| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
IMDb ratings: 8/10
Star cast: Will Smith, Thandie Newton and Jaden Smith .
Genres: Biography | Drama
Director: Gabriele Muccino
ব্যাক্তিগত ভাবে যে কয়েকটা মুভি আমাকে অসাধারন ভাবে অনুপ্রানিত করেছে তার মধ্যে “The pursuit of happiness”অন্যতম । এটি একটি জীবনী ভিত্তিক চলচিত্র মুলকাহিনী আমেরিকান ব্যবসায়ী ও কিংবদন্তী stroke broker (Chris Gardner) এর প্রাথমিক জীবন সংগ্রামের উপর ভিত্তি করে ।
মধ্য বয়েসী একজন মানুষের হঠাত করে ব্যাবসায় ধস, আর্থনৈতিক সংকট, স্ত্রীর চলে যাওয়া, পারকিং ফি না দেওয়ার জন্য জেলে থাকা, বাড়ী ভাড়া না দিতে পেরে হোমলেস হয়ে যাওয়া, একমাত্র ছেলে কে নিয়ে উদ্বাস্তু শিবিরে থাকা||।
এত সব কিছুর ভিতরে ছেলের প্রতি অসম্ভব দায়িত্ব বোধ ও ভালোবাসা, আর একমাত্র আশার আলো stroke broker হওয়ার স্বপ্ন কে বাচিয়ে রাখার যে আপ্রান চেস্টা এবং শেষ পর্যন্ত নিয়োগ পাওয়ার জন্য অসাধারন সংগ্রাম ।।এর প্রত্যাকটি অভিব্যাক্তি মুল চরিত্রে থাকা পিতা উইল স্মিথ ও তার শিশু পুত্র জেডান স্মিথের অসধারন অভিনয় আর চমতকার ডায়লগ ডেলিভারির মাধ্যমে অত্যন্ত সার্থক ভাবে ফুটীয়ে তুলেছেন ।মুভির অত্যন্ত ইন্সপায়ারিং কিছু ডাুয়লগ —
(Will smith to his son): Don’t ever let somebody tell you, you cannot do something not even me.
(Will smith to his son): You got a dream. You got to protect it. People can’t do something themselves they want to tell you, you cannot do it. If you want something go get it.
আমার বিশ্বাস যাদের জীবন কিছুটা ক্রাইসিস এর ভিতর দিয়ে যাচ্ছে, এই মুভিটি তাদের কে একটু হলেও অনুপ্রানিত করবে ।

©somewhere in net ltd.