![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুক্ষণ আগে এক বড় আপু ফোন দিলেন রক্তের প্রয়োজনে।
তার খালার জন্য বি পজেটিভ রক্ত প্রয়োজন পরশু।
আমি বললাম, "ঠিক আছে,কাল আমি বি পজেটিভ ব্লাড ডোনার এর ফোন নাম্বার আপনাকে দিয়ে দিব।
"অতঃপর তিনি বললেন,"খেয়াল রাখবেন ব্লাড ডোনার যেন হিন্দু না হয়,কারণ আমরা তো মুসলিম!!! "
এখন আমার কি করা উচিৎ- আপনারা বলেন ত ?
একে ত মানুষ রক্তদানে খুব একটা আগ্রহী না, তার উপর আবার এই শর্ত !!!
০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:০৩
রক্ত নজরুল বলেছেন: এদিকে আবার বড় আপুর অনুরোধ- সরাসরি না ও করতে পারছি না। কিন্তু রাগে গা জ্বলে যাচ্ছে।
২| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৩২
মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: বলবেন, প্রত্রিকায় বিজ্ঞাপন দিতে মুসলিমের রক্ত চেয়ে। আপনি বলবেন, আপনি আপনার পরিচিত জনদের মধ্য থেকে আপনি পাননি।
০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭
রক্ত নজরুল বলেছেন: আমি বলে দিয়েছি- আপাতত আমার জানা মতে মুসলিম রক্তদাতা নেই, পাইলে পরে আবার জানাব আপনার নাম্বারে কল দিয়ে। পরে একজন পেয়েছি, ম্যানেজ করে দিয়েছি।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৫৪
মিঃ পাষাণ বলেছেন: ভাই আমার বাঁশ লাগবে কঞ্চিওয়ালা বাঁশ
০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮
রক্ত নজরুল বলেছেন: বাশঁ কেন- ভাইয়া ?
৪| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৫৫
অচেনা হিমালয় বলেছেন: মানুষ এত নীচ হয় কি করে? যে ফোন দিয়ে আপনার বড় আপু কথা বলেছে সেটাও তো আমুসলিমদের তৈরি তো?? আমাদের বহু কিছুই তো আমুসলিমদের তৈরি তো?? এভাবে ধর্ম বিবেচনাতে চললে তো সমাজের সব কিছুই ছারতে হবে? আপনার ওই বড় আপুর প্রতি আমার ধিক্কার জানাই।
আর আপনাকে ধন্যবাদ জানাই আপনার বড় আপুর ভুলটা আপনি উপলব্ধি করতে পারছেন। সম্ভব হলে চেষ্টা করুন তার ভুলটা শুধরাতে।
০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০০
রক্ত নজরুল বলেছেন: আমি বলে দিয়েছি- আপাতত আমার জানা মতে মুসলিম রক্তদাতা নেই, পাইলে পরে আবার জানাব আপনার নাম্বারে কল দিয়ে। পরে একজন পেয়েছি, ম্যানেজ করে দিয়েছি।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:২৩
কবি এবং হিমু বলেছেন: পোস্টা টা সিরিয়াস তো?দেশে তো এখন হিন্দু-মুসলিম লেখা নিয়ে প্রতিযোগীতা চালু হয়েছে।কে কার থেকে চটকদার নিউজ দিতে পারে।আপনার লেখাটা ও সেই রকম নাতো?একটু পাবলিসিটি পাওয়ার জন্য বা সবার দৃষ্টি আকর্ষন করার জন্য।এখন পর্যন্ত জীবনে চার বার রক্ত দিলাম,জানা মতে কেউ কোন দিন প্রশ্ন করলো না এটা হিন্দু না মুসলিম এর।দেশে ও এখন হিন্দু-মুসলিমের দলাদলি চলতেছে আর এ সময় আপনার এক বড় আপু ও রক্ত চাইলো তাও আবার মুসলমানের রক্ত।লেখাটাতে প্রথম আলোর হলুদ সাংবাদিকতার গন্ধ পেলাম
০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪
রক্ত নজরুল বলেছেন: পোস্ট টা অনেক সিরিয়াস ছিল, কিন্তু আমি জানতাম না- আপনারা এভাবে নিবেন। সারাদিন অনেক ব্লাডের রিকুয়েস্ট আসে, এরকম হয় মাঝে মাঝে, বাট ঐ আপুর কাছে এমনটা আশা করি নাই। তাই মনের দুঃখ আপনাদের কাছে শেয়ার করেছিলাম। বুঝতে পারছি- আর শেয়ার করা যাবে না।
আমি বলে দিয়েছি- আপাতত আমার জানা মতে মুসলিম রক্তদাতা নেই, পাইলে পরে আবার জানাব আপনার নাম্বারে কল দিয়ে। পরে একজন পেয়েছি, ম্যানেজ করে দিয়েছি।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:১৯
আনিসা নাসরীন বলেছেন: জানতে চাইতেন হিন্দুদের রক্তে কি ভেজাল মেশানো নাকি!
০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০
রক্ত নজরুল বলেছেন: উনাকে এসব বললে আবার খুব রাগ করবে। আমি বলে দিয়েছি- আপাতত আমার জানা মতে মুসলিম রক্তদাতা নেই, পাইলে পরে আবার জানাব আপনার নাম্বারে কল দিয়ে। পরে একজন পেয়েছি, ম্যানেজ করে দিয়েছি।
৭| ০৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩৭
মারিয়া ফেরদৌসী বলেছেন: মানবতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছুর উর্ধে। এই শিক্ষা টা শিশু বয়সেই সবার মনে ঢুকিয়ে দেয়া উচিত।
এক সৃষ্টিকর্তাই তো সবাইকে তৈরী করছে।
০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২
রক্ত নজরুল বলেছেন: সবাই মনে করে- টাকা দিয়ে দুনিয়া কিনে ফেলবে। মানবতা আবার কি জিনিস ???!!!
৮| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪৮
নিরাপদ দেশ চাই বলেছেন: বিদেশের একটি ঘটনার কথা লিখছি।একবার এক প্রেগন্যন্ট মহিলা সিরিয়াস কমপ্লিকেশন নিয়ে হস্পিটালে ভর্তি হয়েছে। মহিলাকে বাচাতে এবর্শন করতে হবে। কিন্তু সেই সময়ে ডিউটিরত যে ডাক্তাররা সেখানে ছিল তারা ছিল ধর্ম্প্রান বৌ্দধ ধর্মের। জীব হত্যা মহাপাপ তাদের কাছে। হস্পিটাল কতৃপক্ষ কোনভাবেই তাদের বাধ্য করতে পারেনি। পরে অফ ডিউটতে থাকা ডাক্তার এনেন মহিলার প্রান বাচানো হয়েছিল।
এই মুহুর্তে দেশে একটা অস্থিরতা চলছে। এই মুহুর্তে এই ধরনের লেখা দিয়ে অস্থিরতা না ছাড়ানোই সর্বসাধারনের জন্য মঙ্গল। সব সমাজেই অতি ধার্মিক নামধারী কিছু কুসংস্কারছন্ন মানুষ আছে এরা একটি সমাজকে রিপ্রেজেন্ট করে না।
৯| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০১
কলাবাগান১ বলেছেন: ধর্মান্ধরা জীবনে একটা সুচও আবিস্কার করছে বলে শুনেছেন? শুনবেন না কেননা তারা ব্যস্ত কোন মসুলমান আমার পানি ছুয়ে দিল? আমেরিকায় মসুলমানের বাসায় আমেরিকান এলে বিধর্মী বিধায় তাকে ডিসপোজিবল গ্লাসে পানি খেতে দেওয়া, পৈতা কি ঠিক মত পড়ল , লুংগি কি গিরার উপরে পড়া আছে এসব নিয়ে ই ব্যস্ত, কে খোদা হাফেজ বলল আর আল্লা হাফেজ বলল তাই নিয়ে বিতর্ক আর এদিকে 'বিধর্মী' মানুষ মংগল গ্রহে যাওয়ার যোগার যন্তরে ব্যস্ত...
দুই পাতা কোয়ান্টাম ফিজিস্ক পড়ার সময় কোথায় ??? এর চেয়ে প্রতিমা ভাংগা বেশী সোয়াব। হনুমান কাধে করে পৃথিবী কে নিয়ে দৌড়ে রাবন এর কাছে নিয়ে এল এসব পড়ে ই তারা সমাজে জ্ঞানী হিসাবে পরিগনিত।
১০| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯
মানবী বলেছেন: আপনার নিক রক্ত নজরুল, মনে করছি আপনি সন্ধানী অথবা ব্লাড ব্যাংক জাতীয় কিছুর সাথে জড়িত।
বাংলদেশে চিকিৎসা আর রুগীদের সাথে ইন্টাএকশনের অভিজ্ঞতা থেকে বলছি, এধরনের আব্দারে অফেন্ডেড হবার কিছু নেই। কোন কোন মুসলিম অমুসলিমের রক্ত, এমনকি অরগ্যান গ্রহন করতে চাইবেননা আবার কোন কোন হিন্দু ভিন্ন্ ধর্মাবলম্বীর রক্ত বা অরগ্যান গ্রহনে অস্বকৃতী জানাবেন। তাঁদের কাউকে মন্দ বা বর্ণবাদী ভাবাটা অন্যায় হবে অন্তঃত যাঁরা চিকিৎসক বা চিকিৎসা পেশার সাথে জড়িত তাঁদের জন্য।
বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় চেতনাকে সন্মান করাটাও মুক্তমনেরই বহিঃপ্রকাশ।
যুক্তরাষ্ট্রের অপারেশন থিয়েটারে, হাসপাতালে রুগীর কানের কা্ছে কুরআন, বাইবেল, গীতার রেকর্ড বাজা খুব অস্বাভাবিক ঘটনা নয়। মানুষ অসুস্থ হলে, বিপদে ধর্মকে আরো শক্তভাবে আঁকড়ে ধরে আর সেসময় অনেক যৌক্তিক অযৌক্তিক ভাবনা কাজ করে তাঁদের মনে।
সেসব নিয়ে কটাক্ষ করাটা(বিশেষ করে যাঁরা চিকিৎসা বা রক্তদানের সাথে জড়িত) অন্যায়, তাঁদের ভাবনাটা নয়।
আমার মন্তব্য শূধু পোস্টদাতা নয়, অনেকের অ্পছন্দ হবে তবে অপ্রিয় হলেও সত্যটা তুলে ধরা জরুরী মনে হলো।
ভালো থাকুন।
১১| ০৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০
এম এ মুক্তাদির বলেছেন: নাসিনগরের হিন্দুদের দুর্ভাগ্যের জন্য দায়ী ভারত ।
নাসিরনগরের হিন্দুদের যে ক্ষতি হয়েছে তা পুরন করা, অর্থাৎ নতুন করে মন্দির ঘরবাড়ি গড়ে দেয়া উচিত ভারতের, কারন প্রকৃতপক্ষে তাদের ভুল নীতির কারনেই হিন্দুদের এত ক্ষতি হয়েছে।
এটা সবাই জানে যে বাংলাদেশে গনতত্রের নামে একনায়কতন্ত্র চলছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রকে সবার সাথে এমনকি রাজতন্ত্রের দেশের সাথেও কাজ চালিয়ে যেতে হয় । সে হিসেবে তারা বাংলাদেশের সাথেও কাজ চালিয়ে যাচ্ছে । কিন্তু বিশ্বের বড় বড় গনতান্ত্রিক দেশগুলি এদেশের সরকারকে গনতান্ত্রিক সরকার বলে স্বীকৃতি দেয় নাই, প্রহসনের নির্বাচনও মেনে নেয় নি । বরঙ তারা বারে বারে নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিয়েছে ।
এর মধ্যে একমাত্র ব্যাতিক্রম ভারত । নিজে গনতান্ত্রিক দেশ হয়েও তারা এই স্বইরাচারী একনায়ক সরকারকে সমর্থন দিয়েহে, এবং তা শুধুমাত্র নিজেদের ব্যাবসায়িক স্বার্থে। একটি রাজনইতিক দলের ভুলে এদেশের ত্রিশ লক্ষ মানুষ মৃত্যু বরন করেছে, এটা আমরা সবাই জানি । কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, এই যুদ্ধে ভারত সর্বাত্মক সাহায্য করেছে, রাশিয়া সর্বোচ্চ সমর্থন দিয়েছে । আর এভাবে অনেক রক্তের বিনিময়ে গনতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা পাওয়া গিয়েছিল । কিন্তু বর্তমান সরকার একটি বিশেষ ধর্মকে রাষ্ট্র ধর্ম করে বর্তমানে একনায়কতন্ত্র চালাচ্ছে। স্বাভাবিক ভাবেই এদেশের গনতন্ত্রমনা সাধারন মানুষ এটা সহ্য করতে পারছে না। এদিকে বর্তমান রাজনইতিক দলের ষড়যন্ত্রের কাছে কোন রাজনইতিক দল টিকে থাকতে পারছে না । এমন অবস্থায় মানুষের রাগ পড়েছে স্বইরতন্ত্রের সমর্থক দেশ ভারতের উপর । তারা ভারতের বিরুদ্ধে কিছু করতে পারছে না , হাতের কাছে পাচ্ছে হিন্দুদের, যাদের তারা ভারতের প্রতিভূ মনে করে । তাই হিন্দুদের ক্ষতি করে নিজেদের রাগ মিটাচ্ছে । ভারতের কাছে আমাদের অনুরোধ, আমাদের গনতন্ত্র ফিরে পেতে তারা যেন বাংলাদেশকে সাহায্য করে ।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৫৫
আহা রুবন বলেছেন: ওপরওয়ালার কাছে চাইতে বলেন!!!!!!!!!!