নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সপ্নের ফেরারী

প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করার ইচ্ছা পূষণ করি কারো উপকার করতে না পারলে ও যেন কারো ক্ষতি না হয় সেটাই ভাবি

Neeljosona

সবকিছু পজেটিভলি দেখলে কোন সমস্যাই থাকে না।

Neeljosona › বিস্তারিত পোস্টঃ

বৌ বদল!

২৩ শে জুলাই, ২০১১ সকাল ১০:৪৩

খুলনা জেলার ফুলতলা নামক একটি গ্রামের সজিব আর বাবুল। তারা দুজনে খুব ভাল বন্ধু। জন্ম থেকে ই এই দুই বন্ধু আলাল আর দুলাল। এমন কি তারা সারা দিন একি সাথে রাজ মিস্ত্রির কাজ করে। আর রাতে তারা পাশাপাশি বাড়ি থাকার কারনে একি সাথে ঘুমায়। দরিদ্র পরিবারের এই দুই আলাল দুলাল এলাকায় বেশ কাজের ছেলে এবং সৎ হিসাবে বেশ পরিচিত। তাই এলাকার সকল রাজ মিস্ত্রির কাজ তারা দুই জন ই পায়। এই দুই বন্ধুর পিতা রা ও রাজ মিস্ত্রি। এবং তারা ও বেশ বন্ধু ছোট বেলা থেকে। যাই হোক এই দুই বন্ধু সজিব আর বাবুল নাকি এক সময় প্রতিজ্ঞা করে যে তারা কোন দিন যদি বিয়ে করে তবে এক সাথে ই করবে। এবং একি বাড়ির ২ মেয়ে বিয়ে করবে। কিন্তু একি বাড়ির ২ মেয়ে পাওয়াটা একটু মুশকিল। তাই তাদের বাবা মা বিষয়টি যানার পর ঐ রুপ একি বাড়ির ২ মেয়ে খুজতে থাকে। কিন্তু সেই রুপ কোন মেয়ের সন্ধান তারা পায়না। এক সময় তারা বিয়ের জন্য বেশ চাপ দিতে থাকে তাদের দুই সন্তান কে। শেষ মেষ তারা রাযি হয়। তবে শর্ত দুই বন্ধু একি দিনে বিয়ে করবেন। তাই বাধ্য হয়ে তাদের বাবা মা পাশের গ্রামের ২ টি মেয়ে ঠিক করে। এবং যথারীতি বিয়ের দিন ও ঠিক হয়। সজিব এর সাথে হেনা আর বাবুল এর সাথে চম্পা নামের মেয়েদের বিয়ে ঠিক হয়। এবং বিয়ে ও এক সময় সম্পন্ন হয়ে যায়। এবং তারা বেশ সুখে ই সংসার করতে থাকে।



দুই বন্ধু খুব আন্তরিক থাকায় উভয় এর বাড়ি উভয় এর অভাদ যাতায়াত ছিল। এবং বিয়ের প্রায় ৮ মাস পর দুই বন্ধুই আবিষ্কার করে যে তারা তাদের স্ত্রী কে যত টুকু ভাল বাসে তার চাইতে অন্নের স্ত্রী এর প্রতি তারা বেশী দুর্বল হয়ে যায়। অর্থাৎ সজিব এর স্ত্রী হেনার প্রতি বাবুল এবং বাবুলের স্ত্রী চম্পার প্রতি সজিব বেশ দুর্বল হয়ে পড়ে। এবং তারা দুই জন সজিব সে তার ভাবি( চম্পা) কে বিষয় টি এবং বাবুল তার ভাবি (হেনা) কে বিষয় টি যানায়। এবং এই দুই বন্ধু তখন ও কেউ কাউকে বিষয় টি বলছেনা। কারন বাবুল মনে করেছিল সজিব এর স্ত্রী কে সে ভাল বেসে ফেলেছে এই কথা সজিব জানলে মনে কষ্ট পাবে।আর অন্য দিকে সজিব ও তাই ভাবতে থাকে। কিন্তু এক সময় তারা বিষয় টি আর চাপা রাখতে পারেনা। তাই দুই বন্ধু দুই জনকেই কথা গুলী বলে। এবং তারা সিদ্ধান্ত নেয় তারা বৌ বদল করবে!



বিষয় টি তাদের বাবা মা পর্যায়ে এক সময় পৌছায়। এবং তারা কিছুতেই এই বৌ বদল নামক বিষয়টি মানতে পারেনা। কিন্তু ২ বন্ধু তাদের সিদ্ধান্তে অটল থাকার কারনে তাদের অভিভাবক বাধ্য হয়ে তাদের সিদ্ধান্ত মেনে নেয়। এবং ১৫ দিন পূর্বে কাজি অফিসে গিয়ে তারা দুই বন্ধু ২ বৌকে প্রথমে তালাক দেয়। এবং শেষ মেষ তারা বৌ বদল করে। অর্থাৎ বাবুল এর প্রাক্তন বৌ চম্পাকে সজিব এবং সজিব এর প্রাক্তন বৌ হেনা কে বাবুল বিয়ে করে। একেই বলে কি বন্ধুত্ব? এই বিয়ে নিয়ে তাদের এলাকাতে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।





সুত্রঃ

দৈনিক প্রবাহ ( খুলনা থেকে স্থানীয় ভাবে প্রকাশিত দৈনিক)

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১১ সকাল ১০:৫৪

এম এম কামাল ৭৭ বলেছেন: যা তারা করেছে সবই নিয়ম মেনে করেছে। তাই নো টেনশন।

২| ২৩ শে জুলাই, ২০১১ সকাল ১১:০৪

মুহাম্মদ ফয়সল বলেছেন: একেই বলে সততা। বাহবা জানাই তাদের সততাকে। যদিও বিষয়টা প্রচলিত সামাজিক ধারাথেকে ভিন্ন, কিন্তু অসামাজিক কিছু তো আর না।

৩| ২৩ শে জুলাই, ২০১১ সকাল ১১:১২

অণুজীব বলেছেন: এটা অনেক আগের খবর

৪| ২৩ শে জুলাই, ২০১১ সকাল ১১:২০

ধুসর বালক বলেছেন: খবরটা মজার তবে ফুলতলা কোন গ্রামের নাম না এটা একটা উপজেলা..।

৫| ২৩ শে জুলাই, ২০১১ সকাল ১১:২১

শফিউল আলম চৌধূরী বলেছেন: শুনে খুবই ভাল লাগল যে তারা যা করেছে নিয়মের মধ্যে থেকে করেছে। এবং নিজেদের সততাকে নিজেদের মনের খারাপ ইচ্ছার কাছে হারতে দেয় নাই।

৬| ২৩ শে জুলাই, ২০১১ সকাল ১১:২১

জন ঢাকা বলেছেন: ভাল খবর। দেশ কত ডিজিটাল হয়েছে বুঝুন এ বার

৭| ২৩ শে জুলাই, ২০১১ সকাল ১১:২২

মো: আবু জাফর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~হা হা প গে

৮| ২৩ শে জুলাই, ২০১১ দুপুর ১২:০৫

বেলাল আহমেদ রাসেল বলেছেন: ভাই ধুসর বালক আপনি তো আমার ছবি নকল করেছেন, তাড়াতাড়ি চেইঞ্জ করেন, না হলে কিন্তু আমি মামলা করব

৯| ২৩ শে জুলাই, ২০১১ দুপুর ১২:১৪

অশান্ত তারেক বলেছেন: ভাই, একবার ভাবুন, আপনার বউকেও একদিন ওরা এই ভাবেই বদল করে নিয়ে যাবে। যখন যাকে খুশি পছন্দ হলেই বদলে নিয়ে যাবে। যতই নিয়মের ভিতরে থাকুকনা কেনা, অসামাজীকতা অসামাজীকতাই।

১০| ২৩ শে জুলাই, ২০১১ দুপুর ১২:৪০

বউ পাগল বলেছেন: মানুষের এই ধরণের চিন্তা গুলি খুবই খারাপ। নিজের বউ থাকতে পরের বউকে তারা লালসা করেছে।

১১| ২৩ শে জুলাই, ২০১১ দুপুর ১২:৪৮

শেষের_কবিতা বলেছেন: সব নারীই পরশ্রীকাতর আর সব পুরুষই পরস্ত্রীকাতর...

২৩ শে জুলাই, ২০১১ দুপুর ১:১৫

Neeljosona বলেছেন: শেষের_কবিতা বলেছেন: সব নারীই পরশ্রীকাতর আর সব পুরুষই পরস্ত্রীকাতর.
এইভাবে জেনারেলইজ করা কি ঠিক?

১২| ২৩ শে জুলাই, ২০১১ দুপুর ১:২০

বখতিয়ার আহ্‌মেদ বলেছেন: মানুষের উচিত না নিজের যেটা আছে সেটা ছেড়ে অন্য দিকে হাত বাড়ানো। তাহলে মানুষ আর পশুতে পার্থক্য কি থাকলো? ওই দুই ভদ্রলোকের তো দুইদিন পর অন্য আরেকজনের বউ কে ভাল লাগবে। তখন অবস্থাটা কি হবে? এলাকার মুরুব্বিরা এই ধরনের ঘটনাকে কিভাবে মেনে নিলেন এটা বিস্ময়জনক। এই ধরনের জঘন্য ঘটনার প্রতি চরম নিন্দা জানাচ্ছি।

১৩| ২৩ শে জুলাই, ২০১১ দুপুর ১:৩১

বখতিয়ার আহ্‌মেদ বলেছেন: শেষের_কবিতা কে বলছি, নিজের প্রতি শ্রদ্ধা বাড়ান। তাহলে হয়তো এই কথাটা বলতে পারবেন না। অন্তত একজন খুঁজে পাবেন যিনি পরশ্রীকাতর বা পরস্ত্রীকাতর না। আজকে থেকেই শুরু করে দিন নতুন উচ্চতায় পথচলা।

১৪| ২৪ শে জুলাই, ২০১১ রাত ১:২৫

ধুসর বালক বলেছেন: বেলাল ভাই করতেছি

১৫| ২৪ শে জুলাই, ২০১১ রাত ১:৫০

ধুসর বালক বলেছেন: করেচি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.