নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রক্ত নজরুল

রক্ত নজরুল › বিস্তারিত পোস্টঃ

আমি সাধারন কেউ না, আমি প্রেমিক।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

মানুষ এখন কত্ত সচেতন হয়ে যাচ্ছে !

সচিবালয়ে গিয়ে দেশের মালিকানা দাবী করে !



আর আমি ?-

এখনো তোমার সচিবালয়ে ঢুকতেই পারলাম না।



একের পর এক তল্লাশী-

চলছে তো চলছেই !



কিন্তু জেনে রেখো-

এ বৃত্ত আমি ভাঙব-ই একদিন।



শত সিকিউরিটি গার্ডের চোখ এড়িয়ে-

একদিন ঠিক-ই পৌঁছে যাব তোমার মনের সচিবালয়ে।



পাগল আর ইতর যতই বল আমাকে-

একদিন ঠিক-ই দাবী করব তোমাকে।



মিডিয়ার সামনে তখন বলে দিব-

"আমি সাধারন কেউ না, আমি প্রেমিক।"

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

পাঠক১৯৭১ বলেছেন: আপনাকে রোকেয়া হলে গিয়ে দেশ দাবী করটে হবে।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪

রক্ত নজরুল বলেছেন: সরি, রোকেয়া হলে আমার পরিচিত কেউ থাকে না।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২

রাঙ্গা রিয়েল.... বলেছেন: অনেক সুন্দর লিখছেন।তবে দাম পাবেন কিনা জানি না

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪

রক্ত নজরুল বলেছেন: কিসের দামের কথা বলছেন ? ভাইয়া। কবিতার নাকি ভালবাসার?

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩১

রাঙ্গা রিয়েল.... বলেছেন: মিডিয়ার সামনে তখন বলে দিব-
"আমি সাধারন কেউ না, আমি প্রেমিক।"

এটা বলেও আপনার প্রেমিকা আপনাকে দাম দেবে বলে মনে হয় না

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০১

হানিফ রাশেদীন বলেছেন: এই কবিতাটা নিয়ে কেউ আপনাকে হয়তো ‘কেমন যেন’ কথা বলতে পারে। যার নমুনা উপরে দেখা যাচ্ছে। তবে কবিতা কেমন হলো সে-দিকে না গিয়ে আমি বলবো, বিষয়টি আমার বেশ ভালো লেগেছে, আইডিয়া।

এমন হতে পারে না :
কটমট করে বলল সে, ‘কে তুমি?

‘আমি প্রেমিক।’ বললাম আমি

"আমি সাধারন কেউ না, আমি প্রেমিক।" এটা অবশ্যই অ নে ক বড় এক গর্বের বিষয়।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

মাগুর বলেছেন: উত্তেরী! প্রেমিকের কবিতা পড়িয়া বিয়াফুক আনন্দ পাইলাম :)

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২

আমিনুর রহমান বলেছেন:




আপনি সাধারন কেউ নন তা আমি জানি :)


এইটা দেখি দেশের মালিক টাইপের কবিতা লিখছেন নজরুল ভাই :P

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি প্রেমিকা :#>

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

চাঙ্কু বলেছেন: খাইছে !! ভুই পাইছি :-*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.