![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডক্টর এম এ হামিদ যিনি ১৯৯১-১৯৯৫ সময়কালে ইসলামি বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি ২৭ শে ডিসেম্বর ১৯৩৯ খৃষ্টাব্দ উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারুপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ১৯৬৩ সালে স্নাতকোত্তর ডিগ্রী লাভ এবং ঐ বছরেই অর্থনীতি বিভাগে যোগদান করেন।তিনি ম্যানচেস্টার থেকে এম. এ. ও পি- এইচ. ডি.ডিগ্রী (১৯৬৭-৭২)লাভ ও ১৯৭৬ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি শিক্ষা ক্ষেত্রে বহু গবেষণা মুলক রচনা প্রকাশ করেছেন। তাঁর গবেষণা ও প্রকাশনার সংখ্যা ৮৪; ইসলামি বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) ভাইস চ্যান্সেলর এর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে ঢাকার দারুল ইহসান ইউনিভার্সিটিতে ভাইস- চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।২০০২ সালের নভেম্বরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ষিকাগোতে মৃত্যু বরণ করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত সামাজিক গবেষক, সেচ, কৃষি, এবং গ্রামীণ উন্নয়নের দিশারী। পল্লী উন্নয়নে স্টাডিজের উপর তার সক্ষম নির্দেশিকা নির্ধারিত নেতৃত্বের অধীনে গবেষণাগুলোর একটি তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়।পরবর্তীতে তার আগ্রহ ইসলামি অর্থনীতি অধ্যায়নে স্থানান্তরিত হয়। তার স্বীকৃতিস্বরূপ তিনি দেশে ও বিদেশে জার্নালে ১০০ টিরো বেশি প্রকাশনা করেন। তিনি করেক ডজন গবেষণামূলক গ্রন্থ এবং অর্ধ ডজন বই প্রকাশ করেন যা বাংলাদেশের কৃষি সেক্টরে ১৯৭৮ সালে একটি মেইল ফলক স্বীকৃতি লাভ করে। ১৯৮৮ সালে বাংলাদেশের পল্লী উন্নয়ন গ্রন্থটি ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন।এছারাও তার অন্যান্য প্রকাশনা গুলো যেমন ল্যাথারিজম ইন বাংলাদেশ, এগ্রো-অর্থনীতি জরিপ(১৯৮৬), বাংলাদেশের সিল্ক সেক্টরঃ একটি সিল্কটভ অবলোকন(১৯৯১)গবেশনা জগনে প্রশংসার দাবিদার। তিনি শিক্ষিত শাখার একজন বিশিষ্ট সহপাঠি ছিলেন। দেশের পাবলিক বিশবিদ্যালয়ের বিভিন্ন সংবিধিবদ্ধ পদে ছিলেন। তিনি (১৯৮১-১৯৮৩) ইউনিভার্সিটি অনুদান কমিশনের সদস্য ছিলেন। তিনি (১৯৮০-১৯৮২) ইউনেস্কো বাংলাদেশ কমিশনের একজন অন্যতম সদস্য ছিলেন।এছারাও তিনি (১৯৮০-১৯৮২)ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশে।তিনি উইকেতে থাকা কালে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেন। তিনি ভ্রমন পিপাশু ছিলেন। তিনি ২০ টারো বেশি দেশে ভ্রমন করেন।তিনি জাতিয় ও আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেন।
©somewhere in net ltd.