![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।
"শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লীর পতি? সে তো কোন্ ছার!"
- "শিক্ষকের মর্যাদা" । আমাদের পাঠ্য ছিল।
এখন বুঝি পাঠ্যসূচীতে নেই, না?
তাই স্বমর্যাদায় "আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির" ও আর হয়না!
বলাবাহুল্য, প্রাসঙ্গিক বিষয় শাহজালাল বিশ্ববিদ্যালয় কলঙ্ক!
ব্লগে লেখার শব্দ সীমা জানা নেই। কিন্তু এ ঘটনায় জাফর ইকবাল স্যারের প্রতিক্রিয়ার মতই আমি এজাতীয় কর্মকান্ডে একেবারেই বাকরুদ্ধ হয়ে যাই।
ভাষার দারিদ্র্য নিদারুনভাবে গ্রাস করে।
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৯
তানজীনা বলেছেন: তাই?? ভাই, আমি কিন্তু জাফর স্যারকে আক্রমণ করে লিখিনি –বরঞ্চ স্যারের মতই একই বেদনায় নীল হয়েই বাকরুদ্ধ। কারণ, আমিও একজন শিক্ষক। তফাৎ কেবল ভীনদেশে ভিনদেশীদের পড়াই। স্যারের মতই জয়বাংলা স্লোগানের অপমানে, একজন শিক্ষকের নির্লজ্জতায় অপর সকল শিক্ষকের ছাত্র কর্তৃক সর্বোচ্চ অপমানে স্তম্ভিত।
২| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: শিক্ষাগুরুর মর্যাদা এখন পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ । বাস্তবে প্রতিফলন নেই ।
৩| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬
মেঘ বালকের কথা বলেছেন: লেখক - আমি আপনাকে উদ্দেশ্য করে লিখি নি! আসলে বিভিন্ন জনের পোস্টগুলো দেখে খারাপ লাগছিলো, আপনার সাথে সহমত পোষন করেছিলাম।
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩২
তানজীনা বলেছেন: জাফর স্যারকে আক্রমণ করে লিখছে? সত্যি? ভাগ্য ভাল বলতে হবে – আমার এখনো চোখে পড়েনি।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৭
মেঘ বালকের কথা বলেছেন: আদ্ভুত ব্যাপার সবাই জাফর ইকবালকে আক্রমন করে লিখছে এবং এই যে অপকর্মটা হলো সেটা নিয়ে কেউ কিছুই বলছেনা। এই ভিসি আর ছাত্রলীগ যে কাজটা করল এটাযেন একটা সেকেন্ডারি ব্যাপার!