![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছু নিয়ে তামাসা নয়, মানুষ যখন চরম অপরাধ করে ফেলে, তখন স্বয়ং সৃষ্টিকর্তা তার ফল দেখান
আজ থেকে ২২৩ বছর আগের
সেপ্টেম্বর মাসের ২ তারিখ থেকে
শুরু হয়েছিলো বিখ্যাত (নাকি কুখ্যাত?)
সেপ্টেম্বর ম্যাসাকার, যা স্মরণীয় হয়ে
আছে ফরাসি বিপ্লবের পক্ষে-বিপক্ষে
জনমত গঠন করার জন্য।
.
ফরাসি বিপ্লব (১৭৮৯–১৭৯৯) ফরাসি, ইউরোপ
এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে
গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের সময় ফ্রান্সে
নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে
প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয়।
একই সাথে দেশের রোমান ক্যাথলিক চার্চ
সকল গোঁড়ামী ত্যাগ করে নিজেকে পুনর্গঠন
করতে বাধ্য হয়। তাই এই বিপ্লব অর্জন করে
জনগণের অকুণ্ঠ সমর্থন। তবে একটা ঘটনা
সমর্থনের ব্যাপারটিকে দুই ভাগ করে ফেলে।
সেই ঘটনাটিই ইতিহাসে সেপ্টেম্বর
ম্যাসাকার হিসেবে পরিচিত।
.
বিপ্লব চলাকালীন, ১৭৯২ সালের ২
সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত
প্যারিসে চলেছিল বিশালাকায়
হত্যাযজ্ঞ। কেন? কারণ জনমনে ভয় ঢুকে
গিয়েছিলো যে, রাজকীয় বাহিনী এবং
বিদেশী সৈন্যরা মিলে প্যারিস আক্রমণ
করবে আর শহরের কয়েদখানাগুলো সব মুক্ত
করে দিবে। এরপর কয়েদীদেরও ভেড়াবে
তাদের দলে, আর সবাই মিলে আক্রমণ করবে
বিপ্লবীদের।
.
প্রগতিবাদীরা অর্থাৎ যারা ফ্রান্সে আমূল
পরিবর্তন আনার জন্য বিপ্লব করছিলেন, তারা
চিন্তা করলেন বিরোধী দলকে মাঠে
নামার সুযোগ দেওয়া হবে না। বিশেষ করে
সাংবাদিক জ্যা পল মারাত কয়েদীদের
হত্যা করার জন্য আহ্বান করলেন ড্রাফ্টি-দের
(যাদেরকে জোরপূর্বক মিলিটারিতে
ঢুকানো হতো)। তিনি ভেবেছিলেন,
বিরোধীরা কয়েদীদের মুক্ত করে দেওয়ার
আগেই ওদেরকে মেরে ফেলা দরকার।
.
সাংবাদিকের আহ্বানে সাড়া দিয়ে
কয়েদী হত্যায় নেমে পড়েছিলো ফরাসি
মিলিশিয়ায় যোগ দেওয়া সাধারণ জনতা,
আর কিছু স্বেচ্ছাসেবী। প্যারিস শহরের
গভর্নমেন্ট পুরো ব্যাপারটাকে মেনে
নিয়েছিলো। সেইসাথে অন্যান্য শহরেও
একই কাণ্ড ঘটানোর আহ্বান
জানিয়েছিলো। ৬ সেপ্টেম্বরের মধ্যে
প্যারিস শহরের সব কয়েদীদের মধ্যে
অর্ধেককে মেরে ফেলা হয়েছিলো।
অনুমান করা হয়, সংখ্যাটা ছিল ১২০০ থেকে
১৪০০ জনের ভেতর। এদের মধেয় ২৩৩ জন
ছিলো ক্যাথোলিক যাজক, যারা সরকারকে
সমর্থন জানাতে অস্বীকার করেছিলো।
তবে হত্যাকৃত বেশিরভাগ কয়েদীই ছিল
বিভিন্ন অপরাধে অভিযুক্ত অপরাধী। এই
হত্যাকাণ্ড অন্যান্য ফরাসি শহরেও ঘটানো
হয়েছিলো।
.
এই সেপ্টেম্বর ম্যাসাকার ঘটনাটি বিখ্যাত
এই কারণেই যে, এটার জন্যেই এখনও ফরাসি
বিপ্লবের পক্ষে বিপক্ষে জনমত গঠিত হয়।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০২
রাঘব বোয়াল বলেছেন: অনেক কিছু জানলাম।আপনাকে +
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২১
নীল কান্না বলেছেন: ধন্যবাদ #রাঘব বোয়াল এবং প্রমানিক ভাই
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২২
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ