![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা বিশ্ববিদ্যালয় , প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ।দেশের শ্রেষ্ঠ মেধাবীরাই এই বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ পায় । কিন্তু এই ক্যাম্পাসে সন্ধার পর একটু হাটলেই মেধাবীদের প্রকৃত আচরন উপলব্ধি করা যায় ।
আজকে আসতেছিলাম শাহবাগ হতে সেন্ট্রাল লাইব্রেরি অপরাজেয় হয়ে নীলখেত ।কিন্তু কলা ভবনের সামনে আমতলা বটতলায় যা দেখলাম তা সত্যিই অবিশ্বাস্য । অনৈতিকতার সীমা ছাড়িয়ে গেছে । মেধাবীদের দিয়ে এ কাজ বেমানান । এছাড়া এই বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পরে বসে আধুনিকতার নামে তথাকথিত আড্ডার পতিতালয় ।তার মধ্যে শ্যডো , ফুলার রোড ও বটতলা অন্যতম ।
টিএসসির ঘটনাটি কিভাবে যেন মিডিয়ায় চলে আসল । অথচ টিএসসি থেকে আরো সিরিয়াস ঘটনা যুগলদের সম্মতিতে পাবলিক প্লেসে প্রতিদিনই ঘটছে তা মিডিয়া দেখে না ।
এই মেধাবীরা একদিন দেশ পরিচালনা করবে । বুঝতেই পারছেন সেই দেশে আমেরিকার মত প্রতি মিনিটে কয়টি ধর্ষণের ঘটনা ঘটবে ।
পরিশেষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ যোগ্য ও দেশপ্রেমিক মেধাবী উপহার চাই । আধুনিকতার নামে পতিতালয় হিসেবে এ ক্যাম্পাসকে দেখতে চাই না ।
২| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৯
দুর্গম পথের যাত্রী বলেছেন: একসাথে বসে গল্প করলে পতিতালয় হয় না স্যার । তবে বাস্তবতা গল্প করা থেকে আর একটু ভিন্ন ।
৩| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন? মোবাইল আর ফেসবুকের পর তো পুরো দেশেই অনৈতিকতার মাত্রা বেড়ে গিয়েছে। জানিনা নিস্তার কোথায়...
৪| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৭
দুর্গম পথের যাত্রী বলেছেন: যেখানে ধর্মহীন বাংলাদেশ তৈরির প্রচেষ্টা সেখানে নৈতিকতা থাকবে না সেটাই স্বাভাবিক...
৫| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৩:১২
দূর দ্বীপবাসী বলেছেন: আপনি সঠিক বলেছেন
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:২৬
মহা সমন্বয় বলেছেন: একজন ছেলে আর একজন মেয়ে সন্ধার পর এক জায়গায় বসে গল্প করলেই কি তা পতিতালয় হয়ে যায়!!!
আহহ কি অসাধারণই না আপনার চিন্তা ভাবনা। আপনাকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে ভাল হত।