নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রক্ত নজরুল

রক্ত নজরুল › বিস্তারিত পোস্টঃ

তুই আমার পাগলামী, তুই-ই স্বান্তনা

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

দুপুরের কড়া রোদ তুই আমার-

তুই শান্ত রাত,

আমি মরতে পারি শান্তিতে-

হাতে রেখে তোর হাত।



তুই হাসলেই দিন-টা শুরু হয়-

তুই কষ্ট পেলেই রাত,

তোকে হাসাতে খুন হতে পারি-

ভুলে যাই আমার জাত।



আকাশের যত তারা-

সব আমার সাথে নাচে,

দিনের বেলায় স্বপ্ন দেখায়-

এ কী আশায় বাঁচে !



তুই আবদ্ধ শিকল-

তুই ঝিনুকের ভিতরের হীরে,

মন যে চায় হৃদপিন্ড-টা দিতে-

তোর হাতে ছিড়েঁ।



তোর বাণ থেকে ছোড়া তীর-

আমার গায়ে এসে বিধেঁ,

হাসতে হাসতে লুটিয়ে পড়ি মাটিতে-

হতে পারি না আর সিধে।



আকাশের মেঘগুলা সরে যাচ্ছে আজ-

বৃষ্টি হবে না আর,

তোকে পেলেই ভোর হয়ে যাবে-

রাত হবে না আর।



তোর নাম লিখেছি আজ-

দিয়ে মনের কলম,

সেটা তাবিজ বানিয়ে ঘুরব আমি-

লাগবে না আর মলম।



তুই আমার ভালবাসা, তুই যন্ত্রনা-

এভাবেই আছি আমি, খুব বেশী মন্দ না।

তোর আগুনেই সূর্য-টা জ্বলে, তোর ভাল-বাসায় রাত-

তুই আমার পাগলামী, তুই-ই স্বান্তনা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১

একজন আরমান বলেছেন:
সুন্দর। :)

১৩ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪০

রক্ত নজরুল বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.