![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[প্রায় ১৭৬০ বছর আগে এই কাহিনী লিখিত রূপ পায়। তারও বহু বছর আগে থেকে কাহিনিটি মানুষের মুখে মুখে প্রচলিত ছিল।]
আদিতে ছিল এক ডিম যার ভেতরটা ছিল নৈরাজ্যে ভরা। এতে মিলে মিশে একাকার হয়ে ছিল ইং ও ইয়াং--নারী ও পুরুষ, আগ্রাসী ও বিনত, শীতল ও উষ্ণ, আঁধার ও আলো, ভেজা ও শুকনো। এই ইং ও ইয়াং-এর মাঝেই ছিল পান গু। ডিম ভেঙ্গে সে একদিন বেরিয়ে এল এক দানব রূপে এবং নৈরাজ্যকে ভাগ ভাগ করে দিল ভূমি ও আকাশের মত বিভিন্ন বিপরীত জিনিসের জোড়ায়।
পান গু’র পা ছিল ভূমিতে গাঁথা, মাথা ছুঁয়েছিল আকাশ।
ভূমি ও আকাশ দিনে ১০ ফুট করে বেড়ে চলে, সেই সাথে বেড়ে চলে পান গু। আরও ১৮,০০০ বছর পর আকাশ আরও উঁচুতে উঠল, ভূমি হল আরও গভীর। পান গু এদের মাঝখানে দাঁড়িয়ে রইল এক বিশাল থামের মত যার উচ্চতা ৩০,০০০ মাইল। সে দাঁড়িয়ে ছিল যাতে ভূমি ও আকাশ একত্রিত হতে না পারে।
পান গু’র মৃত্যু হলে তার মাথার খুলি হয়ে গেল আকাশের শীর্ষ, নিঃশ্বাস হল হাওয়া ও মেঘ, কন্ঠস্বর হল বজ্রনাদ। তার এক চোখ হল সূর্য, অন্য চোখ চাঁদ। তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ হয়ে উঠল পাঁচটি বিশাল পর্বত, এবং রক্ত ধারণ করল স্তনিত জলধারার রূপ। তার শিরা-উপশিরাগুলো হয়ে গেল পথ, আর মাংসপেশী হল উর্বর জমি। আকাশের অগণিত নক্ষত্রের সৃষ্টি হয় তার চুল ও দাড়ি থেকে, এবং ফুল ও গাছের সৃষ্টি হয় তার ত্বক থেকে। তার অস্থিমজ্জা থেকে সৃষ্টি হল মনি-মুক্তা। তার ঘাম ঝরে পড়ল মঙ্গলময় বৃষ্টি এবং সুমিষ্ট শিশির রূপে, মর্তের সকলের জন্য আশীর্বাদ স্বরূপ। অনেকে বলে থাকেন, তার গায়ের মাছি ও উকুনেরাই মানবজাতীর পূর্বসূরি।
©somewhere in net ltd.