![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাযাবরের সাধ জেগেছে মনে, এবার বুঝি হয়ে যাব তাই ;
পণ করেছি কয়েক জনে মিলে বাঁধসাধার কারো সাধ্য নাই ।
আমার কাছে আছে দামি কুপি, চাই জ্বালাতে স্ফুলেঙ্গেরী মেলায়;
মাঝে মাঝে রকমারি সাজি ধাঁধাঁ লাগি নিজের গড়া খেলায় ।
কোনযে মোনে এলাম নদীর ঘাটে, দেখতে পেলাম উথথাল পাথাল ঢেউ;
শুনতে পেলাম তরঙেরি ধবনি আমার মতো দেখছে অনেকেউ ।
মাঝ নদিতে নৌকা নিয়ে জেলে, জাল ফেলেছে নদির বুক মাঝে;
কেউ বা আবার দিচ্ছে নদি পাড়ি যে যার মতো মোন দিয়েছে কাজে ।
মাঝি ভাই নায়ের পাল তুলে, জাল ফেলেছে নদির বুক মাঝে;
বাধা ঘাটে নায়ে বেদেনীরা ঘাটি করে আছে কিনারাতে।
হিমেল হাওয়া পরশ বুলায় দেহে, নদির ওপার আকাশ গেছে নেমে ;
ভাবি আমি ওপার গেলেই বুঝি পারবো যেতে সুনীল গগনেতে ।
সূয্য ক্রমেই লাল হয়েছে ভারী, এবার বুঝি করবে সে যে স্নান;
তাইনা দেখে ফিরছে সবাই বাড়ি মিনারেতে হচ্ছে যে আযান ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬
আমার আকাশে তুমি বলেছেন: অনেক সুন্দর কবিতা