![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বাংলাদেশী মুসলিম। জাপানে গবেষনায় আছি। জাপানে আমার চাকরী গবেষনা সবই জাপানী উন্নত প্রযুক্তি উন্নয়নশীল দেশের সাধারণ মানুষের কাছে সুলভে কিভাবে পৌঁছে দেয়া যায় তাই নিয়ে। এ কাজ করতে করতে দেখেছি আমার দেশের অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজ বাকী রয়ে গেছে এবং আমার দেশের এই গরীব মানুষগুলির ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করে এ পর্যায়ে এসেছি। তাই, আমি জানি এই দেশের প্রতি, এই মানুষগুলির প্রতি “আমার অনেক ঋণ আছে”। তারই একটা ধাপ এই ব্লগে লেখা।
চৈত্রাগুনে পোড়া মাটির খরা ফাটা পরিধিটা
বাড়ছে কেবল , যাচ্ছে হেরে লাগাম দেবার সামর্থ্যটা ।
দাবী দাওয়ার নিত্য ইভেন্ট শহীদ মিনার উতাল করা
বাজু -শীরের জমা`ত গুনে ভিডিও, পোস্ট শেয়ার সারা ।
পতাকা যে স্কন্ধে সে আজ একচেটিয়ায় বিবশ পাষাণ
উন্নয়নের সোপানতলে আমজনতার সাদকায়ে প্রাণ ।
পুরান ব্যাথার দাওয়াই হয়ে নতুন নতুন জখম এলো
বিজয় আমি দেখিনিতো ! কিসের বিজয় ? ওসব ধুলো!
১লা ডিসেম্বর, ২০১৬।
০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
তানজীনা বলেছেন: আচ্ছা?
২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
বাস্তবতায় দেওয়াল ভেঙে এই ক্ষতগুলোতে সত্যিকার দেশপ্রেমের ছোঁয়া লাগুক। জখমগুলো মুছে যাক। বিজয়ের আনন্দে নেচে উঠুক সকলের মন!
০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
তানজীনা বলেছেন: সুন্দর বলেছেন। বিজয়ের মাসের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮
এই আমি রবীন বলেছেন: "পুরান ব্যাথার দাওয়াই হয়ে নতুন নতুন জখম এলো" - সেইরাম!
রিসেন্টলি খেয়াল করলাম একটা জিনিস, রাজাকার উপাধি ছাড়া তেমন কোন গালি কেউ গোয়া কে দেয় না, কিন্তু 'একটা মানষে'র বেলায় অনেকের মুখে দেখি লাগাম থাকেনা।