নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ অভিযাত্রিক

Never lose hope...., Never Stop Expedition....

নিঃসঙ্গ অভিযাত্রিক

ঘুরে বেড়ানো আমার একটা ভয়ংকর মাত্রার নেশা। আর আমার এই নেশার যোগানদাতা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দুঃসাহসিক অভিযাত্রিকেরা। ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার গ্রাইলস তাদের লিডার। এই মানুষটার জন্যই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ঘোরার নেশা আমাকে গ্রাস করে বসেছে। একা পথচলা আমার খুব পছন্দ। একা চলায় কষ্ট আছে সত্য, কিন্তু তা আনন্দের কাছে চাপা পড়ে যায়।The one who follows the crowd will usually get no further than the crowd. The one who walks alone is likely to find himself in places no one has ever been.

নিঃসঙ্গ অভিযাত্রিক › বিস্তারিত পোস্টঃ

সবকটি ফুটবল বিশ্বকাপের সমাপনি দিনের ম্যাচ সমাচার

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৬

সবকটি ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী দিনের ম্যাচ সমাচার

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣

১৯৩০ উরুগুয়ে বিশ্বকাপ



বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার



অতি সংক্ষেপেঃ প্রথম বিশ্বকাপে মোট ১৩টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। গ্রুপ এক এ থাকে চারটি দল, বাকি তিনটিতে তিনটি করে নয়টি দল। মোট আঠারোটি ম্যাচ হয় মোট তিনটি স্টেডিয়ামে।



উরুগুয়ে বনাম আর্জেন্টিনা

তারিখঃ ৩০ জুলাই



স্টেডিয়ামঃ সেন্টেনারিও স্টেডিয়াম (মন্তিভিডিও)

দর্শক সংখ্যাঃ ৬৮, ৩৪৬

ফলাফলঃ উরুগুয়ে ৪ - আর্জেন্টিনা ২

হাফ টাইমঃ ১ - ২ (আর্জেন্টিনা এগিয়ে)



গোলদাতাঃ

উরুগুয়েঃ ডোরাডো (১২), সেয়া (৫৭), ইরিয়ার্টে (৬৮) , ক্যাস্ট্রো (৮৯)

আর্জেন্টিনাঃ পিউসেলে (২০), স্তাবাইল (৩৭)



রেফারিঃ জোহাননেস ল্যাঙ্গেনাস (বেলজিয়াম)







১৯৩৪ ইতালি বিশ্বকাপ



বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার



অতি সংক্ষেপেঃ এই বিশ্বকাপে মোট ১৬টি দল নক আউট ভিত্তিতে অংশ নেয়। অর্থাৎ সেরকম কোন গ্রুপ থাকে না। মোট ১৭টি ম্যাচ হয় আটটি স্টেডিয়ামে।

একই সাথে আটটি ভেন্যুতে আটটি ম্যাচ দিয়ে উদ্বোধন হয় ১৯৩৪ ইতালি বিশ্বকাপের।



ইতালি বনাম চেকোস্লোভাকিয়া

তারিখঃ ১০ জুন



স্টেডিয়ামঃ ডেল পার্তিতো স্টেডিয়াম (রোম)

দর্শক সংখ্যাঃ ৫৫, ০০০

ফলাফলঃ ইতালি ২ - চেকোস্লোভাকিয়া ১

হাফ টাইমঃ ০ - ০

ফুল টাইমঃ ১ - ১

অতিরিক্ত টাইমঃ ২ - ১



গোলদাতাঃ

ইতালিঃ ওরসি (৮১), শিয়াভিয়ো (৯৫)

চেকোস্লোভাকিয়াঃ পুক (৭১)



রেফারিঃ ইভান হেনিং একলিন্ড (সুইডেন)







১৯৩৮ ফ্রান্স বিশ্বকাপ



বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার



অতি সংক্ষেপেঃ এই বিশ্বকাপে মোট ১৫টি দল (প্রথমে ১৬টিই ছিল, কিন্তু পরে অস্ট্রিয়াকে জার্মানির সাথে অন্তর্ভুক্ত করানো হয়) নক আউট ভিত্তিতে অংশ নেয়। অর্থাৎ সেরকম কোন গ্রুপ থাকে না। মোট ১৮টি ম্যাচ হয় দশটি স্টেডিয়ামে।



ইতালি বনাম হাঙ্গেরি

তারিখঃ ২০ জুন



স্টেডিয়ামঃ অলিম্পিক স্টেডিয়াম (কলম্বেস)

দর্শক সংখ্যাঃ ৪৫, ০০০

ফলাফলঃ ইতালি ৪ - হাঙ্গেরি ২

হাফ টাইমঃ ৩ - ১

ফুল টাইমঃ ১ - ১



গোলদাতাঃ

ইতালিঃ কোলাউস্যি (৬, ৩৫), পিয়োলা (১৯, ৮২)

হাঙ্গেরিঃ টিটকস (৮), সারোসি (৭০)



রেফারিঃ পিয়েরে জর্জেস লুইস ক্যাপদেভিল (ফ্রান্স)







১৯৫০ ব্রাজিল বিশ্বকাপ



বিশ্বকাপের অফিসিয়াল লোগো



অতি সংক্ষেপেঃ '৫০ এর বিশ্বকাপে মোট ১৫টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। গ্রুপ চারে প্রাথমিকভাবে থাকে তিনটি দল, বাকি তিনটিতে চারটি করে বারোটি দল। কিন্তু ভারত ও ফ্রান্স বিশ্বকাপ বর্জন করায় শেষতক দলের সংখ্যা দাঁড়ায় ১৩ তে। ফলে গ্রুপ তিনে ভারতকে খালি পায়ে খেলতে না দেওয়ার কারণে এই গ্রুপে দলের সংখ্যা হয় তিন আর গ্রুপ চারে ফ্রান্সের না খেলার কারণে দলের সংখ্যা হয় মাত্র দুই। মোট ২২টি ম্যাচ হয় মোট ৬টি স্টেডিয়ামে। এই বিশ্বকাপে প্রতি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নদের নিয়ে আরেকটা গ্রুপ করা হয়। এরা আবার নিজেদের মধ্যে একবার করে তিনবার মুখোমুখি হয়। ফলে ১৬ জুলাইয়ের উরুগুয়ে-ব্রাজিল ম্যাচটি হয়ে ওঠে অঘোষিত ফাইনাল।



উরুগুয়ে বনাম ব্রাজিল

তারিখঃ ১৬ জুলাই



স্টেডিয়ামঃ মারাকানা (রিও ডি জেনিরো)

দর্শক সংখ্যাঃ ১৭৪, ০০০

ফলাফলঃ উরুগুয়ে ২ - ব্রাজিল ১

হাফ টাইমঃ ০ - ০



গোলদাতাঃ

উরুগুয়েঃ শিয়াফিনো (৬৬), ঘিগিয়া (৭৯)

ব্রাজিলঃ ফ্রিয়াকা (৪৭)



রেফারিঃ জর্জ রিডার (ইংল্যান্ড)







১৯৫৪ সুইজারল্যান্ড বিশ্বকাপ



বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার



অতি সংক্ষেপেঃ '৫৪ এর বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ২৬টি ম্যাচ হয় ৬টি স্টেডিয়ামে।



পশ্চিম জার্মানি বনাম হাঙ্গেরি

তারিখঃ ৪ জুলাই



স্টেডিয়ামঃ ভ্যাঙ্কদোর্ফ স্টেডিয়াম (বার্ন)

দর্শক সংখ্যাঃ ৬২, ৫০০

ফলাফলঃ পশ্চিম জার্মানি ৩ - হাঙ্গেরি ২

হাফ টাইমঃ ২ - ২



গোলদাতাঃ

পশ্চিম জার্মানিঃ মরলক (১০), রান (১৮, ৮৪)

হাঙ্গেরিঃ ফেরেঙ্ক পুসকাস (৬), যলতান (৮)



রেফারিঃ উইলিয়াম লিং (ইংল্যান্ড)







১৯৫৮ সুইডেন বিশ্বকাপ



বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার



অতি সংক্ষেপেঃ '৫৮ এর বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ৩৫টি ম্যাচ হয় ১২টি স্টেডিয়ামে।



ব্রাজিল বনাম সুইডেন

তারিখঃ ২৯ জুন



স্টেডিয়ামঃ রাসুন্ডা স্টেডিয়াম (সলনা)

দর্শক সংখ্যাঃ ৫১, ৮০০

ফলাফলঃ ব্রাজিল ৫ - সুইডেন ২

হাফ টাইমঃ ২ - ১ (ব্রাজিল এগিয়ে)



গোলদাতাঃ

ব্রাজিলঃ ভাভা (৯, ৩২), পেলে (৫৫, ৯০), মারিও জাগালো (৬৮)

সুইডেনঃ লিডহোম (৪), সিমন্সন (৮০)



রেফারিঃ মরিস আলেকজান্দ্রে গুইগু (ফ্রান্স)







১৯৬২ চিলি বিশ্বকাপ



বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার



অতি সংক্ষেপেঃ '৬২ এর বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ৩২টি ম্যাচ হয় ৪টি স্টেডিয়ামে।



ব্রাজিল বনাম চেকোস্লোভাকিয়া

তারিখঃ ১৭ জুন



স্টেডিয়ামঃ জুলিও মার্টিনেজ প্রাদানোস জাতীয় স্টেডিয়াম (সান্তিয়াগো)

দর্শক সংখ্যাঃ ৬৯, ০০০

ফলাফলঃ ব্রাজিল ৩ - চেকোস্লোভাকিয়া ১

হাফ টাইমঃ ১ - ১



গোলদাতাঃ

ব্রাজিলঃ আমারিল্ডো (১৭), জিতো (৬৯), ভাভা (৭৮)

চেকোস্লোভাকিয়াঃ মাসোপাস্ট (১৫)



রেফারিঃ নিকোলাই লাটিশেভ (রাশিয়া)







১৯৬৬ ইংল্যান্ড বিশ্বকাপ



উইলি; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট মূলত মাসকটের প্রচলন এই বিশ্বকাপ থেকেই শুরু হয়।



অতি সংক্ষেপেঃ '৬৬ এর বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ৩২টি ম্যাচ হয় ৮টি স্টেডিয়ামে।



ইংল্যান্ড বনাম পশ্চিম জার্মানি

তারিখঃ ৩০ জুলাই



স্টেডিয়ামঃ ওয়েম্বলি স্টেডিয়াম (লন্ডন)

দর্শক সংখ্যাঃ ৯৩, ০০০

ফলাফলঃ ইংল্যান্ড ৪ - পশ্চিম জার্মানি ২

হাফ টাইমঃ ১ - ১

ফুল টাইমঃ ২ - ২

এক্সট্রা টাইমঃ ৪ - ২



গোলদাতাঃ

ইংল্যান্ডঃ হার্স্ট (১৭, ১০১, ১২০), পিটার‌্স (৭৮)

পশ্চিম জার্মানিঃ হলার (১২), ওয়েবার (৮৯)



রেফারিঃ গটফ্রাইড ডিয়েন্‌‍‌স্ট্ (সুইজারল্যান্ড)







১৯৭০ মেক্সিকো বিশ্বকাপ



জুয়ানিটো; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ '৭০ এর বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ৩২টি ম্যাচ হয় ৫টি স্টেডিয়ামে।



ব্রাজিল বনাম ইতালি

তারিখঃ ২১ জুন



স্টেডিয়ামঃ অ্যাজটেক স্টেডিয়াম (কোয়োয়াকান)

দর্শক সংখ্যাঃ ১০৭, ৪১২

ফলাফলঃ ব্রাজিল ৪ - ইতালি ১

হাফ টাইমঃ ১ - ১



গোলদাতাঃ

ব্রাজিলঃ পেলে (১৮), গারসন (৬৬), জাইরযিনহো (৭১), কার্লোস আলবার্তো (৮৬)

ইতালিঃ বোনিনসেগ্না (৩৭)



রেফারিঃ রুডলফ গ্লোকনার (জার্মানি)



হলুদ কার্ডঃ দুটি

ব্রাজিলঃ একটি; রিভেলিনো

ইতালিঃ একটি; বার্গনিচ

লাল কার্ডঃ নেই



বিঃদ্রঃ এই বিশ্বকাপ থেকেই হলুদ ও লাল কার্ডের প্রচলন হয়। এর আগের কোন বিশ্বকাপে এটার প্রচলন ছিল না। তবে ১৯৩৮ ফ্রান্স বিশ্বকাপে সুইজারল্যান্ড বনাম জার্মানির উদ্বোধনী ম্যাচে জার্মানির এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়েছিল।







১৯৭৪ পঃ জার্মানি বিশ্বকাপ



টিপ এবং টাপ; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ '৭৪ এর বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ৩৮টি ম্যাচ হয় ৯টি স্টেডিয়ামে।



পশ্চিম জার্মানি বনাম নেদারল্যান্ড

তারিখঃ ৭ জুলাই



স্টেডিয়ামঃ অলিম্পিয়া স্টেডিয়াম (মিউনিখ)

দর্শক সংখ্যাঃ ৭৫, ২০০

ফলাফলঃ পশ্চিম জার্মানি ২ - নেদারল্যান্ড ১

হাফ টাইমঃ ২ - ১



গোলদাতাঃ

পশ্চিম জার্মানিঃ ব্রেইটনার (২৫ পেনাল্টি থেকে), গেরহার্ড মুলার (৪৩)

নেদারল্যান্ডঃ নীস্কেন্স (২ পেনাল্টি থেকে)



রেফারিঃ জন কেইথ টেইলর (ইংল্যান্ড)



হলুদ কার্ডঃ চারটি

পশ্চিম জার্মানিঃ একটি; বার্টি ভগ্তস (৩)

নেদারল্যান্ডঃ তিনটি; ভ্যান হ্যানেজেম (২২), গোলদাতা নীস্কেন্স (৩৯), জোহান ক্রুইফ (৪৫)

লাল কার্ডঃ নেই







১৯৭৮ আর্জেন্টিনা বিশ্বকাপ



গোচিতো; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ '৭৮ এর বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ৩৮টি ম্যাচ হয় ৬টি স্টেডিয়ামে।



আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড

তারিখঃ ২৫ জুন



স্টেডিয়ামঃ অ্যান্টোনি ভেসপুচি (বুয়েনস আইরেস)

দর্শক সংখ্যাঃ ৭১, ৪৮৩

ফলাফলঃ আর্জেন্টিনা ৩ - নেদারল্যান্ড ১

হাফ টাইমঃ ১ - ০ (আর্জেন্টিনা এগিয়ে)

ফুল টাইমঃ ১ - ১

এক্সট্রা টাইমঃ ৩ - ১



গোলদাতাঃ

আর্জেন্টিনাঃ কেম্পেস (৩৮, ১০৫), বার্টোনি (১১৬)

নেদারল্যান্ডঃ নানিংগা (৮২)



রেফারিঃ সার্জিও গনেলা (ইতালি)



হলুদ কার্ডঃ চারটি

আর্জেন্টিনাঃ একটি; আর্দিলেস (৪০)

নেদারল্যান্ডঃ তিনটি; ক্রল (১৫), সুরবিয়ের (৯৪), পুর্টভিলেট (৯৬)

লাল কার্ডঃ নেই







১৯৮২ স্পেন বিশ্বকাপ



নারাঞ্জিতো; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ '৮২ এর বিশ্বকাপে মোট ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ৫২টি ম্যাচ হয় ১৭টি স্টেডিয়ামে।



ইতালি বনাম পশ্চিম জার্মানি

তারিখঃ ১১ জুলাই



স্টেডিয়ামঃ সান্তিয়াগো বার্নাব্যূ (মাদ্রিদ)

দর্শক সংখ্যাঃ ৯০, ০০০

ফলাফলঃ ইতালি ৩ - পশ্চিম জার্মানি ১

হাফ টাইমঃ ০ - ০



গোলদাতাঃ

ইতালিঃ পাওলো রসি (৫৭), তারডেল্লি (৬৯), আলতোবেল্লি (৮১)

পশ্চিম জার্মানিঃ ব্রেইটনার (৮৩)



রেফারিঃ ডেভিড সিজার কোহেলহো (ব্রাজিল)



হলুদ কার্ডঃ পাঁচটি

ইতালিঃ দুটি; কন্টি (৩১), ওরিয়ালি (৭৩)

পশ্চিম জার্মানিঃ ড্রেমলার (৬১), স্টিয়েকলাইক (৭৩), লিটবার্স্কি (৮৮)



লাল কার্ডঃ নেই







১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ



পিক; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ '৮৬ এর বিশ্বকাপে মোট ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে থাকে চারটি দল। মোট ৫২টি ম্যাচ হয় ১২টি স্টেডিয়ামে।



আর্জেন্টিনাবনাম পশ্চিম জার্মানি

তারিখঃ ২৯ জুন



স্টেডিয়ামঃ অ্যাজটেক স্টেডিয়াম (কোয়োয়াকান)

দর্শক সংখ্যাঃ ১১৪, ৬০০

ফলাফলঃ আর্জেন্টিনা ৩ - পশ্চিম জার্মানি ২

হাফ টাইমঃ ১ - ০ (আর্জেন্টিনা এগিয়ে)



গোলদাতাঃ

আর্জেন্টিনাঃ ব্রাউন (২৩), ভালদানো (৫৬), বুরুচাগা (৮৪)

পশ্চিম জার্মানিঃ রামেনিজ্ঞে (৭৪), ভোলার (৮১)



রেফারিঃ রমুয়ালদো আর্প্পি ফিলহো (ব্রাজিল)



হলুদ কার্ডঃ ছয়টি

আর্জেন্টিনাঃ চারটি; ম্যারাডোনা (১৭), ওলার্টিকোয়েচিয়া (৭৭), এনরিখ (৮১), পাম্পিডো (৮৫)

পশ্চিম জার্মানিঃ দুটি; লোথার ম্যাথাউস (২১), ব্রিগেল (৬২)



লাল কার্ডঃ নেই







১৯৯০ ইতালি বিশ্বকাপ



চিয়াও; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ '৯০ এর বিশ্বকাপে মোট ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে চারটি দল। মোট ৫২টি ম্যাচ হয় ১২টি স্টেডিয়ামে।



পশ্চিম জার্মানি বনাম আর্জেন্টিনা

তারিখঃ ৯ জুলাই



স্টেডিয়ামঃ অলিম্পিক স্টেডিয়াম (রোম)

দর্শক সংখ্যাঃ ৭৩, ৬০৩

ফলাফলঃ পশ্চিম জার্মানি ১ - আর্জেন্টিনা ০

হাফ টাইমঃ ০ - ০



গোলদাতাঃ

পশ্চিম জার্মানিঃ ব্রেহমে (৮৫ পেনাল্টি থেকে)



রেফারিঃ এডগারডো এনরিক (মেক্সিকো)



হলুদ কার্ডঃ তিনটি

আর্জেন্টিনাঃ দুটি; বুরুচাগা (৮৪), ম্যারাডোনা (৮৭)

পশ্চিম জার্মানিঃ একটি; ভোলার (৫২)



লাল কার্ডঃ দুটি

আর্জেন্টিনাঃ দুটিই তাদের। এছাড়া সাইড লাইনে আগে থেকে ছিল চারজন।

মনজন (৬৫), দেযোট্টি (৮৭); সাইড লাইনের গিউস্তি, বাতিস্তা, ক্যানিজ্ঞিয়া, ওলার্টিকোয়েচিয়া।







১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ



স্ট্রাইকার (বাচ্চা পোষা কুকুর); বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ '৯৪ এর বিশ্বকাপে মোট ২৪টি দল ছয়টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। গ্রুপ এক এ থাকে চারটি দল। মোট ৫২টি ম্যাচ হয় ৯টি স্টেডিয়ামে।



ব্রাজিল বনাম ইতালি

তারিখঃ ১৭ জুলাই



স্টেডিয়ামঃ রোজ বোল (ক্যালিফোর্নিয়া)

দর্শক সংখ্যাঃ ৯৪, ১৯৪

ফলাফলঃ ব্রাজিল ০ (৩) - ইতালি ০ (২)

হাফ টাইমঃ ০ - ০

ফুল টাইমঃ ০ - ০

এক্সট্রা টাইমঃ ০ - ০

পেনাল্টি শুট আউটঃ ৩ - ২



পেনাল্টি শুট আউটঃ প্রথমে ইতালি

ইতালিঃ বারেসি (X), আলবার্টিনি ( √), ইভানি (√), মাসারো (X), রবার্তো ব্যাজিও (X)

ব্রাজিলঃ মার্সিও স্যান্টোস (X), রোমারিও (√), ব্রাঙ্কো (√), কার্লোস ডুঙ্গা (√)



রেফারিঃ স্যান্ডোর পুহ্‌ল (হাঙ্গেরি)



হলুদ কার্ডঃ চারটি

ইতালিঃ দুটি; অ্যাপোল্লনি (৪১), আলবার্টিনি (৪২)

ব্রাজিলঃ দুটি; মাজিনহো (৪), কাফু (৮৭)



লাল কার্ডঃ খেলায় নেই

ইতালিঃ তবে সাইড লাইনে থাকা কস্তাকুর্তা







১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ



ফুটিক্স; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ '৯৮ এর বিশ্বকাপে মোট ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে চারটি দল। মোট ৬৪টি ম্যাচ হয় ১০টি স্টেডিয়ামে।



ফ্রান্স বনাম ব্রাজিল

তারিখঃ ১৩ জুলাই



স্টেডিয়ামঃ ফ্রান্স স্টেডিয়াম (প্যারিস)

দর্শক সংখ্যাঃ ৮০, ০০০

ফলাফলঃ ফ্রান্স ৩ - ব্রাজিল ০

হাফ টাইমঃ ২ - ০



গোলদাতাঃ

ফ্রান্সঃ জিদান (২৭, ৪৫+১), পেটিত (৯০+৩)



রেফারিঃ সাইদ বেলকোলা (মরক্কো)



হলুদ কার্ডঃ পাঁচটি

ব্রাজিলঃ একটি; জুনিয়র বেইয়ানো (৩৩)

ফ্রান্সঃ চারটি; দিদিয়ের দেশাম (৩৯), দেশাই (৪৮, ৬৮), কারেম্বু (৫৬)



লাল কার্ডঃ একটি

ফ্রান্সঃ দেশাই (৬৮ দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায়); এছাড়া আগে থেকে সাইড লাইনে থাকা ডিফেন্ডার ব্লাঙ্ক







২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপ



স্ফেরিক্স; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ এই বিশ্বকাপে মোট ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে চারটি দল। মোট ৬৪টি ম্যাচ হয় ২০টি স্টেডিয়ামে।



ব্রাজিল বনাম জার্মানি

তারিখঃ ৩১ মে



স্টেডিয়ামঃ নিশান স্টেডিয়াম (ইয়োকোহামা)

দর্শক সংখ্যাঃ ৬৯, ০২৯

ফলাফলঃ ব্রাজিল ২ - জার্মানি ০

হাফ টাইমঃ ০ - ০



গোলদাতাঃ

ব্রাজিলঃ রোনালদো (৬৭, ৭৯)



রেফারিঃ পিয়েরলুইগি কলিনা (ইতালি)



হলুদ কার্ডঃ দুটি

ব্রাজিলঃ রোক জুনিয়র (৬)

জার্মানিঃ মিরোস্লাভ ক্লোসা (৯)



লাল কার্ডঃ নেই







২০০৬ জার্মান বিশ্বকাপ



গোলিও; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ এই বিশ্বকাপে মোট ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে চারটি দল। মোট ৬৪টি ম্যাচ হয় ১২টি স্টেডিয়ামে।



ইতালি বনাম ফ্রান্স

তারিখঃ ১০ জুলাই



স্টেডিয়ামঃ অলিম্পিয়া স্টেডিয়াম (বার্লিন)

দর্শক সংখ্যাঃ ৬৯, ০০০

ফলাফলঃ ইতালি ১ (৫) - ফ্রান্স ১ (৩)

হাফ টাইমঃ ১ - ১



গোলদাতাঃ

ইতালিঃ মাতেরাজ্জি (১৯)

ফ্রান্সঃ জিদান (৭ পেনাল্টি থেকে)



পেনাল্টি শুট আউটঃ প্রথমে ইতালি

ইতালিঃ পিরলো (√), মাতেরাজ্জি (√), রসি (√), দেল পিয়েরো (√), গ্রোসো (√)

ফ্রান্সঃ উইলটর্ড (√), ত্রেজেগে (X), আবিদাল (√), স্যাগনল (√)



রেফারিঃ হোরাসিও মার্সেলো এলিজোন্ডো (আর্জেন্টিনা)



হলুদ কার্ডঃ চারটি

ইতালিঃ একটি; জামব্রোত্তা (৫)

ফ্রান্সঃ তিনটি; স্যাগনল (১২), ম্যাকেলেলে (৭৬), মালুদা (১১১)



লাল কার্ডঃ একটি

ফ্রান্সঃ জিদান (১১০); এছাড়া সাইড লাইনে ছিল লুইস সাহা।







২০১০ দঃ আফ্রিকা বিশ্বকাপ



জাকুমি; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ এই বিশ্বকাপে মোট ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে চারটি দল। মোট ৬৪টি ম্যাচ হয় ১০টি স্টেডিয়ামে।



স্পেন বনাম নেদারল্যান্ড

তারিখঃ ১২ জুলাই



স্টেডিয়ামঃ ফার্স্ট ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম (জোহানেসবার্গ)

দর্শক সংখ্যাঃ ৮৪, ৪৯০

ফলাফলঃ স্পেন ১ - নেদারল্যান্ড ০

হাফ টাইমঃ ০ - ০

ফুল টাইমঃ ০ - ০

এক্সট্রা টাইমঃ ১ - ০



গোলদাতাঃ

স্পেনঃ ইনিয়েস্তা (১১৬)



রেফারিঃ হাওয়ার্ড ওয়েব (ইংল্যান্ড)



হলুদ কার্ডঃ চৌদ্দটি!!!!

স্পেনঃ পাঁচটি; পুয়োল (১৭), সার্জিও রামোস (২৩), ক্যাপডেভিলা (৬৭), ইনিয়েস্তা (১১৮), জাভি (১২০+১)

নেদারল্যান্ডঃ নয়টি; ভ্যান পার্সি (১৫), ভ্যান বোমেল (২২), জং (২৮), ভ্যান ব্রঙ্কহর্স্ট (৫৪), হেইটিঙ্গা (৫৭, ১০৯), রোবেন (৮৪), ভ্যান ডার ভিল (১১১), ম্যাথিজসেন (১১৭)



লাল কার্ডঃ একটি

নেদারল্যান্ডঃ হেইটিঙ্গা (১০৯ দ্বিতীয় হলুদ কার্ড দেখে)







২০১৪ ব্রাজিল বিশ্বকাপ



ফুলেকো; বিশ্বকাপের অফিসিয়াল মাসকট



অতি সংক্ষেপেঃ এই বিশ্বকাপে মোট ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। প্রতি গ্রুপে চারটি দল। মোট ৬৪টি ম্যাচ হয় ১২টি স্টেডিয়ামে।



জার্মানি বনাম আর্জেন্টিনা

তারিখঃ ১৪ জুলাই (বাংলাদেশ সময় অনুযায়ী)



স্টেডিয়ামঃ মারাকানা (রিও ডি জেনিরো)

দর্শক সংখ্যাঃ ৭৪, ৭৩৮

ফলাফলঃ জার্মানি ১ - আর্জেন্টিনা ০

হাফ টাইমঃ ০ - ০

ফুল টাইমঃ ০ - ০

এক্সট্রা টাইমঃ ১ - ০



গোলদাতাঃ

জার্মানিঃ মারিও গোটজে (১১৩)



রেফারিঃ নিকোলা রিজ্জলি (ইতালি)



হলুদ কার্ডঃ চারটি

জার্মানিঃ দুটি; শোয়েনস্টাইগার (২৯), হাওয়েডেস (৩৪)

আর্জেন্টিনাঃ দুটি; মাচেরানো (৬৪), আগুয়েরো (৬৫)



লাল কার্ডঃ নেই

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক কষ্ট করেছেন। বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এই পোষ্ট থেকে। ধনপ্রদান অপনাকে।



প্রিয়োতে তো রাখলামই।



আসুন পরিচিত হই

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৯

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ধনপ্রদান অপনাকে। B:-/ :-& :| B:-) B:-) এইয়া কি ভাই!!! প্রত্থম শুনলাম আইজ... B:-) B:-) B:-)

যাইহোক, কষ্ট করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ... :)

২| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২০

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ... পড়ার জন্য... :) :) :)

৩| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২২

প্রবাসী পাঠক বলেছেন: পরিশ্রমী এবং তথ্যবহুল পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। পোস্টে প্লাস।

১৪ ই জুলাই, ২০১৪ রাত ২:০৪

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ... !:#P !:#P !:#P

৪| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৭

মুদ্‌দাকির বলেছেন: উরে বাবা, এতো দেখি এন্সাইক্লোপিদিয়া

১৪ ই জুলাই, ২০১৪ রাত ২:০৬

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: :) :) :)

৫| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৮

হাসান মাহবুব বলেছেন: স্কোর মুখস্থ না থাকলেও দলগুলির নাম মুখস্থ ছিলো। চমৎকার পোস্ট +++

১৪ ই জুলাই, ২০১৪ রাত ২:০৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আমার অবশ্য এই ব্লগটা তৈরি করতে গিয়ে স্কোরসহ প্রায় সবই মুখস্থ হয়ে গিয়েছিল। :-B :) :D

৬| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: এখন অপেক্ষা ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের জন্য। আগামী বিশ্বকাপ রোজার ঈদের পরপরই শুরু হবে।

২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: হুমমম, অপেক্ষা... !:#P !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.