নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলভ্র

আমি নীলভ্র!মনের নীল আকাশের নীল মিলে একাকার! অতি সাধারণ একজন মানুষ!দুনিয়ার মারপ্যাচ বুঝা আমার সাধ্যের বাহিরে! কাল্পনিক জগতের পথহারা পথিক! পৃথিবীর সিস্টেম আমার কাছে বেমানান!!!!! কিছু ছোট ছোট স্বপ্ন এবং বড় বড় দুঃস্বপ্ন পুরনের পথে!!!!!!!!

নীলভ্র › বিস্তারিত পোস্টঃ

"রাজনীতি না স্বার্থনীতি"

০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০১

ক্ষমতা!!!
ক্ষমতার লোভ একটি প্রাকৃতিক বিষয়!মৌমাছি থেকে শুরু করে মানুষ পর্যন্ত সকল সার্থন্বেষী প্রাণীর মধ্যে ক্ষমতার লোভ বিদ্যমান!!অনেক পরার্থ মানুষ এবং জীব আছে তাদের কথা আমি বলছি না!যারা স্বার্থন্বেষী কেবল তাদের কথা বলছি!
রানী মৌমাছি ডিম পারে আমরা সবাই জানি! যখন ডিম এর খোলস ছাড়িয়ে শিশু মৌমাছি বের হয় তখন সম্ভাবনাময় যোগ্য শিশু রানী মৌমাছিকে তার নিজের মা রানী মৌমাছি হূল ফুটিয়ে মেরে ফেলে!!
এখানে রানী মৌমাছির নিছক ক্ষমতার স্বার্থ রয়েছে!!
কিন্তু কিছু অযোগ্য রানী মৌমাছি রয়ে যায় যারা পরবর্তীতে রাজ্য শাসন করে!
আমাদের দেশের রাজনীতিগুলি এই প্রকৃতির হয়ে উঠেছে!সবাই নিছক ক্ষমতার স্বার্থের জন্য সম্ভাবনাময় যোগ্য মুখগুলিকে ধ্ব্ংশ করে যাচ্ছে!!
আমরা মানুষ আমাদের রাজনীতি হয়া উচিত মানবতা! আমাদের হাতিয়ার অস্ত্র হবে কেন?? আমাদের হাতিয়ার হবে মনুস্যত্ব!!!
স্বার্থন্বেষী ক্ষমতার খোলস ছাড়িয়ে মনুস্যত্বের পথে আমাদের চলতে হবে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.