![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।
মৃত শরীর দুদিনেই দুর্গন্ধ ছড়ায়,
মৃত মন যুগ যুগ ফরমালিন ছাড়াই গন্ধহীন থেকে যায়।
ফুল শুকোলে ঝরে পরে ,
জীবন শুকিয়ে গেলেও জীবন রেখা অব্দি টেনে বেড়াতে হয়।
-- স্রষ্টার কত বিচিত্র খেয়াল!
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:৩১
সুমন কর বলেছেন: ভালো লাগল।