![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।
ভিডিওটা অস্পষ্ট ।
উপরন্ত টিপিকাল জাপানীজ বিকর্ষনীয় স্টাইলে কথাবার্তা , সাবটাইটেলও নাই ( Cultural deferrence এর কারণে আমাদের বরাবর মনে হয়, কেন যে এরা এতো কষ্ট করে এতো খ্যাতের মত কথা বলে আর ভাড়ামী করে :/ !!) । দেখানোর কারণ হলো , আমরা বাঙ্গালী না মুসলমান আগে -এই প্রমাণে আজ খুব সোচ্চার হলেও আদতে আঞ্চলিকতায় সবচেয়ে বেশী বিশ্বাসী, এমনকি রাশিচক্রেও। ( রাষ্ট্রধর্ম ইসলামের দেশে প্রথম সারীর সব পত্রিকায় নিয়মিতই রাশিফল প্রকাশিত হয়! )
আর জাপানীরা তেমন বিশ্বাস করে রক্তের গ্রুপএ।
এবং এতো বিতং এর অবতারনা একটা মজার ভিডিও ব্যাখ্যা করতে।
এই ভিডিও তে দেখা গেছে, জাপানিজ আইডল গায়ক আইবা গেছে এক কিন্টারগার্ডেনে নতুন টিচার পরিচয়ে সার্ভে করতে । ক্লাসে টীচার একটি কাচের ফুলদানী রেখে বাচ্চাদের হাত না লাগাতে সাবধান করে গেছে খুব করে। তো গায়ক আইবা ডেমোর প্ল্যান মোতাবেক বাচ্চাদের রক্তের গ্রুপ অনূযায়ী কি কি প্রতিক্রিয়া হয় তা স্টাডি করতে ফুলদানীটা আলগোছে ভেংগে দেয়।
প্রতিক্রিয়াগুলি ছিল এমনঃ
১। Blood Group A : ফুলদানী ভাংগার সাথে সাথে টীচারের অনুরোধ , হুমকি থোড়াই কেয়ার করে এক দৌড়ে তারা ক্লাস টীচারকে ডেকে এনে আইবা’র অপকর্ম অবহিত করে।
২। Blood group B : তারা তুমুল আনন্দ পায় এবং আইবা টীচারকে আস্বস্ত করে কাউকে বলে দেবে না। এবং ক্লাস টীচার আসার সাথে সাথে বানিয়ে গল্প বলে দেয় “ কেউ দেখে নাই, কেউ জানেনা, স্যান্ডেলে লেগে পরে গেছে মনে হয়।”
৩। Blood Group O: সবচেয়ে কড়া এই গ্রুপ। তারা রাগে ক্ষোভে ফেটে পরে। সরাসরি পুলিশের মতন জেরা করতে থাকে কেন , কি দরকার ছিল, কোন সাহসে সেই ফুলদানী ভিজিটিং টীচার ধরতে গেল—হেন তেন ? কেন যথেষ্ট সাবধান হয়নি, ওখানেই রেখে দেয়নি —ইত্যাদি। এবং টীচার আসার সাথে সাথে আংগুল তুলে সমস্বরে নালিশ করে আইবার ইমেজের ইন্না লিল্লাহ…রাজেউন করে ছেড়ে দেয়।
৪। Blood group AB: একেবারে উদ্ভট, অপৃকতস্থ আচরণ ছিল এই গ্রুপের। সবাই যার যার জগতে আত্মমগ্ন। ডেমোর শুরুতেই এক কাচুমাচু বাচ্চা গিয়ে বলে “ টীচার, আমার খুব একা একা লাগছে!” দুই বাচ্চা চেয়ার উল্টে শুয়ে থাকে, আরেকজন চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি। ফুলদানী ভেংগে যাবার সাথে সাথে সবাই থতমত , কিন্তু প্রতিক্রিয়াহীন বিভ্রান্ত। আইবা বললেন “ কাউকে বলো না , প্লিজ!!! ” কেউ শোনে না। সবাই যে যার তালে , শুধু একজন রাজী। এবং টিচার এসে জিগেস করলেও তাদের কোন রা- ভাষ্য নাই। কেবল সেই প্রতিশ্রুতিদাতা বাচ্চাই অনতিবিলম্বে ওয়াদা ভেঙ্গে নাম বলে দেয়।
তো এবার দেখেন তো , আপনার ব্লাড গ্রুপ অনূযায়ী মিলে যায় কিনা? Does your blood group reflect pretty much of you?
https://www.youtube.com/watch?v=ndHQ08em3Ig
©somewhere in net ltd.