![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।
হপ্তাশেষের খুব দুপুরেও অবসর আজ বিলাসীতা
খুব রাত্তির স্বপ্ন আনে , ঘুম আনেনা চোখের পাতা।
সামান্য এক স্বপ্ন ছিল, একটা নদীর এপাড় ওপাড়
মাঝ নদীতেই স্বপ্ন ভেঙে ঘূর্ণি ডোবায় ভোলায় সাতার ।
গল্প কথার পানসীগুলি এতো এতো মিথ্যে ছিল!
স্বপ্ন ভাঙার আর্তনাদে বন নদী সব উজার হলো!
তবুও দেখি স্বপ্ন, যেমন এপাড় ভেঙে ওপাড় জাগে
দেখবো মুঠোয় তারা নিলে দগ্ধ হতে কেমন লাগে।
১২ ই মে, ২০১৬ সকাল ৯:২২
তানজীনা বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণার জন্য এবং ভাল লাগাটা জানানোর জন্য।
২| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:২৫
শায়মা বলেছেন: সুন্দর কাব্য আপুনি!
১২ ই মে, ২০১৬ দুপুর ১:৪৫
তানজীনা বলেছেন: ধন্যবাদ আপুমনি!
৩| ১৩ ই মে, ২০১৬ দুপুর ১:১৭
কাবিল বলেছেন: ভাল লাগা রইল।
১৩ ই মে, ২০১৬ রাত ৯:১৫
তানজীনা বলেছেন: কৃতজ্ঞতা রইলো!
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৬ সকাল ৮:০৩
চাঁদগাজী বলেছেন:
" দেখবো মুঠোয় তারা নিলে দগ্ধ হতে কেমন লাগে। "
-এক লাইনে বিশ্ব জয়; অদ্ভুত প্রকাশ, অপুর্ব অনুভুতি