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নজরুল মিন্টো

নজরুল মিন্টো

সাংবাদিকতা, লেখালেখি

নজরুল মিন্টো › বিস্তারিত পোস্টঃ

কারো কাছে কি খোয়াবনামা আছে?

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০১

গত রাতে একটি স্বপ্ন দেখলাম। অনেক শোরগোল। একটা ঘরে অনেক লোকের ভিড়। বিশাল ঘরটা খুবই পরিচিত। এটা গণভবন। একপাশে আওয়ামী লীগের সব বড় বড় নেতা, অন্য পাশে দাঁড়ি, টুপি আর জুব্বা পরিহিত বেশ কিছু লোক। চেনা চেনা মনে হচ্ছে। মনে পড়লো এদেরকে টেলিভিশনে দেখেছি। এখানে কি হচ্ছে জিজ্ঞেস করে জানলাম, হেফাজতে ইসলামের সাথে আওয়ামী লীগের সন্ধি হচ্ছে। এ সন্ধি নাকি খেলাফত আন্দোলনেরটার মতো নয়। হুদায়বিয়ার সন্ধির চাইতেও কঠিন কিছু। হেফাজত ইসলাম দাবী করছে আসন্ন নির্বাচনে তাদেরকে ৫০টি সিট দিতে হবে। তাদের বক্তব্য হলো 'যা দেখাবার দেখিয়ে দিয়েছি' অতএব কোন দরকষাকষি নয়। ফাইন্যাল। তারা ১০০% গ্যারান্টি দিয়ে বলছে- এ দাবী মানলে বিএনপি এবং জামাত-শিবিরের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। সেই সাথে তারা আরও বলছে, এ চুক্তি কার্যকর হলে বামপন্থী বলে চিহ্নিতরাও বাতাসের সাথে উড়ে যাবে। এ দেশে থাকবে শুধু আওয়ামী লীগ এবং তাদের হেফাজত করবে হেফাজতে ইসলাম।

দীপু মণি ভয়ে ভয়ে বিনম্র ভাষায় শুধালেন-তাহলে মহিলা বিষয়ক যে দাবিনামা আছে সেটার কি হবে? হেফাজতের নেতা বললেন- এ নিয়ে মোটেও ভাববেন না আপনারা। এ উপমহাদেশে সুলতানা রাজিয়ার মতো মুসলিম কন্যাও শাসন করে গেছেন। আপনি, মতিয়া চৌধুরী, সাজেদা চৌধুরী এবং আপনার নেত্রী যেভাবে কাপড় চোপড় পরেন তাতে আমরা খুবই সন্তুষ্ট। আমরা ক্ষমতায় গেলে শিফন শাড়ি, হাফ হাতা ব্লাউজ, শ্যাম্পু করে চুল ফোলানো, লিপিষ্টিক এগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করে দেবো ইনশা আল্লাহ।

মন্ত্রী হাসান মাহমুদ হেফাজতের মুখপাত্রকে জিজ্ঞেস করলেন, হুজুর শাহবাগের তরুণ যাদেরকে আপনারা নাস্তিক বলছেন তাদের বিষয়ে কি করবেন? হেফাজতের মুখপাত্র উত্তর দেয়ার আগেই মখা আলমগীর বললেন, আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এসব তরুণদের দায়-দায়িত্ব সরকার নিতে পারে না। তারা সেদিন মোহাম্মদ হানিফকে পানির বোতল ছুঁড়ে মেরেছিলো, সাজেদা চৌধুরীকে বক্তৃতা দিতে দেয়নি। এদের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি বর্তমানে কাজ করছে। তদন্তের ফলাফল অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নাস্তিকদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, একটু আগে আমাদের তরুন এমপি গোলাম মওলা রনীর সাথে কথা হলো। সে বললো- খোঁজ নিয়ে দেখা গেছে ব্লগার মানেই নাস্তিক। আমিও খোঁজ নিয়ে দেখেছি ইন্টারনেটে লেখালেখি করা ঠিক নহে। এতে বিদু্যৎ এবং শ্রমশক্তির অপচয় হয়। ইতিমধে্য আমরা ইউটিউব বন্ধ করে ভাল সুফল পেয়েছি। আমি দেশবাসীকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি আওয়ামী লীগে আপনারা কোন ব্লগার খুঁজে পাবেন না।

ব্যারিষ্টার শফিক আহমেদ প্রশ্ন রাখলেন-যুদ্ধাপরাধীদের বিষয়ে তাদের কোন নিজস্ব চিন্তা ভাবনা আছে কি না? হেফাজত মুখপাত্র বলেন, একটু আগেই এ বিষয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন 'এটা একটা আইনী প্রক্রিয়া। সময় লাগবে। এখনও দ্বিতীয় মহাযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারকার্য চলছে। তাড়াহুড়োর কিছু নাই।' হেফাজত মুখপাত্র বলেন, আমরা রাজাকার আব্দুল আলীমের প্রসঙ্গটি তুলেছিলাম কেন তাকে বাইরে রাখা হয়েছে। কামরুল সোজা বলেছেন এটা তার পারিবারিক ব্যাপার। আলীমের সাথে তার পারিবারিক সম্পর্ক এবং এ নিয়ে কথা না বললেই তিনি খুশী হবেন। আমরা আর কথা বাড়াইনি। সবশেষে কামরুল বলেছেন, যুদ্ধাপরাধীদের এ প্রক্রিয়া কতদিন চলবে, কতদিনে কার্যকর হবে, সবই আল্লাহপাকের হাতে। আমরাও বিশ্বাস করি হায়াত-মউত আল্লাহর হাতে।

হেফাজত নেতারা বলেন, অলরেডি বিএনপি থেকে তাদের কাছে আরও ভাল অফার এসেছে। তবে তারা আওয়ামী লীগকে এ সুযোগ দিতে চান। এ সুযোগ গ্রহণ করলে কেয়ামত পর্যন্ত আওয়ামী লীগের শাসন সুনিশ্চিত। ইতিমধ্যে আওয়ামী লীগের নীতি নির্ধারকগণ নিজেদের মধ্যে কয়েক দফা আলাপ করে ফেলেছেন। নাসিম, হানিফসহ দ্বিতীয় শ্রেণীর নেতারা বলছেন, এরশাদের দলকে এবার না দিয়ে ঐ সিটগুলো এদেরকে দেয়া হোক। অর্থমন্ত্রী 'রাবিশ' বলে চিৎকার দিয়ে উঠে বললেন, আওয়ামী লীগের মধে্য যেসব রাজাকার এবং চোর-চোট্টা আছে সেগুলোকে বাদ দিয়ে এ সিটগুলো তাদেরকে দেয়া হোক। কেউ কেউ বললেন, যাদের বয়স হয়ে গেছে তাদেরকে অফ দিয়ে ঐ সিটগুলো হেফাজতকে দেয়া যায় কিনা চিন্তা করুন। জননেত্রী বললেন, আমি সবার কথাই রাখবো এই বলে তিনি কাগজটি নিয়ে সই করতে যাচ্ছেন এমন সময় আমি চিৎকার করে উঠলাম- ''এ সন্ধি মানি না, মানবো না''। চোখ মেলে চেয়ে দেখি আমি সোফাতে শুয়ে আছি আর শিয়রে আমার স্ত্রী, ছেলেমেয়ে সব দাঁড়িয়ে। অন্যদিকে টিভিতে শাহবাগের লাইভ অনুষ্ঠানে লাকি শ্লোগান দিয়ে চলছে- 'মানি না মানবো না, আপোষনামা মানি না'। মনে পড়লো গতরাতে টিভি দেখতে দেখতে সোফাতেই ঘুমিয়ে গিয়েছিলাম। ছোট মেয়েটি বললো, 'আজ থেকে তোমার বাংলাদেশী চ্যানেল দেখা বন্ধ'।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২০

জামান2021 বলেছেন: অর্থমন্ত্রী 'রাবিশ' বলে চিৎকার দিয়ে উঠে বললেন, আওয়ামী লীগের মধে্য যেসব রাজাকার এবং চোর-চোট্টা আছে সেগুলোকে বাদ দিয়ে এ সিটগুলো তাদেরকে দেয়া হোক।

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: :)

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৯

রোহান খান বলেছেন: ফলাফল : সাল ২০১৫ - চালের দাম ৫০১ টাকা কেজি।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩

মূসা আলকাজেম বলেছেন: সামুতে অনেক মজার মজার লোক আছে। খুব মজা পেলাম পড়ে । পোষ্টের উদ্দেশ্য যাই হোক , সকাল বেলায় একটু নির্মল বিনোদন দেয়ার জন্য ধন্যবাদ।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১

আদনান মাননান বলেছেন: Click This Link

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১

ভ্রমন কারী বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.