নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ অভিযাত্রিক

Never lose hope...., Never Stop Expedition....

নিঃসঙ্গ অভিযাত্রিক

ঘুরে বেড়ানো আমার একটা ভয়ংকর মাত্রার নেশা। আর আমার এই নেশার যোগানদাতা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দুঃসাহসিক অভিযাত্রিকেরা। ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রাইলস তাদের লিডার। এই মানুষটার জন্যই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘোরার নেশা আমাকে গ্রাস করে বসেছে। একা পথচলা আমার খুব পছন্দ। একা চলায় কষ্ট আছে সত্য, কিন্তু তা আনন্দের কাছে চাপা পড়ে যায়।The one who follows the crowd will usually get no further than the crowd. The one who walks alone is likely to find himself in places no one has ever been.

নিঃসঙ্গ অভিযাত্রিক › বিস্তারিত পোস্টঃ

শহীদ জননীর একাত্তরের ঈদ

০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২





২০ নভেম্বর, শনিবার ১৯৭১

আজ ঈদ। ঈদের কোনো আয়োজন নেই আমাদের বাসায়। কারো জামাকাপড় কেনা হয় নি। দরজা-জানালার পর্দা কাচা হয়নি, ঘরের ঝুল ঝাড়া হয় নি। বসার ঘরের টেবিলে রাখা হয় নি আতরদান। শরীফ, জামী ঈদের নামাজও পড়তে যায়নি।



কিন্তু আমি ভোরে উঠে ঈদের সেমাই, জর্দা রেঁধেছি। যদি রুমীর সহযোদ্ধা কেউ আজ আসে এ বাড়িতে? বাবা-মা-ভাই-বোন, পরিবার থেকে বিচ্ছিন্ন কোন গেরিলা যদি রাতের অন্ধকারে আসে এ বাড়ীতে? তাদেরকে খাওয়ানোর জন্য আমি রেঁধেছি পোলাও, কোর্মা, কোপ্তা, কাবাব। তারা কেউ এলে আমি চুপিচুপি নিজের হাতে বেড়ে খাওয়াবো। তাদের জামায় লাগিয়ে দেবার জন্য একশিশি আতরও আমি কিনে লুকিয়ে রেখেছি।

একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম



-----

যাঁদের জন্য আমরা আজ নিঃশঙ্কচিত্তে কথা বলতে পারছি, পারছি একে অপরকে শুভেচ্ছা আর সতত শুভকামনা জানাতে, পারছি অনাবিল আনন্দের দিনগুলো স্বজনসকাশে কাটাতে সেই সব বীরযোদ্ধাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা।



-----

১৯৭১: একটি সত্য গল্প 1971: A True Story -একটি মুক্তিযুদ্ধভিত্তিক আপোষহীন পেইজ

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক.........

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৬

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও ঈদ মোবারক.........

২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৮

আরজু পনি বলেছেন:

শিরোনামটাতেই কেমন যেন মন খারাপ হলে গেল ! রুমীর কথা মনে পড়ে গেল :(

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আসলেই, রুমীর কথা মনে হলে আমার চোখ ক্যামনে ক্যামনে জানি ঝাপসা হয়ে যায়। কি মেধাবীই না ছাত্র ছিল আর মা-বাবার কি আদরেরই না সন্তান ছিল!

৩| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৮

আরজু পনি বলেছেন:

আপনাকে ঈদের শুভেচ্ছা ।।

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা :) :) :)

৪| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৯

সাঈফ শেরিফ বলেছেন: ঈদের মাঝেও মাথা গরম জাতীয়তাবাদী রাজনীতি?

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: হ্যাঁ সাঈফ শেরিফ ভাই, এটা জাতীয়তাবাদী কিছু একটা। কিন্তু রাজনীতি না। মাথা ঠাণ্ডা রাখা উচিত আমাদের সবার। আমি তো জাস্ট যৎকিঞ্চিত বলতে চেয়েছি একাত্তরের ঈদটা কেমন ছিল। আপনাকে ঈদের শুভেচ্ছা।

'৭১ এর যেকোন কিছুকেই যা কিনা '৭১এই ঘটেছে তা নিয়ে কোন রাজনীতি করা যায় না তো। কেউ করতে চাইলেও করতে পারবে না।

৫| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ঈদ মোবারাক…… :)
Happy Holiday :)

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৯

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ঈদ মোবারক আপনাকেও......... :) :)

৬| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৫

আকাশ চুরি বলেছেন: আমরা কি আসলেই নিঃশংকচিত্তে কথা বলতে পারছি এই ডিজিটাল বাকশাল যুগে? তাহলে ফেইসবুক স্ট্যাটাসের জন্যও তো মানুষের নামে মামলা হয় জেল হয়।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনার কথার সাথে আমি একেবারে দ্বিমত পোষণ করতে পারছি না। কিন্তু পাকিস্তানীরা থাকলে তো আমাদের এর থেকেও ভয়াবহ অবস্থা হতো। ওদের দেশের অবস্থা দেখেন। আজকেও কোন এক চ্যানেলে শুনলাম ওদের কোথায় নাকি আত্মঘাতী হামলায় অনেকে মারা গেছে। মামলা হওয়া, জেলে যাওয়া- এগুলোকে মামুলী বিষয় আমি বলবো না। বিনা দোষে কাউকেই শাস্তি বা হয়রানি করা ঠিক না।

এটা অস্বীকার করার উপায় নাই যে, এখন একটা চরম অস্বস্তিকর অবস্থা চলছে। ব্যাপারটা বাকশালের মতোই হয়ে যাচ্ছে। আমার এই কথার আবার অন্য মানে খুইজেন না আবার। দেশের শত্রু, স্বাধীনতার শত্রু যতো কুলাঙ্গার আছে, সেইসব দেশদ্রোহী রাজাকার, আল-বদর আর আল-শামসদের প্রতি থাকবে চিরঘৃণা। এখানে কখনোই, কোন অবস্থাতেই পরিবর্তন আসবে না, ইন শা আল্লাহ্‌।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০

মহামহোপাধ্যায় বলেছেন: অনেকদিন আগে পড়েছিলাম "একাত্তরের দিনগুলি"। আপনার লেখা পড়ে আবার পড়তে ইচ্ছে করছে।



ভালো থাকবেন। শুভ কামনা রইল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধন্যবাদ......

আপনিও ভালো থাকুন এই কামনায়......

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

খেয়া ঘাট বলেছেন: কিন্তু আমি ভোরে উঠে ঈদের সেমাই, জর্দা রেঁধেছি। যদি রুমীর সহযোদ্ধা কেউ আজ আসে এ বাড়িতে? বাবা-মা-ভাই-বোন, পরিবার থেকে বিচ্ছিন্ন কোন গেরিলা যদি রাতের অন্ধকারে আসে এ বাড়ীতে? তাদেরকে খাওয়ানোর জন্য আমি রেঁধেছি পোলাও, কোর্মা, কোপ্তা, কাবাব। তারা কেউ এলে আমি চুপিচুপি নিজের হাতে বেড়ে খাওয়াবো। তাদের জামায় লাগিয়ে দেবার জন্য একশিশি আতরও আমি কিনে লুকিয়ে রেখেছি।

চোখ দিয়ে পানি এসে গেলো। দেশের জন্য কী অপরিসীম ভালোবাসা ছিলো।
ঠিক ঐ সময় যদি আমি রুমির মতো হতাম আমার কি এতো সাহস থাকতো যুদ্ধে যাওয়ার। মনে হয় না।

নিজের জীবন দিয়ে দেয়া। বলতেই শেষ হয়ে যায়। কিন্তু এ যে বড় কঠিন কাজ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: নিজের জীবন দিয়ে দেয়া। বলতেই শেষ হয়ে যায়। কিন্তু এ যে বড় কঠিন কাজ।

অতি সত্য কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.