| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের আলোয় তুমি, ধুসর গোধুলীতে তুমি ।
নীলিমার নীলে তুমি, বেদনার রঙে তুমি ।
রাগে তুমি, অনুরাগে তুমি ।
সুখে তুমি , দঃখে তুমি ।
কবিতায় তুমি, গানে তুমি ।
ছন্দে তুমি , সুরে তুমি ।
কল্পনাতে তুমি, বাস্তবে তুমি ।
অস্তিত্বে তুমি, বিশ্বাসে তুমি ।
অভিমানে তুমি, ভালোবাসায় তুমি ।
হৃদয়ের সমস্ত আকাশ জুড়ে –
শুধুই তুমি, তুমি, তুমি..।।
©somewhere in net ltd.