![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তালেবান ক্ষমতায় গিয়ে ইসলামের নানা আচার-ব্যবহার কালচার জনগনের ওপর জোর করে আরোপ করলে তারা মৌলবাদী-উগ্রবাদী হয়। জেএমবি একই রকমভাবে মানুষের ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন চিন্তা জোর করে আরোপের পরিকল্পনা করে এগুলে তারা উগ্রবাদী এবং পরিত্যাজ্য হয়।
একই কারণে সেকুলারিজমের (আসলে একটি বিশেষ ধর্মের আচার-কালচার) নাম করে কোনো কিছুকে জনগনের ইচ্ছার বিরুদ্ধে তাদের ওপর জোর করে আরোপ করাও উগ্রবাদিতা-মৌলবাদিতা। যারা এসব করে তারা উগ্রবাদী। তাদেরকে 'কালচারাল জেএমবি' বলে ডাকতে পারেন।
#মঙ্গলশোভাযাত্রা
২| ১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:১০
আবু মুছা আল আজাদ বলেছেন: (আসলে একটি বিশেষ ধর্মের আচার-কালচার) ধর্মটার নাম কি বলবেন?
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫০
দুর্গম পথের যাত্রী বলেছেন: আপনি বুঝে না বুঝার ভান ধরছেন কেন?
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৯
সচেতনহ্যাপী বলেছেন: দেশ দখলের প্রয়োজন নেই, শুধু তার নিজস্বতা ধ্বংশ করে দাও।।